..এগুলা অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...
তবে এই ট্রিক্স এখনো কাজে লাগে
আপনি চাইলে আপনার একটি জিমেইল একাউন্ট দ্বারাই যত খুশি Sub-email একাউন্ট তৈরী করতে পারবেন।
বিভিন্ন কারনে আমাদের একাধিক ইমেইল একাউন্টের প্রয়োজন হয়। যেমন একটি সাইটে আপনার মূল ই-মেইল আইডি দ্বারা যদি রেজিষ্ট্রেশন করেন পরবর্তী'তে সেই সাইটে নতুন একাউন্ট খুলতে চাইলে সমস্যা হয় আবার নতুন ইমেইলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সাব-ইমেইল দ্বারা রেজিষ্ট্রেশন করতে পারবেন আপনার আপনার ভ্যারিফাই ই-মেইল বা সাব-আইডি'র সকল ইমেইল মূল ইমেইলে পাবেন।
যেমন: আমার ইমেইল আইডি
almahmudbd2012@gmail.com এখন এই আইডি দ্বারা ফেসবুকে একটি একাউন্ট খুলেছি যদি আর একটি একাউন্ট খুলতে চাই সে ক্ষেত্রে এই আইডি'টি কে সাব আইডি বানিয়ে ফেসবুকে আর একটি একাউন্ট তৈরী করতে পারবো।
সেক্ষেত্রে মেইলের নামের অংশে এক বা একাধিক ডট ব্যাবহার
করা যেতে পারে বা ডোমেইন পরিবর্তন করে সাব-আইডি বানানো যাবে।
almahmud.bd2012@gmail.com
হতে পারে অথবা almahmudbd.2012@gmail.com, almahmudbd2012@googlemail.com, al.mahmud.bd.2012@gmail.com
ইত্যাদি হতে পারে বা নামের পর + দিয়ে কীওয়ার্ড লিখে দিলেও চলবে
almahmudbd2012+test1@gmail.com
আপনার সাব-ইমেইলের যে একাউন্টেই মেইল আসুক না কেন আপনি তা মূল একাউন্ট থেকেই রিসিভ করতে পারবেন।
অনেক সময় একাধিকবার রেজিস্ট্রেশনে একটি মেইল ঠিকানা গ্রহণ করে না সেক্ষেত্রে এই পদ্ধতি দারুন কাজে আসবে।
0 comments:
Post a Comment