May 4, 2023

আইওএম এর রুকইয়াহ শারইয়াহ কোর্সে কী থাকে?

 গত কয়েকবছর ধরে Islamic Online Madrasah - IOM (আইওএম) নিয়মিত রুকইয়ার শারইয়াহ কোর্সের আয়োজন করছে আলহামদুলিল্লাহ। এই কোর্সে আমরা রুকইয়াহ শারইয়াহ বিষয়ে একদম প্রাথমিক স্তর থেকে ব্যবহারিক ও তাত্বিক বিষয়গুলো পাঠদান করে থাকি। কোর্সটি প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী-পুরুষের জন্যই উপকারী হবে ইনশাআল্লাহ।

এই কোর্সের মূল উদ্দেশ্য হল, রুকইয়াহ শারইয়াহ বিষয়ে প্রয়োজনীয় ইলম আমভাবে সকলের মাঝে ছড়িয়ে দেয়া। যাতে প্রত্যেকে নিজের বা নিজের পরিবারের প্রয়োজনে রুকইয়াহ করতে পারে। আর আশেপাশের মানুষদেরও এব্যাপারে সহায়তা করতে পারে।

কোর্সে সাধারণত ১৫-২০টি দরস থাকে। ক্লাসের ডিউরেশন হয় ১ থেকে ২ ঘন্টা‌। প্রতিটা বিষয়ে সংক্ষিপ্ত/বিস্তারিত ক্লাসনোট দেয়া হয়। আর ক্লাসের রেকর্ডও সংরক্ষিত থাকে। এছাড়া মাঝেমধ্যে অতিরিক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন হয়। কোর্স চলাকালীন নারী ও পুরুষ শিক্ষার্থিদের জন্য পৃথক ডিসকাশন গ্রুপ থাকে। সেখানে সবাই ক্লাসের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। কোর্স সমাপ্তকারী সবার জন্য থাকে সনদের সফটকপি। কোর্স পরীক্ষার মেধাতালিকায় থাকা ব্যক্তিদের জন্য থাকে উপহার ও সনদের হার্ডকপি। আর ১ম,২য়,৩য় স্থান অধিকারীদের জন্য থাকে বিশেষ পুরস্কার।



আচ্ছা,এবার আমাদের সিলেবাসটা দেখে নেয়া যাক - 

অধ্যায়-১. রুকইয়াহ শারইয়াহ :

  • * রুকইয়াহ পরিচিতি,
  • * রুকইয়াহ বনাম নিষিদ্ধ ঝাড়ফুঁক/জাদু,
  • * রুকইয়ার গুরুত্ব ও ফজিলত,
  • * সাপ্লিমেন্টের ব্যবহার,
  • * সাইড ইফেক্ট প্রসঙ্গ ও নিয়ন্ত্রণের উপায়,
  • * রুকইয়ার আগে ও পরে করণীয়,
  • * বাচ্চাদের রুকইয়াহ কিভাবে করবেন ,
  • * আমভাবে যেকোনো রোগের রুকইয়ার নিয়ম

অধ্যায়-২. বদনজর: জিন এবং মানুষের নজর,
অধ্যায়-৩. ওয়াসওয়াসা রোগ,
অধ্যায়-৪. জিনের আসর,
অধ্যায়-৫. জাদুটোনা ও তাবিজ-কবচ 
:

  • * এই সমস্যাগুলোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি,
  • * এসব বিপদ থেকে নিরাপদ থাকার উপায়,
  • * লক্ষণীয় উপসর্গের বিবরণ, রোগ নির্ণয় পদ্ধতি,
  • * চিকিৎসা : সেলফ রুকইয়াহ এবং অন্যের জন্য রুকইয়ার নিয়ম।

অধ্যায়-৬. শারীরিক ও মানসিক রোগব্যাধির জন্য রুকইয়াহ :

  • * কিছু কমন সমস্যার জন্য রুকইয়ার নিয়ম,
  • * প্যারানরমাল সমস্যা এবং সাধারণ রোগব্যাধির পার্থক্য।

অধ্যায়-৭. পরিশিষ্ট : 

  • * কিছু কমন পরামর্শ ও রুটিন,
  • * জটিল ও দীর্ঘমেয়াদী কেসগুলোর ক্ষেত্রে করণীয়,
  • * বিভিন্ন অভিজ্ঞতা ও গল্প-আলাপ।
  • মাঝেমধ্যে প্রতিষ্ঠানের পক্ষ হতে অতিরিক্ত দাওয়াহ, কিরাত বা মাসায়েলের ক্লাস হতে পারে।
  • প্রতিষ্ঠানের পক্ষ থেকে সপ্তাহে একদিন তা'লিম বা ইসলাহি মজলিসের আয়োজন হতে পারে।
----

রেজিস্ট্রেশনের নিয়ম :

রেজিস্ট্রেশনের দুইটা ধাপ -
১. প্রথমতঃ কোর্স ফি পরিশোধ করা। (বিকাশ, নগদ বা বিভিন্ন ব্যাংক কার্ডের মাধ্যমে পে করা যায়)
২. এরপর রেজিস্ট্রেশন ফরম ফিলাপ করা। (পেমেন্টের তথ্য দিয়ে রেজিঃ ফর্ম পূরণ করতে হয়)
প্রতিটা ব্যাচের ক্ষেত্রে পেমেন্ট লিংক এবং ভর্তি ফরম ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এজন্য ব্লগ-পোস্টের মাঝে দিতে পারলাম না। রেজিঃ চলাকালীন আপনি প্রয়োজনীয় লিংক ও পেমেন্টের পদ্ধতি জেনে নিবেন। (কমেন্টে কিছু লিংক থাকবে)
রেজিস্ট্রেশন করা শেষ হলে, আপনার ইমেইলের মাধ্যমে ক্লাসের তথ্য, ডিসকাশন গ্রুপের লিংক, ক্যাম্পাসের ক্রেডেনশিয়াল জানিয়ে দেয়া হবে। তাই কোর্স শেষ হওয়া পর্যন্ত সব নোটিশগুলো ভালোভাবে খেয়াল করবেন।
----

কোর্সের নিয়ে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর :

১। সবাই কি কোর্সটি করতে পারবে?
- জ্বি, পারবে৷ এজন্য আলেম হওয়া বা আরবি ভাষা জানা আবশ্যক না। দেশ-বিদেশের সব জায়গা থেকেই করতে পারবেন।

২। মেয়েরাও কি কোর্সে রেজিঃ করতে পারবে?
- জ্বি, পারবে। নারী-পুরুষ সবাই এই কোর্স করতে পারবে। আর আমাদের জানামতে পর্দার ব্যাপারে IOM এর ম্যানেজমেন্ট টিম যথেষ্ট সতর্ক থাকে। তাই আশা করছি সমস্যা হবে না।

৩। কবে থেকে কোর্স শুরু হবে? কতদিন পর্যন্ত?
- সাধারণত ক্লাস সপ্তাহে ২-৩ দিন ক্লাস হয় আর দেড় থেকে দুইমাসে সিলেবাস শেষ হয়। ১৫ থেকে ২০টি ক্লাস হতে পারে। ক্লাসের দৈর্ঘ বেশি হলে দরস সংখ্যা কম হয়।
- প্রতিটা কোর্স শুরুর কয়েক সপ্তাহ আগে রেজিস্ট্রেশনের ঘোষণা দেয়া হয়। এজন্য আইওএমের পেজরুকইয়াহ সাপোর্ট গ্রুপ এবং আমার ওয়ালে চোখ রাখুন।

৪। কোর্সের জন্য কি কি প্রয়োজন হবে?
- অনলাইন ক্লাস হেতু ইন্টারনেট কানেকশন এবং ফোন/পিসি লাগবে।- যেহেতু সহায়ক কিছু স্লাইড/নোট থাকবে, সুতরাং বাংলা পড়তে জানতে হবে।
- রুকইয়াহ করতে যেহেতু কোরআন পড়া লাগে, তাই কমপক্ষে কোরআন পড়তে জানা লাগবে।

৫। কোনো নির্দিষ্ট বই রাখা লাগবে?
- আবশ্যক না। প্রয়োজনীয় নোট এবং অতিরিক্ত মুতালায়ার পিডিএফ দেয়া হবে। তবে"রুকইয়াহ" (রচনা: আব্দুল্লাহ আল মাহমুদ) বইটা থাকলে আশা করছি ক্লাসে নোট করা বা পিডিএফ থেকে পড়ার কষ্ট অনেকটা কমে যাবে। তাই চাইলে এটা সংগ্রহ করতে পারেন। (বইটা পাওয়া যাবে ওয়াফিলাইফ, রকমারি অথবা অফলাইনে ভালো ইসলামী বইয়ের দোকানে।)

৬। কিভাবে ক্লাস হবে? যদি কোনো ক্লাস মিস করি?
- ক্লাস অনলাইনে হবে, zoom অ্যাপের মাধ্যমে। আর প্রাইভেট গ্রুপে স্ট্রিম করা হবে, সেখানেও দেখতে পারবেন। প্রতিদিনের ক্লাস রেকর্ড করা থাকবে। নেটের সমস্যা অথবা অন্য কোনো কারনে লাইভ ক্লাস মিস হলে পরে সেটা শুনে নিতে পারবেন। তবে লাইভ ক্লাস করলে সবচেয়ে বেশি ফায়দা হয়

৭। কি কি টপিক আলোচনা করা হবে? সম্ভাব্য কোর্স প্ল্যান কী?
- পূর্বে বলা সিলেবাস অনুযায়ী আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

৮। রুকইয়াহ বই পড়লেই কি এই কোর্সের সব জানা যাবে?

- না, এই কোর্সে আলোচ্য অনেক বিষয় বইয়ের মধ্যে নাই। আবার বইয়ের কিছু কিছু বিষয়ে কোর্সে বাদ দেয়া হয়। উপরন্তু কোর্স যেহেতু শিক্ষকের তত্বাবধানে হয়, তাই এর ফায়দা বইয়ের চেয়ে ভিন্ন।

৯। আমার জিন-জাদুর সমস্যা আছে, আমি কি উপকৃত হব?
- জ্বি, আপনি কোর্সে বলা নিয়মে নিজের বা পরিবারের জন্য রুকইয়া করতে পারবেন। কখন কী করণীয় বুঝতে পারবেন। নিরাপত্তার বিষয়গুলো জানতে পারবেন। প্রয়োজনে যদি কারও দ্বারা রুকইয়াহ করাতে হয়, সেক্ষেত্রে ভালো-মন্দের পার্থক্য করতে পারবেন। 
- তবে যেহেতু ক্লাসের সময় অল্প, তাই পাঠের বাইরে নির্দিষ্ট কারও সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ থাকেনা। ক্লাসের বাইরে যদি উস্তায বা অন্য সহপাঠীরা সময় দেয় সেটা ভিন্ন বিষয়।
- তবে আপনার সমস্যা বেশি হলে, এবিষয়ে পড়াশোনা করা কষ্টকর হতে পারে। শয়তান বিভিন্নভাবে বাধা দিতে পারে, সেক্ষেত্রে আপনার উচিত এটাকে আরও গুরুত্বের সাথে নেয়া। আশা করি বুঝতে পেরেছেন।

১০। আমি কি এই কোর্স করে রাকি হতে পারবো?
- এটা প্রফেশনাল এক্সোরসিস্ট হওয়ার কোর্স না। তবে এটা সহায়ক হবে। এখানে যেহেতু আমরা শরঈ রুকইয়ার জন্য প্রয়োজনীয় প্রায় সবগুলো বিষয়েই আলোচনা করে থাকি, আর ভবিষ্যতে আরও পড়াশোনা করার ব্যাপারেও দিকনির্দেশনা দিয়ে থাকি, তাই এটা সবার জন্যই উপকারী হবে ইনশাআল্লাহ।

১১। কোর্স শেষে আমরা কি কি আশা করতে পারি?
- ইনশাআল্লাহ, ভালোভাবে কোর্সটি শেষ করলে এবং কোর্সের দিকনির্দেশনা অনুসরণ করলে -

  • * আপনি নিজের এবং পরিবারের জন্য রুকইয়াহ করতে পারবেন। 
  • * আশেপাশের মানুষদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিতে পারবেন।
  • * জাদুটোনা আর জিনভুতের ব্যাপারে অহেতুক ভীতি দূর হয়ে যাবে।
  • * এসব বিষয়ে প্রচলিত ভুলত্রুটি ও কুফরি-কালামের ব্যাপারে সতর্ক হবেন।
  • * জিন, জাদু, বদনজর, ঝাড়ফুঁক, হিফাজতের আমল ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় বিষয়গুলো জানতে পারবেন।
  • * আর এই কোর্স থেকে দিকনির্দেশনা নিয়ে ভবিষ্যতে আরও পড়াশোনা এবং প্র‍্যাক্টিস করতে পারবেন।
---

হেল্পলাইন:

কোর্স সংক্রান্ত আরও তথ্যের জন্য আইওএমের হেল্পলাইন নাম্বারে অথবা ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলা যাবে।

Share:

5 comments:

  1. ২০২০ সনের রুকইয়াহ কোর্স শেষের মন্তব্যগুলো... https://thealmahmud.blogspot.com/2022/04/iom-rqs201-feedback.html

    ReplyDelete
  2. ২০২৩ সনের রুকইয়াহ কোর্স শেষের মন্তব্যগুলো... https://thealmahmud.blogspot.com/2024/04/iom-rqs2305-feedback.html

    ReplyDelete
  3. ২০২১ সনের রুকইয়াহ কোর্স শেষে মন্তব্যগুলো... https://thealmahmud.blogspot.com/2022/04/iom-rqs212-feedback.html

    ReplyDelete
  4. ২০২২ সনের রুকইয়াহ কোর্স শেষের মন্তব্যগুলো... https://thealmahmud.blogspot.com/2023/03/iom-rqs223n4-feedback.html

    ReplyDelete
  5. ২০২৪ সনের মে মাসে শুরু হওয়া কোর্সের ঘোষণা ও রেজিষ্ট্রেশন তথ্য -
    https://www.facebook.com/100039664094027/posts/pfbid02mMM3Rvz9fkYXMboMd4G8YEjVPnVtF6MnffmScTm5zKy5pEsRGkGaSuzWsSaoDKcnl/?app=fbl

    ReplyDelete