April 27, 2023

কাকে বিয়ে করছেন, সাবধানে...

 ভাই অনেক সময় অনেক ফান করি। এটা সিরিয়াস কথা।

গত দুইবছরে ইমার্জেন্সি পিলের ব্যবহার বেড়েছে ৬গুন। ২০২১ - ২২ সনে ই.পিল বিক্রি হয়েছে ৩লাখ ৮৭হাজার। এবং কোনো সন্দেহ নাই যে, এর অধিকাংশ ইউজ হয়েছে যিনা করার পর যেন বাচ্চা না হয় এই জন্য।

দেখেন ভাই, শুধুমাত্র অনলাইনের ম্যাচমেকিং থেকে পাত্রি নির্বাচনের ব্যাপারে সাবধান হোন।

 কারণ এই পৌনে ৪ লক্ষ পিলের ভোক্তা যারা, তাদের অনেককেই আপনারা লেবাসে-সুরতে দ্বীনদার মনে করে থাকেন। কতজন কতবার বিসমিল্লাহ ফার্মেসিতে গেছে কেউ জানেনা। 

অনেকে আবার হানাফি ফিকহের সুযোগ নিয়ে এতবার গোপনে বিয়ে করেছে.. বিয়ের পর আপনি গুনে শেষ করতে পারবেন না, আপনি কত নাম্বার বৈধ স্বামী।

সুতরাং কাকে আপনার সন্তানের মা বানাবেন, কাকে আপনার বাড়ির চাবি অর্পণ করবেন, কার দায়িত্ব নিতে যাচ্ছেন। সাবধানে।

----- ----- 

এটাচড ছবির ফাতওয়া এবং সুরা নূর ৩নং আয়াতের বিস্তারিত আলোচনা দ্রষ্টব্য। 

اَلزَّانِیۡ لَا یَنۡکِحُ اِلَّا زَانِیَۃً اَوۡ مُشۡرِکَۃً ۫ وَّالزَّانِیَۃُ لَا یَنۡکِحُہَاۤ اِلَّا زَانٍ اَوۡ مُشۡرِکٌ ۚ وَحُرِّمَ ذٰلِکَ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ 

ব্যভিচারী কেবল কোন ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকেই বিয়ে করবে এবং ব্যভিচারিণীকে কেবল কোন ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করবে। মুমিনদের জন্য এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। [An-Nur 24:3]

(নোট: মুশরিকদের সাথে বিয়ে এরপরে অন্য আয়াতে রহিত করা হয়েছে।)

Share:

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete