March 9, 2013

4shared এবং Adfly এর বিরক্তিকর সেকেন্ড গুলো skip করুন




..এগুলা অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...



১. 4shared এর সাথে নতুন করা পরিচয় করিয়ে দেয়া লাগবে এরকম কেউ আশা করি আপনি নন, :P তাই কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই..
4shared থেকে ডাউনলোড করে মানেই বিরাট বিড়ম্বনা ব্যাপার, আর সেখানে মোবাইল ইউজার হলে তো কথাই নেই, এই সমস্যার সমাধান দিতেই এই টিউন,
প্রথমে কোনো 4shared ডাউনলোড পেইজ এ যান, যেখানে গিয়ে সবাই আটকে যায়....

তার পর পেইজ address টি কপি করুন, (যেমন: -- http://www.4shared.com/file/FcR5MFR4/Grand_Theft_Auto_2_-_Gta_-_Mob.htm)
এবার এই পেইজ এ যান, http://4shared.adlwap.com

আপনার কপি করে address টি এখানে পেস্ট করে মনে সুখে ডাউনলোড করা নিন....

২। আর Adf.ly এটা কোনো ঝামেলা নাকি? তাহলে জেনে নিন সমাধান,
আমরা ২ ভাবে এর সমাধান করতে পারি,
ক. প্রথমে আপনার Adf.ly URL টি কপি করুন, তারপর এই লিংকে যান, তারপর সেখানে একটি বক্স পাবেন, বক্সটিতে URL টি পেষ্ট করুন তারপর Deadfly বাটনে ক্লিক করুন, ব্যাস দেখুন Adf.ly লিংকটি স্কিপ হয়ে গেছে । (এই অপশন টি এখন ডিস্টার্ব দিচ্ছে)
খ. আপনার Adf.ly/Adfocus লিংকে যান, (যেমন: -- http://adfoc.us/12572719006076) তারপর এই

javascript:showSkip();

জাভাস্ক্রিপ্টটি কপি করে আপনার ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করে Enter করুন, এবার দেখুন Skip Add বাটন চলে এসেছে ।
আজ এই পর্যন্তই,
সময় পেলে আমার সাইট WAPOFBD.TK থেকে বেড়িয়ে আসবেন...
আল্লাহ হাফেজ
Share:

0 comments:

Post a Comment