মোবাইলে আমরা অনেকে ভয়েস টাইপিং ব্যবহার করি। এটাকে ডিকটেশনও বলা যায়। এখনকার প্রায় সব কিবোর্ডেই এই অপশন থাকে। আগের তুলনায় ভয়েস টাইপিং এখন অনেক ইম্প্রুভ হয়েছে। আর ভয়েস দিয়ে লেখার পর একবার নজর বুলিয়ে দাড়ি কমা বসিয়ে নিলেই বেশ ভালো একটা আউটপুট পাওয়া যায়।
অনেক যায়গায় পরিবেশ কিংবা সময় স্বল্পতার কারণে আমরা ভয়েস টাইপিং এবং ভয়েস মেসেজ প্রেফার করি। দেখা যায়, যাকে মেসেজ পাঠাচ্ছি সে ভয়েস রেকর্ডিং শুনবেনা, কিন্তু টাইপ করার জন্য আমাদের হাতে বেশি সময় নাই। তখনো ভয়েস দিয়ে লেখা উভয়ের জন্যই সুবিধাজনক। যেসব ভাইয়েরা সাধারণত ব্যস্ত থাকেন, তাদেরকে নিজের প্রয়োজনে মেসেজ দিলে ভয়েসক্লিপ দেয়াটাও দৃষ্টিকটু।
আমি শুনেছি, অনেক অনুবাদক ভাই আস্ত আস্ত বই অনুবাদ করে ফেলেন ভয়েস টাইপিং দিয়ে। পরবর্তীতে প্রুফ রিডাররা বানান মেরামত করে দেয়।
যাই হোক, এন্ড্রয়েড সিস্টেমের কারণে মোবাইলে ভয়েস টাইপিং ইজি হলেও পিসির জন্য বিষয়টা এখনো ঝামেলার রয়ে গেছে। পিসিতে গুগল ডকসের মধ্যে ভয়েস টাইপিং দিয়ে লেখা যায় অনেক বছর যাবত, এছাড়া গুগলের এপিআই ব্যবহার করে বেশ কিছু ওয়েবসাইট এবং এক্সটেনশন তৈরি হয়েছে। সমস্যা হলো, এর মধ্যে সবগুলো আবার বাংলা সাপোর্ট করে না।
উইন্ডোজ ১১তে (সম্ভবত ১০এও) একটা বিল্ট-ইন ভয়েস টাইপিং টুল আছে, এটা win+H চাপলে এক্টিভ হয়, পুরা পিসিতেই এটা হয়তো চলবে কিন্তু সমস্যা হলো এতেও বাংলা নাই। টুকটাক ইংরেজি টাইপের কাজে এটা ইউজ করতে পারবেন।
আপাতত আপনারা পিসিতে তিনটা জিনিস ইউজ করতে পারেন, এগুলোতে বাংলা আছে -
১. ভয়েস-ইন এক্সটেনশন : https://is.gd/voicein
ইন্সটল করার পর ভাষা সিলেক্ট করবেন। আর এটাকে ওপরে পিন করে নিবেন। চাইলে রাইট ক্লিক মেনু থেকেও টাইপিং অন-অফ করা যাবে। এছাড়া ডিফল্ট শর্টকাট আছে Alt+L চাইলে এটা চেঞ্জ করতে পারবেন।
(এটাই এখন অধিক সুবিধাজনক। ক্রোমের আরো কিছু এক্সটেনশন ছিল, কিন্তু বেশিরভাগ পেইড করে ফেলেছে বা ফাংশন চেঞ্জ করেছে।)
-
২. গুগল ডকস এবং ট্রান্সলেটর
সাধারণভাবে গুগল ডকস (docs.google.com ) এ কোনো ডকুমেন্ট ওপেন করে ctrl+shift+S চাপবেন। (Tools > Voice typing-এ গেলেও পাবেন) এরপর ভাষা সিলেক্ট করে লিখতে পারবেন। গুগল ডকসের একুরেসি সম্ভবত বেশি ভালো।
এছাড়া গুগল ট্রান্সলেটর-এও ভয়েস টাইপিং আছে, এখানে ইন্টারফেস আরও সিম্পল https://translate.google.com/?sl=bn&tl=en
চাইলে আপনার পিসির ডকুমেন্ট গুগল ডকে আপলোড করেও লিখতে পারবেন (যদিও এর সীমাবদ্ধতা আছে, তবে কাজে লাগে)।
-
৩. এছাড়া ভয়েস নোটপ্যাড হিসেবে এই সাইটটাও ভালো- https://dictation.io/speech
এগুলোতে ভয়েস দিয়ে লেখার পর কপি করে সেটা অন্য যায়গায় ব্যবহার করতে পারবেন।
নোটঃ এই তিনটা ক্ষেত্রেই পিসির মাইক্রোফোনের এক্সেস দেওয়া বাধ্যতামূলক, নইলে কাজ করবে না। বাকি সেটিংগুলো আপনারা একটু নিজ দায়িত্বে এক্সপ্লোর করে নিয়েন।
---
মজার ব্যাপার হলো, এই পোস্টের বেশিরভাগ অংশ আমি পিসিতে ভয়েস টাইপিং দিয়েই লিখলাম। এরপরে একটু ঠিকঠাক করে নিয়েছি।
বারাকাল্লাহু ফিকুম।
---------
[মূল পোস্ট এর লিংক]
tags - #VoiceTyping, #SpeechRecognition, #PCProductivity, #DictationSoftware, #PCAccessibility, #VoiceCommand, #HandsFreeComputing, #SpeechToText, #PCSoftware, #WritingTools, #AIAssistants, #EfficiencyBoost
মাশাআল্লাহ ভাইয়া।
ReplyDelete