March 20, 2016

Android App: Unicode - Bijoy Converter ইউনিকোড বিজয় কনভার্টার apk

বিজয় থেকে ইউনিকোড অথবা ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করতে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি খুব কাজে লাগবে। স্ক্রিপ্ট এর ক্ষেত্রে বাংলা কনভার্টার ডট কম এর ফর্মুলা ব্যাবহার হয়েছে।
.
## মোবাইল ফোনে যেহেতু Sutonny MJ বা কোনো আন্সি ফন্ট সাপোর্ট করে না এজন্য বিজয় এর ঘরে JdggGtsj gsGysbGgBsh এরকম আবোলতাবোল ইংরেজি দেখা যাবে, কিন্তু কপি করে WPS Office কিংবা পিসিতে দেখতে গেলে একদম ঠিকঠাক আসবে। ইনশাআল্লাহ
!
.
## টেক্সট বক্স দুইটা ইচ্ছামত ছোট বড় করা যাবে। এজন্য টেক্সট বক্সের নিচে-ডানকোনায় ট্যাপ করে নিচে-ওপরে ডানে-বামে করতে হবে।
.
.
নামঃ Unicode_to_Bijoy_to_Unicode.apk
সাইজঃ ৩৩৩ kb
ডাউনলোড লিংকঃ-


Download Now


কোনো পরামর্শ থাকলে কিংবা সমস্যা দৃষ্টিগোচর হলে জানাবেন, এখানে কমেন্ট জানাতে পারেন অথবা আমাকে ফেসবুকে বলতে পারেন।

আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন..
Share:

0 comments:

Post a Comment