..এসব অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...
ip hide করা নিয়ে কতজনের কত প্রশ্ন, একজন বলে আমার ip কিভাবে hide করবো?-!!!!
আরেকজন বলে একটা ip hide করার সফটওয়্যার দেনতো ভাই..
আরেকজন বলে ভাই মোবাইল এর ip hide করবো কেমনে?
এরকম হাজার জনের লাখো প্রশ্নের কিছুটা হলেও সমাধান দিচ্ছে Proxy ব্রাউজার -!
আমি প্রথমে আপনাদের কয়েকটি জনপ্রিয় proxy ব্রাউজার এর সাথে পরিচয় করিয়ে দিবো ।
কয়েকটি জনপ্রিয় proxy এর নামঃ
১. mobileleap (set) [mlvb.net]
২. phonefavs [phonefavs.com]
৩. anonymouse [anonymouse.org]
৪. hideme [hideme.mobi]
৫. mebapp [mebapp.com]
৬. skweezer [skweezer.com]
৭. proxify (set) [proxify.com]
৮. গুগল proxy
৯. ইয়াহু proxy
১০. yandex proxy ইত্যাদি...
গুগলে সার্চ দিলে অনেক পাবেন। আপনাদের জন্যে কয়েকটি প্রক্সি ব্রাউজার আমি এক পেইজ এ একত্রিত করেছি, সেগুলো দেখতে এখানে ক্লিক করুন,
এখন কথা হলো এগুলো দিয়ে কি করবো? এগুলোর সুবিধা কি?
এগুলোর সুবিধা হলো
১. এগুলো ব্যাবহার করে আপনি কোনো সাইট browse করলে আপনার ip+browser না show করে এই proxy ব্রাউজারটার আইপি show করবে
২. আপনার Phone এর java heap যদি কম হয়, তাহলে বড় বড় পেইজ এর সাইট গুলো কিছু proxy দিয়ে আপনি page কেটে কেটে browse করতে পারবেন.. আরোও অনেক কিছু, আমি সব বললে আপনি কি দেখবেন? ঃপি
এগুলো কিভাবে use করবো? এগুলার জন্যে আবার কোনো সফটওয়্যার লাগবে নাকি?
না, কোন সফটওয়্যার লাগবেনা, আপনি ওদের সাইট গুলোতে ঢুকলে URL লেখার জায়গা পাবেন, সেখানে আপনার কাঙ্ক্ষিত address টি লিখে submit করলেই আপনি সেই সাইট টি browse করতে পারবেন উক্ত proxy দিয়ে।
0 comments:
Post a Comment