August 23, 2023

বিভিন্ন সাইটের জন্য আমার রেফারেল লিংক

 অনেক ওয়েবসাইটে রেফারেল প্রোগ্রাম থাকে, সেসবের লিংক বা প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে দুইজনই এক্সট্রা বেনিফিট পায়। মানে একজন আপনাকে লিংক দিল, আর আপনি লিংক ব্যবহার করলেন, দুইজনেরই লাভ হয়। তো আমার এরকম কিছু ওয়েবসাইটের লিংক এখানে জমা করছি। যদি কেউ এই পেজ ভিজিট করেন, তাহলে এগুলো ব্যবহার করতে পারবেন এজন্য...।

১. আপক্লাউড upcloud - ২৫ডলার ফ্রি - https://cutt.ly/upcloudref অথবা সাইনআপের সময় রেফার কোড 82ZT95 লিখুন। 

    ভিপিএস সার্ভিসের জন্য বিখ্যাত। চাইলে এখানে সার্ভার বানিয়ে আপনার ওয়েবসাইট বা সফটওয়্যার হোস্ট করতে পারবেন, রিমোট ডেস্কটপ বানাতে পারবেন ইত্যাদি। আমার কোড বা লিংক ব্যবহার করে সাইনআপ করার পর আপক্লাউডের নিয়ম অনুযায়ী ডিপোজিট করলেই অতিরিক্ত ২৫ডলার ফ্রি পাবেন।

২. কিছু ভালো ফাইল হোস্টিং/শেয়ারিং সাইট -

  •  Dropbox ড্র‌পবক্স - ফাইল স্টোর করার জন্য বিখ্যাত সাইট - আমার লিংক দিয়ে সাইনআপ করে তাদের কোনো সফটওয়ার ইউজ করলেই পাবেন এক্সট্রা ৫০০এমবি। লিংক https://cutt.ly/dropboxref 
  •  pcloud পিক্লাউড এটাও অনেক চমৎকার একটি ক্লাউড স্টোরেজ। ড্রপবক্সের মত। আমার লিংক ব্যবহার করলে পাবেন এক্সট্রা ১জিবি স্পেস। - https://is.gd/qt7ioD 
  •  এছাড়া Files.fm নামে একটা সাইট আছে ফাইল স্টোর/শেয়ার করার জন্য। আমার লিংক দিয়ে রেজিঃ করলে পাবেন অতিরিক্ত ১জিবি স্টোরেজ - https://files.fm/l/BXX446RzBuWMs

৩. StreamYeard স্ট্রিমইয়ার্ড - ১০ডলার ফ্রি - https://cutt.ly/streamyardref

    সোশ্যাল মিডিয়ায় সিঙ্গেল বা গ্রুপ লাইভ স্ট্রিমিং এর জন্য অতুলনীয় ওয়েবসাইট। আমরা সাধারণত এর ফ্রি ভার্শন ব্যবহার করি, পেইড ভার্শনে রয়েছে অতিরিক্ত কিছু সুবিধা।

৪. BR Explorer অ্যাপ - ফ্রি ১০টা ট্র‍্যাকিং। App link। Referral Code: TAN8789566

এই অ্যাপের মধ্যে বাংলাদেশ রেলওয়ে সংক্রান্ত অনেক তথ্য দেখা যায় এবং ট্রেন কোথায় আছে ট্র্যাক করা যায়। রেজিস্ট্রেশনের সময় এই TAN8789566 কোডটা ব্যবহার করলে ফ্রিতে দশ-বিশবার রিকুয়েস্ট দেয়া যাবে। এমনিতে এসএমএসের মাধ্যমে ট্র্যাক করার চেয়ে এতে খরচ অনেক কম।  

৫. Zoho Suite - জোহো - ১০০ডলার ক্রেডিট - https://go.zoho.com/yYx

    জোহো কর্পোরেশন বেশ পুরনো আর বড় প্রতিষ্ঠান। গুগলের জি-সুইটের মত এদেরও অনেক ক্লাউড বেজড অ্যাপ আছে। যেমন: ডকুমেন্টের জন্য রাইটার, শিট, নোটস। ব্যবসার জন্য সিআরএম, বুককিপিং, ইনভয়েস। আছে ফর্মস, কোলাব টুলস, ইত্যাদি। এদের ই-মেইলও ভালো। বেশিরভাগ সার্ভিসের বেসিক ফ্রি, আর এক্সট্রার জন্য পে করতে হয়। দেখুন ট্রাই করে। 

৬. Speedypage - রিজনেবল প্রাইসে ভালো হোস্টিং! - https://cutt.ly/Zrs1sUdM

    আমরা বেশ কিছুদিন হল এদের শেয়ার্ড হোস্টিং ইউজ করছি। দাম হিসেবে সার্ভিস অনেক ভাল মনে হয়েছে, আলহামদুলিল্লাহ। ট্রাই করতে পারেন। 

৭. Cloudways ক্লাউডওয়ে - ১৫ডলার ক্রেডিট - https://cutt.ly/cloudwaysref

    এটাও একটা ভাল ক্লাউড হোস্টিং প্লাটফর্ম। এদের সাইট থেকে বেশ কিছু ম্যানেজড ভিপিএস সার্ভিস দিচ্ছে। আর ট্রায়াল অপশনও বেশ ভাল। আমার রেফারেল লিংক ব্যবহার করলে পাবেন ১৫ডলার বোনাস।

৮. RescueTime - রেসকিউ টাইম - ২সপ্তাহ প্রিমিয়াম - https://cutt.ly/rescuetimeref

    ইন্টারনেট ও ডিভাইসে আমরা প্রচুর সময় ব্যয় করি। কিছু কাজে লাগে, কিছু অকাজে নষ্ট হয়। বড়দের অভ্যাস ছিল প্রতিদিনের কাজ পর্যালোচনা করা, এবং দিনদিন আত্মন্নয়নের চেষ্টা করা। আপনার ফোন, পিসি বা ব্রাউজারে রেসকিউটাইম ব্যবহার করলে এক্টিভিটির টাইমলগ জমা থাকবে, পরে দেখতে পারবেন কোন সাইটে বা কোন সফটওয়্যারে কেমন সময় ব্যয় করেছেন।

৯. Doulingo - ডুওলিংগো - কয়েকদিন ফ্রি প্রিমিয়াম - https://cutt.ly/duolapp

    বিভিন্ন ভাষার সাথে পরিচিত হতে ডুওলিঙ্গো এপটা বেশ পপুলার। যদিও শুধু এপ থেকে শিখে কোনো ভাষায় খুব দক্ষ হওয়া কঠিন, তবুও অনেক ভাষার প্রাথমিক পরিচিতি ও চর্চা করতে এই অ্যাপ উপকারী।

১০. Voice-in এক্সটেনশন install link । ভয়েস টাইপিং এর জন্য। 

    এই এক্সটেনশন দিয়ে বাংলাসহ অনেকগুলো ভাষায় ভয়েস টাইপিং করা যায়। বেশ কাজের জিনিস। বিস্তারিত আছে পিসির জন্য ভয়েস টাইপিং সল্যুশন লেখার মধ্যে।


more cs...



last update - 28-08-2022

Share:

0 comments:

Post a Comment