আরবি ব্যাকরণ(সরফ)বিদদের সহীহঃ
যে শব্দের মুলধাতুতে আলিফ, ওয়াও, ইয়া এই তিনটা অক্ষর থাকবে না সেটাই সহীহ শব্দ।
ক্বারি সাহেবদের সহীহঃ
যে বাক্যে হরফের উচ্চারণ সমূহ সঠিকভাবে এবং ওয়াক্বফ যথাস্থানে করা হয় সেটাই সহীহ বাক্য।
.
ফক্বীহদের নিকট সহীহঃ
যে বর্ণনাকারীর ব্যাপারে সালাফে সালেহীন কোনোরুপ আপত্তি করেনি, বরং নির্দিধায় গ্রহণ করেছেন তার বর্ণনা সহীহ।
.
সালাফে সালেহীনের নিকট সহীহঃ
যে ব্যক্তি প্রখর স্মরণশক্তি সম্পন্ন এবং দ্বীনদার (যবত ও আদালত) এই দুটি গুণের অধিকারী তার বর্ণনা সহীহ।
.
শিয়া কাফিরদের নিকট সহীহঃ
যেটা শিয়াদের ১২ ইমামের মাঝে কোনো ইমামের সুত্রে বর্ণিত হয়েছে, কিংবা শিয়া রাবি বর্ণনা করেছে সেটা সহীহ!
.
আপনার কোনো সমস্যা? 😠
যে শব্দের মুলধাতুতে আলিফ, ওয়াও, ইয়া এই তিনটা অক্ষর থাকবে না সেটাই সহীহ শব্দ।
ক্বারি সাহেবদের সহীহঃ
যে বাক্যে হরফের উচ্চারণ সমূহ সঠিকভাবে এবং ওয়াক্বফ যথাস্থানে করা হয় সেটাই সহীহ বাক্য।
.
ফক্বীহদের নিকট সহীহঃ
যে বর্ণনাকারীর ব্যাপারে সালাফে সালেহীন কোনোরুপ আপত্তি করেনি, বরং নির্দিধায় গ্রহণ করেছেন তার বর্ণনা সহীহ।
.
সালাফে সালেহীনের নিকট সহীহঃ
যে ব্যক্তি প্রখর স্মরণশক্তি সম্পন্ন এবং দ্বীনদার (যবত ও আদালত) এই দুটি গুণের অধিকারী তার বর্ণনা সহীহ।
.
শিয়া কাফিরদের নিকট সহীহঃ
যেটা শিয়াদের ১২ ইমামের মাঝে কোনো ইমামের সুত্রে বর্ণিত হয়েছে, কিংবা শিয়া রাবি বর্ণনা করেছে সেটা সহীহ!
.
গাইরে মুকাল্লিদদের নিকট সহীহঃ
আমরা যেটা মানবো সেটাই সহিহ!! বাস্তবে বর্ণনাটা জাল-জয়ীফ যাই হোক, যদি আমরা মানি; ব্যাস তাহলে এটাই সহীহ!আপনার কোনো সমস্যা? 😠
0 comments:
Post a Comment