ফেসবুকে অনেক জমা হয়ে গেলে দিয়ে একটা একটা করে রিকু Accept করা বিরক্তিকর ব্যাপার....
আপনি এই পদ্ধতিটা অনুসরণ করে একসাথে ৫০ টা রিকুয়েষ্ট কনফার্ম করতে পারবেন ।
তাহলে চলুন শুরু করি..
** যা যা লাগবেঃ
১. কিছু পেন্ডিং রিকুয়েস্ট।
২. পিসিতে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স আর মোবাইলে অপেরার 4.0+ যে কোন ভার্সন।
** যা যা করতে হবেঃ
১.(মোবাইল হলে) শুরতে নিচের মত আপনার অপেরা মিনির বুকমার্ক লিস্টে একটা নতুন বুকমার্ক যোগ করুন।
টাইটেলে লিখুন: Accept All Friend Request
এড্রেস লিখুন:
javascript: var field=document.getElementsByName("actions[accept]"); for(i=0; i< field.length; i++)field.click();
লক্ষনিয়ঃ এখানে কোডটির "i<" এবং "f" এর মাঝের স্পেসটি মুছে দিন।
মুল কোডটির কপি-পেষ্ট লিংক: http://pastebin.com/zhpi9B9i
এখন যে একাউন্টে রিকু Accept করবেন এই একাউন্টে লগইন করে এই লিংকে যান। http://facebook.com/reqs.php
পেজ ওপেন হলে অপেরা মিনির বুকমার্ক লিষ্ট থেকে একটু আগে তৈরি করা Accept All Friend Request বুকমার্কটি ওপেন করুন,
(আর পিসি হলে শুধু এই লিংকে যান http://facebook.com/reqs.php আর এড্রেসবারে উপরে দেয়া কোডটি লিখে এন্টার করুন।)
কিছুক্ষন লোডিং হওয়ার পর রিকুয়েষ্ট কনফার্ম হয়ে যাবে অথবা ফাকা পেজ আসবে। এখন আপনার একাউন্টে ঢুকে চেক করে দেখুন ৫০ টা রিকুয়েষ্ট কমে গেছে....
বোনাস টিপসঃ হুবহু একই ভাবে আপনি আপনার গ্রুপের মেম্বারদের জয়েন রিকুয়েস্টএক্সেপ্ট করতে পারবেন।
~সংগৃহিত
0 comments:
Post a Comment