June 15, 2012

সফটয়্যার ছাড়াই তৈরি করুন আইকন

“ICON/আইকন” শব্দটির
সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। আইকন বলতে বোঝায় কম্পিউটারের ফাইলগুলোর একটি ব্যাহ্নিক চিত্র রূপ যা একটি নিদৃষ্ট ফাইলের বিশেষত্ব বহন করে। আইকন তৈরি করা কঠিন মনে হলেও আপনি ইচ্ছা করলে খুব সহজেই আইকন তৈরি করতে পারবেন। এর জন্য আলাদা কোন সফটওয়্যারের প্রয়োজন নেই। আইকন তৈরির জন্য প্রথমে উইন্ডোজ এক্সপি বা সেভেন থেকে Paint ওপেন করুন এবং উপরে Image থেকে Attributes এ ক্লিক করুন। এখানে আপনাকে আইকনের মাপ দিতে হবে। দৈর্ঘ্য 125 Pixel এবং প্রস্থ 145 Pixel দিয়ে Ok করুন। এবার ইচ্ছে মতন আঁকুন এবং যে কোন নামের পর .ICO দিয়ে My Documents এ সেভ করুন।
যেমনঃ myicon.ico নাম
দিয়ে সেভ করুন। OK কাজ শেষ...
Share:

0 comments:

Post a Comment