September 30, 2016

শুকরিয়া আদায় করলে নিয়ামাত বৃদ্ধি পায়?

সুরা ইবরাহীমের একটা আয়াত অনেক উলামা হযরতদের মুখে শোনা যায়, আয়াতটি হচ্ছে-
.
 وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ  
যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও বাড়িয়ে দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। (১৪: ৭) 
.
আমি তাফসিরে জালালাইন পড়েছি ৪জন উস্তাযের কাছে, তাদের মাঝে কে যেন আয়াতটার চমৎকার ব্যখ্যা করেছিলেন, ঠিক খেয়াল নাই :(
ক্লাসে ছাত্ররা কত রকম প্রশ্নই তো করে তাইনা? এই আয়াত প্রসঙ্গে আমরাও বললাম, হুজুর আয়াতটা যদি একটু ক্লিয়ার করতেন..
হুজুর বললেন- যেমন?
বললাম- অনেক কাফের বা নাস্তিক আছে যারা অনেক ধনী! এবং তাদের সম্পদ আরো বৃদ্ধি পাচ্ছে... তাদের কোনো শাস্তি হতেও দেখা যাচ্ছেনা। :/
তিনি বলছিলেন- এখানে আল্লাহ বলছেন "যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও বাড়িয়ে দেব" তারমানে আখিরাতে আরো বাড়িয়ে দেব, 'la azidannakum' ai 'la azidannakum fil akhirati' এরপর আল্লাহ বলছেন "এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর" এটাও আখিরাতে।
.
অর্থাৎ কেউ যদি দুনিয়ার নিয়ামাতের শুকরিয়া আদায় করে, তাহলে তাকে আখিরাতে আরো অনেক বেশি দেয়া হবে, আর যদি কেউ শুকরিয়া জ্ঞাপন না করে, কুফরি করে তাহলে তার কঠোর শাস্তি হবে, সেটাও আখিরাতে।
আর কৃতজ্ঞতার জন্য যদি দুনিয়ায় কাউকে বাড়িয়ে দেয়, তাহলে সেটা এক্সট্রা বোনাস! আসল প্রতিদান পরকালে অপেক্ষা করছে...
আমরা যদি আয়াতের ব্যখ্যাটা এভাবে করি তাহলে সম্ভবত: উত্তম হবে!

-৩০ সেপ্টেম্বর ২০১৬

ফেবুতে- https://m.facebook.com/story.php?story_fbid=1096552610434268&id=100002386190185
Share:

0 comments:

Post a Comment