আহলে হাদীসদের নবী কে?
---
প্রশ্নটা পছন্দ হয়নি, তাইনা?
থামেন দলিল দিয়ে জোর করে পছন্দ করাবো... "এমন অনেক বস্তু আছে যা তোমরা অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য ভালো!" [সুরা বাকারাঃ২১৩]
😌 একটু মজা করলাম... এবার সিরিয়াস হওয়া যাক..
.
১। আহলে হাদীস ভাইদের একটা কুখ্যাত পেইজ আছে "তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও..." এরকম নাম। এই পেইজের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি তাদের পোস্টের বিপরীতে কমেন্ট করেন তবে সেটা মুছে ফেলা হবে! যদি আপনি কোরআন-হাদীসের কোনো দলিলসহ কমেন্ট করেন তবে সেটা মুছে আপনাকে ব্যান করা হবে!!
কিছুদিন আগে সেখানে পোস্ট দিয়েছিলো- "যয়ীফ হাদীসকে হাদিস বলাই যাবেনা, আমলের প্রশ্নই আসেনা"
আমি কমেন্ট করলাম "ভাই, ইমাম বুখারী রহ. উনার তারিখে কাবির কিতাবে এক হাজারের বেশি যয়ীফ হাদিস দিয়ে দলিল দিয়েছেন..."
একটু পর দেখি কমেন্ট গায়েব, আমি ব্যান! :)
.
২। আজ ওই পেজে হায়াতুন্নাবী সা. আক্বিদার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে। সেখানে কিছু আয়াত উল্লেখ করেছে 'রাসুল সা. মারা গিয়েছেন' এই বিষয়ে। এরপর উপসংহার টেনেছেন এই বলে যে, অতএব বুঝা গেল রাসুল সা. এখনো মৃত!!
what a logic! আমি দেখেছি ফজরের সময় মসজিদে গেলেন, তারমানে আপনি এখনো মসজিদেই আছেন! কিয়ামত পর্যন্ত মসজিদেই থাকবেন.... যদিওবা অন্যরা দেখেছে আপনাকে বের হতে! তবুও আমি যেহেতু দেখেছি মসজিদে যেতে অতএব আপনি মসজিদেই আছেন!
.
৩। তো এসব আয়াত উল্লেখ করার পর তাঁরা মনোমতো বিশ্লেষণ করেছে, এরপর লিখেছে...
""....সে সম্পর্কে কুরআন হাদীসে আমাদের যতটুকু জানানো হয়েছে আমরা ততটুকু কোনোরকম #প্রশ্ন ছাড়াই ইমান আনবো। কিন্তু কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ বা অতিরিক্ত প্রশ্ন করবোনা। এটাই হলো ইমান বিল গায়েব – অদৃশ্যে বিশ্বাস।""
.
গায়েবের এই সংজ্ঞা উনি কই পাইছেন আল্লাহ মালুম.. কিন্তু এর দ্বারা উনি বুঝালেন এখানে যে কয়টা আয়াত বা হাদিস দিলাম, এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে, কোনো প্রশ্ন চলবে না। আপনি প্রশ্ন করতে পারবেন না, এমন কোনো হাদিস আছে কি না যার দ্বারা বুঝা যায় নবী আ. রা মৃত্যুর পর কবরে পুনরায় জীবিত রয়েছেন। আপনি এসব প্রশ্ন করতে পারবেন না... করলেই উনার সংজ্ঞানুসারে আপনি গায়েবের ওপর ঈমান হারালেন!!!
.
৪। এরপর উনি বললেন, "...তিনি কবরে জীবিত আছে বলে মনে করা কুরআন বিরোধী আকীদা যা বিদাতী সূফীরা তৈরি করেছে!"
.
অথচ এই আক্বিদা বিষয়ে ইমাম বায়হাক্বী রহ. এর একটি স্বতন্ত্র হাদিসের কিতাব আছে! পৃষ্ঠাসংখ্যা ১০৬ যার প্রথম সহীহ হাদীসটি হচ্ছে, "আনাস রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেছেন, নবীরা কবরে জীবিত, তারা নামাজ পড়েন!" (হায়াতুল আম্বিয়া, ইমাম বায়হাকি লিখিত। সনদ সহীহ। এটা সম্ভবত আলবানি সাহেবের সিলসিলাতুস সহিহাতেও আছে)
যাহোক, আমরা দেখতে পাচ্ছি রাসুল সা.ও বিশ্বাস করতেন নবীরা কবরে জীবিত, এবার মুহাম্মাদ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আহলে হাদিস ভাইয়ের কি ফাতওয়া দিবেন?
.
৫। আলবানী সাহেব উনার সালাতুর রসুল বইয়ের ভুমিকায় চার ইমাম রহ. এর চৌদ্দগুষ্ঠি উদ্ধার করেছেন, জানপ্রান দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন, ইমামে আরবা'আ যা বলবে তাহকিক ছাড়া মোটেও মেনে নেয়া যাবে না।
কিন্তু শেষে উনি লিখেছেন- "এই কিতাবে এমন কিছু নাই যা অমান্য করার কোনো ওযর থাকতে পারে!" একটু পর আবার বলেছেন- এই কিতাব তাদের জন্যই "যারা বলে শুনলাম এবং মানলাম!"
.
অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম মালেক যা বলবে সেটা যাচাই ছাড়া মানা যাবেনা, কিন্তু আলবানী যেটা বলবে সেটা আপনাকে শুনতে হবে আর মানতে হবে। কোনো কথা চলবে না!!
..
পুনশ্চঃ আলবানী সাহেবের উক্ত (সালাতুর রসুল/রাসুলুল্লাহর নামাজ) বইয়ে ৮০টিরও বেশি যয়িফ হাদীস আছে 😁-----------
ফেবু লিংকঃ https://facebook.com/thealmahmud/posts/1079591272130402
---
প্রশ্নটা পছন্দ হয়নি, তাইনা?
থামেন দলিল দিয়ে জোর করে পছন্দ করাবো... "এমন অনেক বস্তু আছে যা তোমরা অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য ভালো!" [সুরা বাকারাঃ২১৩]
😌 একটু মজা করলাম... এবার সিরিয়াস হওয়া যাক..
.
১। আহলে হাদীস ভাইদের একটা কুখ্যাত পেইজ আছে "তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও..." এরকম নাম। এই পেইজের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি তাদের পোস্টের বিপরীতে কমেন্ট করেন তবে সেটা মুছে ফেলা হবে! যদি আপনি কোরআন-হাদীসের কোনো দলিলসহ কমেন্ট করেন তবে সেটা মুছে আপনাকে ব্যান করা হবে!!
কিছুদিন আগে সেখানে পোস্ট দিয়েছিলো- "যয়ীফ হাদীসকে হাদিস বলাই যাবেনা, আমলের প্রশ্নই আসেনা"
আমি কমেন্ট করলাম "ভাই, ইমাম বুখারী রহ. উনার তারিখে কাবির কিতাবে এক হাজারের বেশি যয়ীফ হাদিস দিয়ে দলিল দিয়েছেন..."
একটু পর দেখি কমেন্ট গায়েব, আমি ব্যান! :)
.
২। আজ ওই পেজে হায়াতুন্নাবী সা. আক্বিদার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে। সেখানে কিছু আয়াত উল্লেখ করেছে 'রাসুল সা. মারা গিয়েছেন' এই বিষয়ে। এরপর উপসংহার টেনেছেন এই বলে যে, অতএব বুঝা গেল রাসুল সা. এখনো মৃত!!
what a logic! আমি দেখেছি ফজরের সময় মসজিদে গেলেন, তারমানে আপনি এখনো মসজিদেই আছেন! কিয়ামত পর্যন্ত মসজিদেই থাকবেন.... যদিওবা অন্যরা দেখেছে আপনাকে বের হতে! তবুও আমি যেহেতু দেখেছি মসজিদে যেতে অতএব আপনি মসজিদেই আছেন!
.
৩। তো এসব আয়াত উল্লেখ করার পর তাঁরা মনোমতো বিশ্লেষণ করেছে, এরপর লিখেছে...
""....সে সম্পর্কে কুরআন হাদীসে আমাদের যতটুকু জানানো হয়েছে আমরা ততটুকু কোনোরকম #প্রশ্ন ছাড়াই ইমান আনবো। কিন্তু কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ বা অতিরিক্ত প্রশ্ন করবোনা। এটাই হলো ইমান বিল গায়েব – অদৃশ্যে বিশ্বাস।""
.
গায়েবের এই সংজ্ঞা উনি কই পাইছেন আল্লাহ মালুম.. কিন্তু এর দ্বারা উনি বুঝালেন এখানে যে কয়টা আয়াত বা হাদিস দিলাম, এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে, কোনো প্রশ্ন চলবে না। আপনি প্রশ্ন করতে পারবেন না, এমন কোনো হাদিস আছে কি না যার দ্বারা বুঝা যায় নবী আ. রা মৃত্যুর পর কবরে পুনরায় জীবিত রয়েছেন। আপনি এসব প্রশ্ন করতে পারবেন না... করলেই উনার সংজ্ঞানুসারে আপনি গায়েবের ওপর ঈমান হারালেন!!!
.
৪। এরপর উনি বললেন, "...তিনি কবরে জীবিত আছে বলে মনে করা কুরআন বিরোধী আকীদা যা বিদাতী সূফীরা তৈরি করেছে!"
.
অথচ এই আক্বিদা বিষয়ে ইমাম বায়হাক্বী রহ. এর একটি স্বতন্ত্র হাদিসের কিতাব আছে! পৃষ্ঠাসংখ্যা ১০৬ যার প্রথম সহীহ হাদীসটি হচ্ছে, "আনাস রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেছেন, নবীরা কবরে জীবিত, তারা নামাজ পড়েন!" (হায়াতুল আম্বিয়া, ইমাম বায়হাকি লিখিত। সনদ সহীহ। এটা সম্ভবত আলবানি সাহেবের সিলসিলাতুস সহিহাতেও আছে)
যাহোক, আমরা দেখতে পাচ্ছি রাসুল সা.ও বিশ্বাস করতেন নবীরা কবরে জীবিত, এবার মুহাম্মাদ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আহলে হাদিস ভাইয়ের কি ফাতওয়া দিবেন?
.
৫। আলবানী সাহেব উনার সালাতুর রসুল বইয়ের ভুমিকায় চার ইমাম রহ. এর চৌদ্দগুষ্ঠি উদ্ধার করেছেন, জানপ্রান দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন, ইমামে আরবা'আ যা বলবে তাহকিক ছাড়া মোটেও মেনে নেয়া যাবে না।
কিন্তু শেষে উনি লিখেছেন- "এই কিতাবে এমন কিছু নাই যা অমান্য করার কোনো ওযর থাকতে পারে!" একটু পর আবার বলেছেন- এই কিতাব তাদের জন্যই "যারা বলে শুনলাম এবং মানলাম!"
.
অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম মালেক যা বলবে সেটা যাচাই ছাড়া মানা যাবেনা, কিন্তু আলবানী যেটা বলবে সেটা আপনাকে শুনতে হবে আর মানতে হবে। কোনো কথা চলবে না!!
..
পুনশ্চঃ আলবানী সাহেবের উক্ত (সালাতুর রসুল/রাসুলুল্লাহর নামাজ) বইয়ে ৮০টিরও বেশি যয়িফ হাদীস আছে 😁-----------
ফেবু লিংকঃ https://facebook.com/thealmahmud/posts/1079591272130402
0 comments:
Post a Comment