March 13, 2014

ফেসবুকের নাম পরিবর্তন বিড়ম্বনা? সমাধান নিন..

অনেক আগের কাহিনী.. হয়তো এখনো কাজ করবে...

আসসালামুআলাইকুম,
অনেকদিন ধরে টিউন লেখবো লেখবো করে হয়ইনা, তাও লেখতে বসে গেলাম... আসা করছি সবাই ভাল আছেন, আর কথা না বাড়িয়ে মুল টিউনে চলুন।
আজ যেটি নিয়ে আলোচনা করছি এই ব্যাপারে হয়তো কয়েকজন লেখেছে, কিন্তু আমি আরেকটু সহজভাবে লেখতে চাচ্ছি।
আমরা জানি ফেসবুকে সাধারনত ৬০দিনের আগে নাম পরিবর্তন করা যায়না, কিন্তু প্রয়োজন হলে কি করবেন??
হুম.. সমস্যা থাকলে এর সমাধানও আছে।
তাহলে চলুন জেনে নেই নাম পরিবর্তনের লিমিট পার হলে এরপর কিভাবে নাম পাল্টাবেন..। :)

১.পিসি ইউজাররা এই লিংকে যান : https://www.facebook.com/help/contact/?id=245617802141709

আর মোবাইল হলে এই লিংকে: https://m.facebook.com/help/contact/245617802141709

২. এবার একটা ফর্ম আসবে সেখানে New first name, New middle name, New last name এর ঘরগুলোতে আপনার পছন্দ অনুযায়ী নতুন নাম লিখুন।
৩. এরপর reason for change বক্সে আপনার নাম পরিবর্তন করার কারন সিলেক্ট করুন।
৪.Your ID বক্সে আপনার যেকোনো ফটো আইডি কার্ড স্কান করে আপলোড করে দিন।
যদি স্ক্যানার না থাকে তাহলে ?
আরে ভাই যা খুশি আপলোড দেন তো ! :o
যেমন, আপনার প্রোফাইলের পিকচারটা আপলোড দিতে পারেন। :D
৫.এবার "Send" বাটনে ক্লিক করুন। *আশা করা যায় ৭২ ঘণ্টার মধ্যে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। :)
আজ এই পর্যন্তই ।
আল্লাহ হাফেজ
Share:

0 comments:

Post a Comment