Showing posts with label পুরানা ব্লগ থেকে. Show all posts
Showing posts with label পুরানা ব্লগ থেকে. Show all posts

March 20, 2016

Android App: Unicode - Bijoy Converter ইউনিকোড বিজয় কনভার্টার apk

বিজয় থেকে ইউনিকোড অথবা ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করতে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি খুব কাজে লাগবে। স্ক্রিপ্ট এর ক্ষেত্রে বাংলা কনভার্টার ডট কম এর ফর্মুলা ব্যাবহার হয়েছে।
.
## মোবাইল ফোনে যেহেতু Sutonny MJ বা কোনো আন্সি ফন্ট সাপোর্ট করে না এজন্য বিজয় এর ঘরে JdggGtsj gsGysbGgBsh এরকম আবোলতাবোল ইংরেজি দেখা যাবে, কিন্তু কপি করে WPS Office কিংবা পিসিতে দেখতে গেলে একদম ঠিকঠাক আসবে। ইনশাআল্লাহ
!
.
## টেক্সট বক্স দুইটা ইচ্ছামত ছোট বড় করা যাবে। এজন্য টেক্সট বক্সের নিচে-ডানকোনায় ট্যাপ করে নিচে-ওপরে ডানে-বামে করতে হবে।
.
.
নামঃ Unicode_to_Bijoy_to_Unicode.apk
সাইজঃ ৩৩৩ kb
ডাউনলোড লিংকঃ-


Download Now


কোনো পরামর্শ থাকলে কিংবা সমস্যা দৃষ্টিগোচর হলে জানাবেন, এখানে কমেন্ট জানাতে পারেন অথবা আমাকে ফেসবুকে বলতে পারেন।

আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন..
Share:

March 13, 2014

ফেসবুকের নাম পরিবর্তন বিড়ম্বনা? সমাধান নিন..

অনেক আগের কাহিনী.. হয়তো এখনো কাজ করবে...

আসসালামুআলাইকুম,
অনেকদিন ধরে টিউন লেখবো লেখবো করে হয়ইনা, তাও লেখতে বসে গেলাম... আসা করছি সবাই ভাল আছেন, আর কথা না বাড়িয়ে মুল টিউনে চলুন।
আজ যেটি নিয়ে আলোচনা করছি এই ব্যাপারে হয়তো কয়েকজন লেখেছে, কিন্তু আমি আরেকটু সহজভাবে লেখতে চাচ্ছি।
আমরা জানি ফেসবুকে সাধারনত ৬০দিনের আগে নাম পরিবর্তন করা যায়না, কিন্তু প্রয়োজন হলে কি করবেন??
হুম.. সমস্যা থাকলে এর সমাধানও আছে।
তাহলে চলুন জেনে নেই নাম পরিবর্তনের লিমিট পার হলে এরপর কিভাবে নাম পাল্টাবেন..। :)

১.পিসি ইউজাররা এই লিংকে যান : https://www.facebook.com/help/contact/?id=245617802141709

আর মোবাইল হলে এই লিংকে: https://m.facebook.com/help/contact/245617802141709

২. এবার একটা ফর্ম আসবে সেখানে New first name, New middle name, New last name এর ঘরগুলোতে আপনার পছন্দ অনুযায়ী নতুন নাম লিখুন।
৩. এরপর reason for change বক্সে আপনার নাম পরিবর্তন করার কারন সিলেক্ট করুন।
৪.Your ID বক্সে আপনার যেকোনো ফটো আইডি কার্ড স্কান করে আপলোড করে দিন।
যদি স্ক্যানার না থাকে তাহলে ?
আরে ভাই যা খুশি আপলোড দেন তো ! :o
যেমন, আপনার প্রোফাইলের পিকচারটা আপলোড দিতে পারেন। :D
৫.এবার "Send" বাটনে ক্লিক করুন। *আশা করা যায় ৭২ ঘণ্টার মধ্যে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। :)
আজ এই পর্যন্তই ।
আল্লাহ হাফেজ
Share:

February 21, 2014

ফেসবুকের সব রিকুয়েষ্ট কনফার্ম করুন একসাথে

ফেসবুকে অনেক জমা হয়ে গেলে দিয়ে একটা একটা করে রিকু Accept করা বিরক্তিকর ব্যাপার....
আপনি এই পদ্ধতিটা অনুসরণ করে একসাথে ৫০ টা রিকুয়েষ্ট কনফার্ম করতে পারবেন ।
তাহলে চলুন শুরু করি..
** যা যা লাগবেঃ
১. কিছু পেন্ডিং রিকুয়েস্ট।
২. পিসিতে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স আর মোবাইলে অপেরার 4.0+ যে কোন ভার্সন।
download1-75x75.jpg
** যা যা করতে হবেঃ
১.(মোবাইল হলে) শুরতে নিচের মত আপনার অপেরা মিনির বুকমার্ক লিস্টে একটা নতুন বুকমার্ক যোগ করুন।

টাইটেলে লিখুন: Accept All Friend Request
এড্রেস লিখুন:
javascript: var field=document.getElementsByName("actions[accept]"); for(i=0; i< field.length; i++)field.click();

লক্ষনিয়ঃ এখানে কোডটির "i<" এবং "f" এর মাঝের স্পেসটি মুছে দিন।
মুল কোডটির কপি-পেষ্ট লিংক: http://pastebin.com/zhpi9B9i

এখন যে একাউন্টে রিকু Accept করবেন এই একাউন্টে লগইন করে এই লিংকে যান। http://facebook.com/reqs.php
পেজ ওপেন হলে অপেরা মিনির বুকমার্ক লিষ্ট থেকে একটু আগে তৈরি করা Accept All Friend Request বুকমার্কটি ওপেন করুন,

(আর পিসি হলে শুধু এই লিংকে যান http://facebook.com/reqs.php আর এড্রেসবারে উপরে দেয়া কোডটি লিখে এন্টার করুন।)

কিছুক্ষন লোডিং হওয়ার পর রিকুয়েষ্ট কনফার্ম হয়ে যাবে অথবা ফাকা পেজ আসবে। এখন আপনার একাউন্টে ঢুকে চেক করে দেখুন ৫০ টা রিকুয়েষ্ট কমে গেছে....

বোনাস টিপসঃ হুবহু একই ভাবে আপনি আপনার গ্রুপের মেম্বারদের জয়েন রিকুয়েস্টএক্সেপ্ট করতে পারবেন।
~সংগৃহিত
Share:

December 25, 2013

Dot.TK ডোমেইন ফ্রিতে নিন আজীবন মেয়াদের জন্য...

..এসব অনেক আগের গল্প, এখন আর এই ট্রিক্স কাজ করেনা

আসসালামু আলাইকুম, আজ আমরা একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
আমরা সবাই মোটামুটি ডটটিকে ডোমেইনের সাথে পরিচিত, ফ্রি ডোমেইনের ভিতর বর্তমানে এটিই সবচেয়ে বেশি ব্যাবহৃত হচ্ছে।
যাদের পক্ষে পেইড ডোমেইন কিনে ওয়েব সাইট তৈরি সম্ভব না তাদের ডটটিকেই ভরসা।
কিন্তু যতই হোক ফ্রি তো?
১ বছর পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে সাধের ডোমেইনের, ফলে আমরা হারাচ্ছি ভিজিটর। নতুন ডোমেইন রেজিষ্ট্রেশন করলেও এই ঘাটতি আর কাটিয়ে ওঠা সম্ভব হয়ে উঠছেনা।
আচ্ছা যদি এই ডোমেইনটি আজীবন মেয়াদের জন্য পাওয়া যায় তাহলে কেমন হয়?
আর কথা না বাড়িয়ে চলুন সেটাই শিখে নেই।

১. প্রথমে এই লিংকে dottk.wap.sh যান
২. এবার যেকোনো এক্সটিজেম অথবা ওয়াপকা সাইটের লিঙ্ক দিয়ে নেক্সট করুন,
৩. এবার আপনার পছন্দের DoT.TK ডোমেইনটি লিখে নেক্সট করুন, যদি সেটি খালি না থাকে তাহলে অন্য নাম দিয়ে চেষ্টা করুন,
৪. আপনার ই-মেইল অ্যাডড্রেস লিখুন,

লক্ষনীয়: আজীবন মেয়াদের ডোমেইন পেতে একটি ই-মেইল একবারই ব্যাবহার করতে পারবেন।
(একটি জিমেইল আইডি দিয়ে যত খুশি ই-মেইল আইডি বানানোর পদ্ধতি জানতে এই লিঙ্কের পোস্টটি দেখুন)

৫. এবার my.dot.tk তে ঢুকে লগিন এর জায়গায় শুধু ইমেইল দিয়ে নিচের “Resend new registration email” এ ক্লিক করুন
৬. এবার আপনার ই-মেইল ইনবক্সে দেখুন ২টি নতুন ই-মেইল এসেছে, তার ভিতর ২য় টি অর্থাৎ যেটি পরে এসেছে সেটি ফলো করে ই-মেইল ভেরিফাই করে নিন।
৭. এবার আপনার ই-মেইল আর কফার্মেশন মেইলে পাওয়া পাসওয়ার্ড দিয়ে ওই পেজের নিচে থাকা লগিন বক্স থেকেই লগিন করুন।

অভিনন্দন্দন! আপনি সফল হয়েছেন।

এবার নিজের মতো ডোমেইন প্যানেলে গিয়ে url forwarding, dns অথবা A pointing সিস্টেমে ডোমেইন সেটআপ করে নিন।

আর উপভোগ করুন আজীবন মেয়াদের DoT.TK ডোমেইন।
..আরো কিছু জানার থাকলে এখানেই কমেন্ট করুন..

সবশেষে আমাদের নতুন সাইট LifeBD24.COM টি বুকমার্ক করে রাখার আর নিয়মিত ভিজিট করার দাবি রেখে আজকের মত বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফেজ


Share:

September 11, 2013

ফেসবুক ব্যবহারকারিদের জটিল কিছু সমস্যার সহজ সমাধান




..এসব অনেক আগের গল্প, এই ঝামেলাগুলা একটাও এখন আর নাই..



আসসালামু আলাইকুম, আমি আজ ফেসবুক ইউজারদের কয়েকটি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ.. আশা করছি অনেকেই এতে উপকৃত হবে।

১. "who visit your profile" spam

আপনি যদি এই স্পামটিতে আক্রান্ত হন তাহলে আপনার একাউন্ট থেকে আপনার অজান্তেই আপনি জয়েন করেছেন এরকম গ্রুপ গুলোতে এই স্পাম এর লিঙ্ক পোস্ট করে, যা থেকে আক্রান্ত হয় অন্যেরাও!!
নিচের স্ক্রীনশট্টি দেখুন.
amjdmpextwdt.aws.af.cm এই ধরনের লিঙ্কে কখনই ক্লিক করবেননা, আর যদি আক্রান্ত হয়েই যান তাহলে,

Setting » Apps » visitor
এখান থেকে visitor অ্যাপ টি রিমুভ করে দিন।

2. "Previous comment" problem

মোবাইল ফেসবুক ইউজাররা বেশ কিছুদিন থেকে এই সমস্যাতে ভুগছেন।
এজন্যে যে পোস্টের previous comment পড়বেন সেটার এড্রেস এভাবে এডিট করুন..

m.facebook.com/...... থেকে x.facebook.com/......

অর্থাৎ শুরুর m পাল্টিয়ে x দিন।
নিচের স্ক্রিনশটটি দেখুন..


অথবা ফেসবুক মোবাইল সফটটি ব্যবহার করতে পারেন, ওটাতে এরকম কোনো সমস্যা নেই।

৩. মোবাইল থেকে ফ্‌যান পেজে লিঙ্ক শেয়ারিং প্রবলেম।

এটা বহু পুরাতন সমস্যা, ফেসবুক ফ্‌যান পেজে যখন কোনো এডমিন মোবাইল থেকে লিঙ্ক শেয়ার করতে চান তখন সেটা পেজের নামে পোস্ট না হয়ে এডমিনের নামে পোস্ট হয়ে যায়..
এজন্য ফেসবুক মোবাইল সফটওয়ারটি থেকে আপনার পেজে লিঙ্ক পোস্ট করুন, তাহলে কোনো ঝামেলা হবেনা, অথবা প্রথমে কোনো পিকচার আপলোড করুন, তারপর ক্‌যাপশন এডিট করে লিঙ্ক বসিয়ে দিন।

আজ এই পর্যন্তই,

সময় পেলে আমার সাইট WAPOFBD.TK থেকে বেড়িয়ে আসবেন...
আল্লাহ হাফেজ
Share:

August 14, 2013

স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ডপ্রেস ব্যাকআপের জন্য অসাধারন একটি প্লাগিন

অনেক পুরাতন লেখা, এই প্লাগিনটা আমি এখনো ইউজ করি..

আসসালামুআলাইকুম, অনেকদিন পর আবার টিউন লেখতে বসলাম, আসা করছি সবাই ভাল আছেন, আর কথা না বাড়িয়ে মুল টিউনে চলুন। আজ যেটি নিয়ে আলোচনা করছি এটি আমার খুব পছন্দের প্লাগইন। :) আমরা সবাই জানি একটি সাইট ব্যকআপ রাখার গুরুত্ব কতটুকু। প্রতিদিন সাইটের ব্যকআপ করাকে আমরা অনেকে ঝামেলা এবং সময় সাপেক্ষ বলে মনে করি। কিন্তু আমি আজকেআপনাদেরকে যে প্লাগইন্সটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি দিয়ে অটোমেটিক আপনার সম্পূর্ন সাইটের ব্যাকআপ নিতে পারবেন এমনকি আপনি চাইলে এটি প্রতি ঘন্টাতেও হতে পারে। 

 প্লাগিনটির বিবরন:

 নাম : BackWPup 

সাইজ : 4.13mb 

ডাউনলোড লিংক : http://wordpress.org/plugins/backwpup 
যে যে সুবিধা থাকছে এটাতেঃ 

১.Database backup
২.File backup
৩.WordPress XML export
৪.Installed plugins list backup
৫.Optimize database tables
৬.Check and Repair database
৭.One click database backup

 যেসব যায়গাতে সয়ংক্রিয় ভাবে ব্যাকআপ রাখতে পারবেনঃ

 ১.Backup to Folder
২.Backup sent by e-mail
৩.Backup to other FTP
৪.Backup to Dropbox
৫.Backup to an S3 Service
৬.Backup to Microsoft Azure (Blob)
৭.Backup to Rackspace Cloud Files
৮.Backup to SugarSync 

প্লাগইন্সটি ইন্সটল করে নিন, এখানে শুধু সেটিংসটি ঠিক মতো করে দিবেন। এর পর আর আপনাকে কিছুকরতে হবে না। টাইম টু টাইম আপনার সাইটের সম্পূর্ন ব্যাকআপ চলে আসবে আপনার কাঙ্খিতস্থানে। 

…….. 
একটি বিষয় লক্ষনিয় যে "পোস্ট লেখার সময় এই প্লাগিনটির সর্বশেষ ভার্সন ছিল (৩.০.১৩) এটি আপনার এ্যডমিন প্‌যনেল থেকে ইনস্টল করতে গেলে প্রবলেম হতে পারে, (যেমন: সম্পুর্নটা ইনস্টল না নিয়ে ফেইল বলতে পারে) তাই এক্ষেত্রে কোন online ftp service যেমন: http://net2ftp.com ব্‌যবহার করুন"।
 আজ এই পর্যন্তই, সময় পেলে আমার সাইট WAPOFBD.TK থেকে বেড়িয়ে আসবেন... আল্লাহ হাফেজ
Share:

July 4, 2013

একটি জিমেইল একাউন্টকে বানান যতখুশী ই-মেইল আইডি!!



..এগুলা অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...


তবে এই ট্রিক্স এখনো কাজে লাগে



আপনি চাইলে আপনার একটি জিমেইল একাউন্ট দ্বারাই যত খুশি Sub-email একাউন্ট তৈরী করতে পারবেন।
বিভিন্ন কারনে আমাদের একাধিক ইমেইল একাউন্টের প্রয়োজন হয়। যেমন একটি সাইটে আপনার মূল ই-মেইল আইডি দ্বারা যদি রেজিষ্ট্রেশন করেন পরবর্তী'তে সেই সাইটে নতুন একাউন্ট খুলতে চাইলে সমস্যা হয় আবার নতুন ইমেইলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সাব-ইমেইল দ্বারা রেজিষ্ট্রেশন করতে পারবেন আপনার আপনার ভ্যারিফাই ই-মেইল বা সাব-আইডি'র সকল ইমেইল মূল ইমেইলে পাবেন।
যেমন: আমার ইমেইল আইডি

almahmudbd2012@gmail.com এখন এই আইডি দ্বারা ফেসবুকে একটি একাউন্ট খুলেছি যদি আর একটি একাউন্ট খুলতে চাই সে ক্ষেত্রে এই আইডি'টি কে সাব আইডি বানিয়ে ফেসবুকে আর একটি একাউন্ট তৈরী করতে পারবো।

সেক্ষেত্রে মেইলের নামের অংশে এক বা একাধিক ডট ব্যাবহার
করা যেতে পারে বা ডোমেইন পরিবর্তন করে সাব-আইডি বানানো যাবে।

almahmud.bd2012@gmail.com

হতে পারে অথবা almahmudbd.2012@gmail.com, almahmudbd2012@googlemail.com, al.mahmud.bd.2012@gmail.com

ইত্যাদি হতে পারে বা নামের পর + দিয়ে কীওয়ার্ড লিখে দিলেও চলবে
almahmudbd2012+test1@gmail.com
আপনার সাব-ইমেইলের যে একাউন্টেই মেইল আসুক না কেন আপনি তা মূল একাউন্ট থেকেই রিসিভ করতে পারবেন।
অনেক সময় একাধিকবার রেজিস্ট্রেশনে একটি মেইল ঠিকানা গ্রহণ করে না সেক্ষেত্রে এই পদ্ধতি দারুন কাজে আসবে।
Share:

June 25, 2013

খুবই সহজে যেকোনো জাভা এ্যাপে Screenshot Taker যোগ করে নিন !


..এগুলা অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...



যেভাবে করবেন ঃ
1 # প্রথমে নীচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন ।

http://wapofbd.tk/download/app/pg?size=45.64KB&type=application/java-archive&date=2013-09-08+20:05:20&file=SreenshotterEmbedder_3.5.jar

2 # এবার BlueFTP দিয়ে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যার টি রিনেম করে Extention ''.jar'' থেকে ''.zip'' করে নিন।
3 # অতঃপর ডাউনলোড করা Screenshotter Embedder সফটওয়্যার টি ওপেন করে ''.zip'' হিসেবে রিনেম করা সফটওয়্যার টি সিলেক্ট করুন ।
4 # এবার OK প্রেস করে অপেক্ষা করুন ।
5 # কিছুক্ষণ পর কাজ কমপ্লিট হয়ে গেলে Embeded নামের ১টা Folder পাবেন । এই ফোল্ডার এর সফটওয়্যারটা রিনেম করে Extention ''.zip'' থেকে ''.jar'' করে ইনস্টল করুন ।

লক্ষণীয় ঃ
১. Mod করার পূর্বে সফটওয়্যারটি যাতে কোনভাবেই অন্য Screenshot soft দিয়ে Moded না হয় ।
২. Modify করার সময় Microedition.class নামের যদি কোনো class add হয় তাহলে কাজ হবে না ।

কিভাবে Screenshot নেবেন ?
আপনার ফোনের ডায়াল (Call) বাটন চাপ দিয়ে ধরে রাখুন । চলমান পর্দার ছবি উঠে যাবে ।

** চায়না সহ কিছু নোকিয়া সেট এ কাজ না করতে পারে ।
এক্ষেত্রে এম্বেড করা সফটটি ইনস্টল করার পর * টিপে ধরে রাখুন, একটা সেটিং মেনু পাবেন তখন আপনার ফোনের কনফিগারেশন অনুযায়ি সেটিং করে নিন।
Share:

March 9, 2013

4shared এবং Adfly এর বিরক্তিকর সেকেন্ড গুলো skip করুন




..এগুলা অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...



১. 4shared এর সাথে নতুন করা পরিচয় করিয়ে দেয়া লাগবে এরকম কেউ আশা করি আপনি নন, :P তাই কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই..
4shared থেকে ডাউনলোড করে মানেই বিরাট বিড়ম্বনা ব্যাপার, আর সেখানে মোবাইল ইউজার হলে তো কথাই নেই, এই সমস্যার সমাধান দিতেই এই টিউন,
প্রথমে কোনো 4shared ডাউনলোড পেইজ এ যান, যেখানে গিয়ে সবাই আটকে যায়....

তার পর পেইজ address টি কপি করুন, (যেমন: -- http://www.4shared.com/file/FcR5MFR4/Grand_Theft_Auto_2_-_Gta_-_Mob.htm)
এবার এই পেইজ এ যান, http://4shared.adlwap.com

আপনার কপি করে address টি এখানে পেস্ট করে মনে সুখে ডাউনলোড করা নিন....

২। আর Adf.ly এটা কোনো ঝামেলা নাকি? তাহলে জেনে নিন সমাধান,
আমরা ২ ভাবে এর সমাধান করতে পারি,
ক. প্রথমে আপনার Adf.ly URL টি কপি করুন, তারপর এই লিংকে যান, তারপর সেখানে একটি বক্স পাবেন, বক্সটিতে URL টি পেষ্ট করুন তারপর Deadfly বাটনে ক্লিক করুন, ব্যাস দেখুন Adf.ly লিংকটি স্কিপ হয়ে গেছে । (এই অপশন টি এখন ডিস্টার্ব দিচ্ছে)
খ. আপনার Adf.ly/Adfocus লিংকে যান, (যেমন: -- http://adfoc.us/12572719006076) তারপর এই

javascript:showSkip();

জাভাস্ক্রিপ্টটি কপি করে আপনার ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করে Enter করুন, এবার দেখুন Skip Add বাটন চলে এসেছে ।
আজ এই পর্যন্তই,
সময় পেলে আমার সাইট WAPOFBD.TK থেকে বেড়িয়ে আসবেন...
আল্লাহ হাফেজ
Share:

October 5, 2012

jad ফাইল নিয়ে ঝামেলা আর নয়!! শিখে নিন jar ফাইল বের করার পদ্ধতি...




..এসব অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...



প্রথমে জেনে নেই JAD এবং JAR এর পুর্নরুপ ...
* JAD = Java Application Descriptor
* JAR = Java Archive

তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক,,,
JAD extention টাই অনেকের কাছে বিরক্তিকর একটা জিনিস, আর আমার কাছেও :P
আর হবেইনা কেনো? এতো কষ্ট করে একটা গেম বা সফটওয়্যার ডাউনলোড দিবো আর সেটা নাকি
-মাত্র একবার ব্যাবহার করা যাবে!!
-কারও সাথে শেয়ার ও করা যাবেনা !!
-আর কোনো কারনে একবার ডিলেট হবেতো আবার ডাউনলোড মারো.... :(
ধুর, এতো অত্যাচার কে সহ্য করবে?
আর এই JAD ফাইলের অত্যাচার থেকে আপনাদেরকে রক্ষা করতেই আমার আজকের টিউন.. :D
পদ্ধতি ১: যখন আপনি JAD ফাইলের কবলে পড়ে যাবেন : মানে ফাইল ডাউনলোড করতে গিয়ে দেখলেন যে ফাইলটা JAD, তখন আপনার ব্রাউজার এর এড্রেসবারে লক্ষ করুন, ভালো করে দেখুনতো , .jad শব্দটি আছে কিনা? (url মাঝখানেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে) যদি থাকে তাহলে সেটাকে এডিট করে .jar লিখে এন্টার করুন,
তারপর যদি JAR ফাইল পেয়েযান তাহলেত ঝামেলা শেষ আর যদি না পান, তাহলে ২য় পদ্ধতি অনুসরণ করুন)...

পদ্ধতি ২: আপনার OPERA/UC/QQ ব্রাউজার দিয়ে JAD ফাইল টা ডাউনলোড করুন (খেয়াল করুন ফোনের defult ব্রাউজার দিয়ে কিন্তু নয়) ফাইলটির সাইজ হবে ২-১ কেবির মতো... তারপর কোনো ফাইল ম্যানেজার দিয়ে ওটাকে রিনামে করুন এভাবে
(filename.JAD) থেকে (filename.TXT)
এবার সেটা ওপেন করলে অনেক আজগুবি লেখা পাবেন, তার মাঝে MIDlet-Jar-URL: লেখাটা খুজুন, এবার খেয়াল করুন MIDlet-Jar-URL: লেখাটার পরে যেই এড্রেসটা আছে সেটাই আপনার কাঙ্ক্ষিত JAR ফাইলের এড্রেসটা :) ~

তাহলে আজ এই পর্যন্তই ,,,,
আর সময় পেলে ঘুরে আসবেন আমার সাইট WAPofBD.TK থেকে....
আশা করি আগামীতে আরো দারুণ কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন .. আল্লাহ‌ হাফেজ..
Share:

September 12, 2012

নিয়ে নিন কয়েকটি জনপ্রিয় পিসি গেমস এর মোবাইল ভার্সন


..এসব অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...



বিসমিল্লাহির রহমানির রহিম । মোবাইল এ Games খেলতে কারনা ভালো লাগে আর সেটা যদি আবার হয় পিসি গেমস এর মোবাইল ভার্সন তাহলেতো কথাই নেই, তাই আমি আজ হাজির হলাম আমার ভালো লাগা কিছু এমনই গেমস নিয়ে .. গেমস গুলি আশা করি সবারই পছন্দ হবে .. আর গ্রাফিক্স ও অসাধারণ, যেই খেলুক তার ভালো লাগবেই ১০০%,
তাহলে দেখে নেই গেমস গুলো..

১। Cadillacs & Dinosaurs (মস্তোফা) এই গেমটা সম্পর্কে আশা করি কিছু বলা লাগবেনা ঃপি Download Link

২। Final Fight এই গেম টাও অনেক পরিচিত capcom এরই একটি Action গেম Download Link


৩। NFS Most Wanted! এই গেম টাও আপনাদের খুব পরিচিত অসাধারন একটা রেসিং গেম, Download Link


৪। Metal Slug 4mobile এটা মূল Metal Slug 1 এর সাথে মিল রেখে তৈরী করে হয়েছে, এইটার গ্রাফিক্সও দারুন.. Download Link


৫। সর্বশেষ যেই গেমটা নিয়ে বেশি কথা বলবো তাহলো Gangstar Miami Vindication এই গেমসটির তুলনা Vice City! কি বিশ্বাস হচ্ছেনা তাইনা?? একবার খেললেই বুঝবেন এই কথা । java মোবাইল গেমে যে এতো কিছুর সমন্বয় ঘটতে পারে সেটা আমি এটাতেই ধারণা পাইছি... এক কথায় অসাধারণ গেমটি। এক সাইটে এই গেম এর Short Details দেওয়া আছে এরকম: Plunge into Miami gang life and live a fast-paced adventure in the streets of America’s wildest city. Gangstar Miami Vindication features the most memorable crime story ever in a mobile game, set in hot locations across the city, indoors and out. Defeatthe rival Armada gang, free your kidnapped little brother, and become the king of the city! Enjoy new amazing vehicles to drive, from regularcars & motorcycles to jet skis and evena helicopter! * A massive open-ended environment that recreates Miami, including Downtown, Miami Beach, the Harbor. * More than 75 varied missions( প্রত্যেক মিশনে ১৭-১৮টা স্টেজ ): infiltrate gangs, snipe enemies, and survive the jungle of Miami. * Race, chase and take on time trials incars, motorcycles, a jet ski and even a helicopter. * A true feeling of freedom: Complete missions at your own pace or do absolutely anything you want. * Defeat rival gangsters with an arsenal of weapons including grenades, rockets and a sniper rifle! কি? তাহলে আর দেরি কেনো? তাড়াতাড়ি ডাউনলোড করে খেলতে শুরু করে দিন.... Download Link

আজ এই পর্যন্তই । আর সময় পেলে ঘুরে আসবেন আমার সাইট WAPofBD.TK থেকে.... আশা করি আগামীতে আবারো দারুণ কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর Most importently ফুর্তিতে থাকুন । আল্লাহ‌ হাফেজ
Share:

September 6, 2012

MP3 এডিট করুন আপনার জাভা ফোন থেকেই




..এসব অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...



এখন আপনি আপনার জাভা ফোন থেকেই ইচ্ছা মতো এডিট করতে পারবেন যেকোন mp3 ফাইল, কি বিশ্বাস হচ্ছেনা, তাইনা?
আমি আজ আপনাদের দুইটি এ্যাপ দিবো ।
একটি Mp3 Tag Editor (৫৬ কেবি),
আর একটি Mp3 Tools (২৮ কেবি) ।
এগুলোর কাজ খুব সহজ, তাও আমি কিছুটা বলেদিই,
প্রথমে mp3 tag editor ওপেন করুন, একটু পরে আপনার ফোনের সব mp3 ফাইলের লিস্ট আপনার সামনে হাজির হয়ে যাবে, এবার এইখান থেকে যেকোনো একটা ফাইল অথবা ফোল্ডার এর উপর সিলেক্টর রেখে মেনু তে যান, (ফোল্ডার এর উপর রাখলে ওই ফোল্ডারের সকল ফাইল সিলেক্ট ধরা হবে) তারপর "edit tag" এ যান, ইচ্ছে মতো এডিট করুন,
আপনি যদি album art বদ‌লাতে চান, তাহলে এডিট ট্যাগ এর মধ্যেই মেনু থেকে "album art" এ গিয়ে আপনার ছবিটি সিলেক্ট করা দিন, এবার accept করুন... ব্যাস কাজ শেষ :)
* আরেকটি এ্যাপ হলো mp3 tools.
এটি দিয়ে আপনি যেকোনো mp3 ফাইল যেকোনো millisecound থেকে যেকোনো millisecound পর্যন্ত কাটতে পারবেন,
কয়েকটি mp3 ফাইল একসাথে জোড়া দিতে পারবেন,
tag editও করতে পারবেন,
আরও অনেক কিছু...
এইসব আপনি খুব সহজেই পারবেন..
এ্যাপ দুটি এইখান থেকে ডাউনলোড করে নিন http://wapmahmud.mywibes.com/_galleries/Java_application/Editor-Creator
আজ এ পর্যন্তই ভালো থাকবেন.. এই কামনায় আল্লাহ হাফেজ :
Share:

August 12, 2012

ব্রাউজার + আইপি পাল্টিয়ে ফেলুন এক নিমেষেই, Proxy Browser দিয়ে-!!!


..এসব অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...



ip hide করা নিয়ে কতজনের কত প্রশ্ন, একজন বলে আমার ip কিভাবে hide করবো?-!!!!
আরেকজন বলে একটা ip hide করার সফটওয়্যার দেনতো ভাই..
আরেকজন বলে ভাই মোবাইল এর ip hide করবো কেমনে?
এরকম হাজার জনের লাখো প্রশ্নের কিছুটা হলেও সমাধান দিচ্ছে Proxy ব্রাউজার -!
আমি প্রথমে আপনাদের কয়েকটি জনপ্রিয় proxy ব্রাউজার এর সাথে পরিচয় করিয়ে দিবো ।
কয়েকটি জনপ্রিয় proxy এর নামঃ
১. mobileleap (set) [mlvb.net]
২. phonefavs [phonefavs.com]
৩. anonymouse [anonymouse.org]
৪. hideme [hideme.mobi]
৫. mebapp [mebapp.com]
৬. skweezer [skweezer.com]
৭. proxify (set) [proxify.com]
৮. গুগল proxy
৯. ইয়াহু proxy
১০. yandex proxy ইত্যাদি...
গুগলে সার্চ দিলে অনেক পাবেন। আপনাদের জন্যে কয়েকটি প্রক্সি ব্রাউজার আমি এক পেইজ এ একত্রিত করেছি, সেগুলো দেখতে এখানে ক্লিক করুন,
এখন কথা হলো এগুলো দিয়ে কি করবো? এগুলোর সুবিধা কি?
এগুলোর সুবিধা হলো
১. এগুলো ব্যাবহার করে আপনি কোনো সাইট browse করলে আপনার ip+browser না show করে এই proxy ব্রাউজারটার আইপি show করবে
২. আপনার Phone এর java heap যদি কম হয়, তাহলে বড় বড় পেইজ এর সাইট গুলো কিছু proxy দিয়ে আপনি page কেটে কেটে browse করতে পারবেন.. আরোও অনেক কিছু, আমি সব বললে আপনি কি দেখবেন? ঃপি
এগুলো কিভাবে use করবো? এগুলার জন্যে আবার কোনো সফটওয়্যার লাগবে নাকি?
না, কোন সফটওয়্যার লাগবেনা, আপনি ওদের সাইট গুলোতে ঢুকলে URL লেখার জায়গা পাবেন, সেখানে আপনার কাঙ্ক্ষিত address টি লিখে submit করলেই আপনি সেই সাইট টি browse করতে পারবেন উক্ত proxy দিয়ে।
Share:

August 7, 2012

একটি সাইটে একসাথে এক ব্রাউজারেই ২টি ID তে লগিন করুন


..এসব অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...



মনে করুন আপনার এক ফ্রেন্ড কোনো বিপদে পড়ে আপনাকে তার FB ID + Password দিয়ে বললো অমুক কাজটা করে দে, তখন আপনি নিশ্চয় আগে আপনার ID টা লগআউট করে অথবা আরেকটি ব্রাউজার ওপেন করে তারপর ২য় ID টা লগিন করবেন.. :)
এখন এতো ঝামেলার দিন শেষ, এখন একটি সাইটে একসাথে এক ব্রাউজারেই ২টি ID তে লগিন করুন খুব সহজেই,
(যেভাবে করবেন: ) এজন্যে প্রথমে আপনার ফোন এ Opera Mini Mood 4.20 / 4.21 ওপেন করুন, তার আপনার ID টা স্বাভাবিক ভাবেই লগিন করুন, তারপর Menu > Windows > New Privet Window এর কিছু POP-UP Text শো করবে, ওগুলো পড়লেই বুঝবেন ব্যপারটা কি..
এবার নিচের বক্সটাতে টিক ছিন্‌হ দিয়ে, OK করুন, এবার ওই টেব এ আবার FB তে ঢুকে আরেকটা ID লগিন করে মনের মতো ব্রাউজ করুন...
» Download opera mood 4.20
Share:

July 12, 2012

নিয়ে নিন আপনার সাইটের জন্য একটি Dot.tk Domain

..এসব অনেক আগের গল্প.. এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...

প্রথমে এই লিংকে গিয়ে Register করুন । E-mail Varify করে Admin Panel এ Modify Name Server তে ক্লিক করুন, এবার ৫টি বক্স আসবে। সাইট যদি ওয়াপকাতে হয় তাহলে
১ম বক্সে ns1.wapka.mobi
২য় বক্সে ns2.wapka.mobi
যদি xtgem এ হয় তাহলে
১ম বক্সে ns1.xtgem.com
২য় বক্সে ns2.xtgem.com
লিখে সেভ করে বেরিয়ে আসুন। এরপর যদি wapkaতে হয় তাহলে wapkaতে লগিন করেSetting » Own Domain এ গিয়ে Domainটি (ex: wapofbd.tk) লিখে Submit করুন...
আর যদি xtgem এ হয় তাহলে Panel » Setting » Domain Parking এ গিয়ে Domainটি (ex: wapofbd.tk) লিখে Submit করুন... ব্যাস Enjoy your tk Domain!!
Share:

July 6, 2012

নিজেই তৈরি করুন Operator Logo

Operator Logo কি? 

Operator Logo হচ্ছে এমন একটি গ্রাফিক্স যেটি আপনার ফোনের Operator Name (Robi, Grameen Phone, etc) এর জায়গায় দেখাবে।

 কিভাবে এটি তৈরি করবেন? 

একটি পিকচার নিন, তার পর সেটিকে সরাসরি মেমোরি কার্ডে কপি করুন (কোন ফোল্ডারে নয়) । তারপর সেটিকে BlueFTP দিয়ে logo.oplc নামে রিনেম করুন ।
এখন Music Player open করুন এবং Music Menu / Options / Downloads / Go To Address এ যান, তারপর "rtsp:// " কেটে দিয়ে লিখুন
file:///e:/logo.oplc

এবং Ok করুন এবং তারপর Exit করুন ।
এখন "Operator Logo Recieved. Show? Save? " এমন একটা মেসেজ দেখতে পাবেন । এটিকে Save করুন । কাজ শেষ । এবার দেখুন অপারেটরের নামের যায়গায় আপনার পিকচারটি, এটিকে বন্ধ করতে Phone Setting / Display Settings / Operator Logo / Off করে দেন । আর এটি বদলাতে logo.oplc টিকে অন্য একটি logo দিয়ে replace করুন ।

বিঃদ্রঃ
১.শুধু মাত্র NOKIA ফোনের জন্য ।
২. সব ফোনে কাজ নাও করতে পারে ।
Share:

June 15, 2012

আপনার জাভা হ্যান্ডসেট থেকেই পড়ুন পিডিএফ ডকুমেন্ট

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন , নামাজ পড়ুন- নিজে ভালো থাকুন, আর ভালো রাখুন আর ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে, এই কামনায় শুরু করছি আজকের টিউনটি,
জাভা মোবাইল ইউজারদের পিডিএফ ফাইল পড়া নিয়ে চিন্তার শেষ নাই, এইতো গত কয়েকদিন আগে এই নিয়ে Facebook এ আমাকে একজন প্রশ্ন করেছিল। অবশ্য আমি নিজেও একজন জাভা ইউজার, কিন্তু আমার
ফোন SAMSUNG Corby II
তে পিডিএফ সাপোর্ট করে এমনিতেই, তাই এই টিউনটি শধুই আপনাদের জন্য, তাহলে কথা না বাড়িয়ে মুল আলোচনায় আসা যাক।
ক. যদি ডকুমেন্টটি ইংরেজি হয় তাহোলে খুব বেশি চিন্তা নেই! এই সফটওয়ারটি দিয়ে সহজেই আপনি পিডিএফ ফাইলটি পড়ে িনতে পারবেন।
সফটওয়ারটি ডাউনলোড করুন এইখান থেকে
খ. যদি ডকুমেন্টটা বাংলা হয়তাহলেআপন ২টি পদ্ধতিতে সেটি পড়তে পারবেন ।
১. প্রথম এই লিংকে যান, তারপর আপনার ডকুমেন্টটি আপোলাড বক্সে আপলোড দিন অথবা অন্য বক্সটিতে আপনার ডকুমেন্টটির লিখে সাবমিট করুন। তারপর আপনার ডকুমেন্টটির প্রিতিট পৃষ্ঠা আলাদা আলাদা ভাবে পিকচার রুপে দেখতে পাবেন। সেখান থেকে আপনি ইচ্ছা মত যেকোনোটি ডাউনলোড করে পড়ে িনন।
২. সবচেয়ে সেরা সমাধান হচ্ছে Gmail !! আপনি অন্য যেকোনো ইমেইল অ্যাকাউন্ট অথবা কোনো Fake Mailer দিয়ে ডকুমেন্টটি আপনার Gmail এর ঠিকানায় পাঠিয়ে দিন। তারপর Gmail এ লগইন করে আপনার নিজের পাঠানো মেইলটি ওপেন করুন। তারপর এ্যাটাচমেন্ট এ গিয়ে ডকুমেন্টটিতে ক্লিক করে পড়ে নিন কোনো ঝামেলা ছাড়াই!!!!!!!!!
Share:

সফটয়্যার ছাড়াই তৈরি করুন আইকন

“ICON/আইকন” শব্দটির
সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। আইকন বলতে বোঝায় কম্পিউটারের ফাইলগুলোর একটি ব্যাহ্নিক চিত্র রূপ যা একটি নিদৃষ্ট ফাইলের বিশেষত্ব বহন করে। আইকন তৈরি করা কঠিন মনে হলেও আপনি ইচ্ছা করলে খুব সহজেই আইকন তৈরি করতে পারবেন। এর জন্য আলাদা কোন সফটওয়্যারের প্রয়োজন নেই। আইকন তৈরির জন্য প্রথমে উইন্ডোজ এক্সপি বা সেভেন থেকে Paint ওপেন করুন এবং উপরে Image থেকে Attributes এ ক্লিক করুন। এখানে আপনাকে আইকনের মাপ দিতে হবে। দৈর্ঘ্য 125 Pixel এবং প্রস্থ 145 Pixel দিয়ে Ok করুন। এবার ইচ্ছে মতন আঁকুন এবং যে কোন নামের পর .ICO দিয়ে My Documents এ সেভ করুন।
যেমনঃ myicon.ico নাম
দিয়ে সেভ করুন। OK কাজ শেষ...
Share: