May 7, 2023

অনেক মত আছে, অনেক ধর্ম আছে...।

 নাস্তিকদের একটা ফ্যালাসি হচ্ছে, আরে! আরও তো অনেক ধর্ম আছে। দুনিয়ায় কয়েক হাজার ধর্ম। ব্লা ব্লা ব্লা। 

(এখানে তার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ইশ্বরে বিশ্বাসীরা কোনো ১টা ধর্মের ব্যপারে একমত না, এজন্য সে কোনো ধর্ম মানবেই না। কোন ধর্ম সঠিক সেটা যাচাইয়ের চেষ্টাই করবে না। আগের গোড়ামি নিয়েই থাকবে।) 

এই একই প্যাটার্নের যুক্তি বেদ্বীন আর ফেমিনিস্টরা অহরহ ইউজ করে। আরে দাড়ি নিয়ে ইখতেলাফ আছে, আরে কতটুকু পর্দা করতে হবে তা নিয়ে তো ইখতেলাফ আছে, আরে ঘরের কাজ করতে হবে নাকি তা নিয়ে ইখতেলাফ আছে...  and so on...

এরাও আগের বেদ্বিনির ওপরেই থাকতে চাচ্ছে। ইসলামের বিধানগুলো মানতে চাচ্ছে না। অস্বীকার করছে। কিন্তু অস্বীকার করতে গিয়ে নিজের প্রবৃত্তি পূজার কথা গোপন করে ইখতেলাফের দোহাই দিচ্ছে। আর প্রবৃত্তির অনুগামী ফাতওয়া শপিং করছে।

ধর্ম হাজারটা থাকুক, যেটা সবচেয়ে সেরা আমরা সেটাই মানি ও মানবো।

--

মূল পোস্ট

Share:

0 comments:

Post a Comment