August 7, 2012

একটি সাইটে একসাথে এক ব্রাউজারেই ২টি ID তে লগিন করুন


..এসব অনেক আগের গল্প, তখন এসবই বিরাট ব্যাপার ছিল, এখন অনেক কিছু ডিলিট হয়ে গেছে.. সিস্টেমে বহুত পরিবর্তন হয়েছে...



মনে করুন আপনার এক ফ্রেন্ড কোনো বিপদে পড়ে আপনাকে তার FB ID + Password দিয়ে বললো অমুক কাজটা করে দে, তখন আপনি নিশ্চয় আগে আপনার ID টা লগআউট করে অথবা আরেকটি ব্রাউজার ওপেন করে তারপর ২য় ID টা লগিন করবেন.. :)
এখন এতো ঝামেলার দিন শেষ, এখন একটি সাইটে একসাথে এক ব্রাউজারেই ২টি ID তে লগিন করুন খুব সহজেই,
(যেভাবে করবেন: ) এজন্যে প্রথমে আপনার ফোন এ Opera Mini Mood 4.20 / 4.21 ওপেন করুন, তার আপনার ID টা স্বাভাবিক ভাবেই লগিন করুন, তারপর Menu > Windows > New Privet Window এর কিছু POP-UP Text শো করবে, ওগুলো পড়লেই বুঝবেন ব্যপারটা কি..
এবার নিচের বক্সটাতে টিক ছিন্‌হ দিয়ে, OK করুন, এবার ওই টেব এ আবার FB তে ঢুকে আরেকটা ID লগিন করে মনের মতো ব্রাউজ করুন...
» Download opera mood 4.20
Share:

0 comments:

Post a Comment