Showing posts with label ডাউনলোড. Show all posts
Showing posts with label ডাউনলোড. Show all posts

November 18, 2024

ডাউনলোড করুন আলকাউসার ওয়েবসাইটের অফলাইন (zim) আর্কাইভ

বিসমিল্লাহ্‌। আজকে আমরা মাসিক আল কাউসারের ওয়েবসাইট alkawsar.com এর kiwix/zim আর্কাইভ শেয়ার করছি। এটা থেকে ইন্টারনেট ছাড়াই আপনি অনেকটা লাইভ ওয়েবসাইটের মত আলকাউসারের সব পড়তে পারবেন এবং সার্চও করতে পারবেন। এই আর্কাইভে জানুয়ারি-২০০৭ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত সবগুলো সংখ্যা আছে। 
এই ধরনের আর্কাইভ শুরুতে সেটআপ করা একটু জটিল মনে হলেও সার্চ করার সুবিধার জন্য সাধারণ স্ট্যাটিক ব্যাকআপের চেয়ে এটা অনেক বেশি উপকারী।

শেষ আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৪

----

কিভাবে এই জিম আর্কাইভ ব্যবহার করবেন?

১. প্রথমে alkawsar.com-****.zim ফাইলটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক - https://cutt.ly/ReJ7d2eQ
বিকল্প ডাউনলোড - https://mediafire.com/?hifw4pfxi7qj5y4/
বিকল্প ২য় ডাউনলোড - https://archive.org/details/alkawsar.com_18.11.2024

২. এটা থেকে পড়তে আমাদের kiwix অ্যাপ দরকার হবে।

-      সফটওয়ার ডাউনলোড করুন এখান থেকে - https://kiwix.org/en/applications/

(এটা সব পিসি/মোবাইল/ব্রাউজার এর জন্যই পাওয়া যায়। আপনার প্রয়োজনমত নামিয়ে নিন।)

-      ব্রাউজার থেকে পড়তে দেখুন - https://pwa.kiwix.org/

(প্রথমবার লিংকে ঢুকে ব্যবহার করলে এরপর নেট না থাকলেও এই সাইট লোড হবে। শর্ত হলো ডেটা ক্লিয়ার করা যাবে না।)

৩. Kiwix ওপেন করে শুরুতেই ফাইল সিলেক্ট/আপলোড করার মত একটা অপশন পাবেন। সেখানে alkawsar.com-****.zim ফাইলটি সিলেক্ট করে সহজেই ওপেন করতে পারবেন।

৪. ওপেন করার পর স্বাভাবিকভাবে সাইটটা অফলাইনে ভিজিট করতে পারবেন। অথবা চাইলে ওপরের সার্চবার থেকে সব পেজগুলো সার্চ করতে পারবেন। (তবে পেজের ভেতরের খুঁটিনাটি টেক্সট হয়তো নাও আসতে পারে।)

----

পরবর্তি আপডেট কোথায় পাবেন?

এই সাইটে অথবা  talimtube.blogspot.com এ আপডেট পাওয়া যাবে ইনশাআল্লাহ।

তবে যেহেতু আর্কাইভ ম্যানুয়ালি আপডেট করতে হয়, তাই হয়তো বছরে এক-দুইবার আমরা নতুন ফাইল শেয়ার করতে পারবো। একান্ত জরুরি হলে নিজে youzim.it থেকে বানিয়ে নিতে পারবেন।

Share:

April 2, 2023

আরবি ফন্ট ব্যবহারের জন্য সহজ ওয়ার্ড‌প্রেস প্লাগিন

 ১. Arabic Font Lite (wordpress plugin)

অনেক সময় আর্টিকেলে মাঝে এক-দুই লাইন আরবি লেখা লাগে, দোয়া বা কোরআনের আয়াত উল্লেখ করা লাগে, তখন ওইটা আরবি ফন্টে দিলে পাঠকদের জন্য সুবিধা হয়। এই কাজটার জন্য চ্যাটজিপিটির হেল্প নিয়ে একটা প্লাগিন বানিয়েছিলাম। ওয়েবসাইটে এটা ইউজও করছি আলহামদুলিল্লাহ।

চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। গিটহাবে বিস্তারিত গাইড আছে।

[arabic]আরবি লেখা[/arabic] এরকমভাবে দিলেই লেখাটা আরবি ফন্টে দেখাবে। 

[arabic]هذا هو نص عربي[/arabic] এরকমভাবে লেখতে হবে।

আর চাইলে সামান্য মডিফাই করে ইচ্ছামত ফন্ট ইউজ করতে পারবেন, ফন্টের সাইজ এবং লাইন গ্যাপ কমবেশ করতে পারবেন। অন্য ভাষার ফন্টও ইউজ করা যাবে। 

লিংক: https://github.com/almahmudbd/arabic-font-plugin

২. Arabic Font 2 Plus (wordpress plugin)

এই প্লাগিনের এক্সটেন্ডেড ভার্শন, শর্টকোড থেকেই ফন্ট, ফন্টের সাইজ ইত্যাদি চেঞ্জ করা যাবে। Hassan Mahmud Kabir নামের এক ভাই এটায় কন্ট্রিবিউট করেছেন। এটা ওয়ার্ডপ্রেসের প্লাগিন ডিরেক্টরিতেও আসবে ইনশাআল্লাহ।

বিস্তারিত লিংক: https://github.com/almahmudbd/arabic-font2-plus

Share:

March 5, 2015

ইসলামী গ্রন্থের বিরাট এক সম্ভারঃ আল জাওয়ামিউল কালীম

আজ আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এক বিশাল ইসলামী গ্রন্থাগারের সাথে, মাকতাবায়ে শামেলা এখন বেশ জনপ্রিয় একটি বুক রিডার সফটওয়ার কিন্তু আজ যেটির কথা বলছি সেটা মোর দ্যান মাকতাবায়ে শামেলা! যদিও এটা মাকতাবায়ে শামেলার চেয়ে অনেক পুরাতন তবুও এদেশে এটি তেমন পরিচিতি পায়নি।



কুরআন, হাদীস, তাফসীরে কোরআন, তাশরীহে হাদীস, উলুমে হাদীস, উলুমে কোরআন, আক্বাইদ, ফিক্বাহ (৪ ফিক্বহি মাযহাবের আলাদা আলাদা এবং সম্মিলিত সংকলন), ইতিহাস, সিরাত, রাজনীতি সহ আরো বিভিন্ন শাস্ত্রের অসংখ্য কিতাবের বিরাট এক সম্ভার এই জাওয়ামিউল কালীম। মাকতাবায়ে শামেলা আর জাওয়ামিউল কালীমের একটা বিশেষ পার্থক্য হচ্ছে মাকতাবায়ে শামেলাতে 'ফিতনায়ে সালাফিয়্যা'র প্রভাব বিস্তর পক্ষান্তরে জাওয়ামিউল কালীম এধরনের অভিযোগ-আপত্তি থেকে নিরাপদ। আর এর ব্যাবহারও শামেলার চেয়ে বেশ সহজবোধ্য। এতে রয়েছে মুল বইয়ের পৃষ্ঠা নাম্বার সংকেত অর্থাত্‍ যেখান থেকে মুল কিতাবের পৃষ্ঠা শেষ হয়েছে সেখানে বন্ধনিতে পৃষ্ঠা নাম্বার সংযুক্ত করা হয়েছে। আরো বড় কথা হচ্ছে এর রয়েছে অনলাইন এবং অফলাইন উভয় ভার্শন।
সব মিলিয়ে জাওয়ামিউল কালীম অসাধারন একটি ভার্চুয়াল ইসলামিক লাইব্রেরী যা আপনার ভালো লাগবেই।

বিবরনঃ



নামঃ জাওয়ামিউল কালিম
প্রকাশকঃ islamweb.net
ভার্শনঃ অনলাইন ওয়েবপেজ এবং অফলাইন পিসি সফটওয়্যার

ওয়েবপেজ লিংকঃ http://bit.do/gkonline

ডাউনলোড লিংকঃ http://gk.islamweb.net:8080

আজ এপর্যন্তই, আল্লাহ হাফেজ
Share: