১। একদিন ঢাবির ইংলিশ বিভাগের এক বড় ভাই একটা আরবী মেসেজ ফরওয়ার্ড করে দিলেন, "মাহমুদ, দেখতো কি বলছে এখানে, একটা ছেলে পাঠাইছে"। আমি ট্রান্সলেট করে উনার জন্য উত্তর লিখে দিলাম.. এরপর আবার মেসেজ দিয়েছে ছেলেটা। আমি আবার অনুবাদ করলাম, এবার উত্তরের সাথে বলে দিলাম 'চলেন ইংলিশে কথা বলি' :3 তারপর ছেলেটাকে আর খুজে পাওয়া যায়নি। মনে হয় ভয় পাইছে...
.
২। কদিন যাবত বেশ অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছে আরবিতে, একটারও উত্তর দেইনি। এরপর কেউ বাংলায় কৈফিয়ত তলব করেছে; তবে সেগুলোরও উত্তর দেইনি। কারণ আগেই ওই ব্যাটাত উত্তর পাওয়ার যোগ্যতা হারিয়েছে।
.
৩। ইংলিশে মেসেজ দেয় বহু পাবলিক, এখন কমেছে। আগে বেশি আসতো।। কতগুলার উত্তর একদমই দেইনা, কতকের উত্তর দিলেও খাস বাংলাতে দেই। বাপের ভাষা বলতে লজ্জা লাগে?
.
৪। ভাষা! আল্লাহ প্রদত্ত বিশেষ এক নেয়ামত। এর শুকরিয়া আদায় করা উচিত; যথাযথ পন্থায়।
.
৫। যার সাথে ইতিপূর্বে কখনো যোগাযোগ হয়নি, তাকে শুরুতেই আরবি-ইংলিশ বা ভিন্ন কোনো ভাষায় মেসেজ দেয়া আমার কাছে অভদ্রতা ঠেকে। যে কোনো বিষয়ের শুরুটা অন্তত ভালো হওয়া উচিত, তাইনা?
.
২। কদিন যাবত বেশ অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছে আরবিতে, একটারও উত্তর দেইনি। এরপর কেউ বাংলায় কৈফিয়ত তলব করেছে; তবে সেগুলোরও উত্তর দেইনি। কারণ আগেই ওই ব্যাটাত উত্তর পাওয়ার যোগ্যতা হারিয়েছে।
.
৩। ইংলিশে মেসেজ দেয় বহু পাবলিক, এখন কমেছে। আগে বেশি আসতো।। কতগুলার উত্তর একদমই দেইনা, কতকের উত্তর দিলেও খাস বাংলাতে দেই। বাপের ভাষা বলতে লজ্জা লাগে?
.
৪। ভাষা! আল্লাহ প্রদত্ত বিশেষ এক নেয়ামত। এর শুকরিয়া আদায় করা উচিত; যথাযথ পন্থায়।
.
৫। যার সাথে ইতিপূর্বে কখনো যোগাযোগ হয়নি, তাকে শুরুতেই আরবি-ইংলিশ বা ভিন্ন কোনো ভাষায় মেসেজ দেয়া আমার কাছে অভদ্রতা ঠেকে। যে কোনো বিষয়ের শুরুটা অন্তত ভালো হওয়া উচিত, তাইনা?
0 comments:
Post a Comment