September 11, 2013

ফেসবুক ব্যবহারকারিদের জটিল কিছু সমস্যার সহজ সমাধান




..এসব অনেক আগের গল্প, এই ঝামেলাগুলা একটাও এখন আর নাই..



আসসালামু আলাইকুম, আমি আজ ফেসবুক ইউজারদের কয়েকটি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ.. আশা করছি অনেকেই এতে উপকৃত হবে।

১. "who visit your profile" spam

আপনি যদি এই স্পামটিতে আক্রান্ত হন তাহলে আপনার একাউন্ট থেকে আপনার অজান্তেই আপনি জয়েন করেছেন এরকম গ্রুপ গুলোতে এই স্পাম এর লিঙ্ক পোস্ট করে, যা থেকে আক্রান্ত হয় অন্যেরাও!!
নিচের স্ক্রীনশট্টি দেখুন.
amjdmpextwdt.aws.af.cm এই ধরনের লিঙ্কে কখনই ক্লিক করবেননা, আর যদি আক্রান্ত হয়েই যান তাহলে,

Setting » Apps » visitor
এখান থেকে visitor অ্যাপ টি রিমুভ করে দিন।

2. "Previous comment" problem

মোবাইল ফেসবুক ইউজাররা বেশ কিছুদিন থেকে এই সমস্যাতে ভুগছেন।
এজন্যে যে পোস্টের previous comment পড়বেন সেটার এড্রেস এভাবে এডিট করুন..

m.facebook.com/...... থেকে x.facebook.com/......

অর্থাৎ শুরুর m পাল্টিয়ে x দিন।
নিচের স্ক্রিনশটটি দেখুন..


অথবা ফেসবুক মোবাইল সফটটি ব্যবহার করতে পারেন, ওটাতে এরকম কোনো সমস্যা নেই।

৩. মোবাইল থেকে ফ্‌যান পেজে লিঙ্ক শেয়ারিং প্রবলেম।

এটা বহু পুরাতন সমস্যা, ফেসবুক ফ্‌যান পেজে যখন কোনো এডমিন মোবাইল থেকে লিঙ্ক শেয়ার করতে চান তখন সেটা পেজের নামে পোস্ট না হয়ে এডমিনের নামে পোস্ট হয়ে যায়..
এজন্য ফেসবুক মোবাইল সফটওয়ারটি থেকে আপনার পেজে লিঙ্ক পোস্ট করুন, তাহলে কোনো ঝামেলা হবেনা, অথবা প্রথমে কোনো পিকচার আপলোড করুন, তারপর ক্‌যাপশন এডিট করে লিঙ্ক বসিয়ে দিন।

আজ এই পর্যন্তই,

সময় পেলে আমার সাইট WAPOFBD.TK থেকে বেড়িয়ে আসবেন...
আল্লাহ হাফেজ
Share:

0 comments:

Post a Comment