..এসব অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...
এখন আপনি আপনার জাভা ফোন থেকেই ইচ্ছা মতো এডিট করতে পারবেন যেকোন mp3 ফাইল, কি বিশ্বাস হচ্ছেনা, তাইনা?
আমি আজ আপনাদের দুইটি এ্যাপ দিবো ।
একটি Mp3 Tag Editor (৫৬ কেবি),
আর একটি Mp3 Tools (২৮ কেবি) ।
এগুলোর কাজ খুব সহজ, তাও আমি কিছুটা বলেদিই,
প্রথমে mp3 tag editor ওপেন করুন, একটু পরে আপনার ফোনের সব mp3 ফাইলের লিস্ট আপনার সামনে হাজির হয়ে যাবে, এবার এইখান থেকে যেকোনো একটা ফাইল অথবা ফোল্ডার এর উপর সিলেক্টর রেখে মেনু তে যান, (ফোল্ডার এর উপর রাখলে ওই ফোল্ডারের সকল ফাইল সিলেক্ট ধরা হবে) তারপর "edit tag" এ যান, ইচ্ছে মতো এডিট করুন,
আপনি যদি album art বদলাতে চান, তাহলে এডিট ট্যাগ এর মধ্যেই মেনু থেকে "album art" এ গিয়ে আপনার ছবিটি সিলেক্ট করা দিন, এবার accept করুন... ব্যাস কাজ শেষ :)
* আরেকটি এ্যাপ হলো mp3 tools.
এটি দিয়ে আপনি যেকোনো mp3 ফাইল যেকোনো millisecound থেকে যেকোনো millisecound পর্যন্ত কাটতে পারবেন,
কয়েকটি mp3 ফাইল একসাথে জোড়া দিতে পারবেন,
tag editও করতে পারবেন,
আরও অনেক কিছু...
এইসব আপনি খুব সহজেই পারবেন..
এ্যাপ দুটি এইখান থেকে ডাউনলোড করে নিন http://wapmahmud.mywibes.com/_galleries/Java_application/Editor-Creator
আজ এ পর্যন্তই ভালো থাকবেন.. এই কামনায় আল্লাহ হাফেজ :
0 comments:
Post a Comment