একদিন আহমাদ ইবনে হাম্বল রহ. এবং ইয়াহইয়া ইবনে মাঈন রহ. বাগদাদের এক মসজিদে নামাজ পড়ে বসে আছেন। ইতিমধ্যে একজন ওয়াজ ব্যবসায়ী মসজিদে সবার সামনে দাঁড়িয়ে ওয়াজ শুরু করে দিল!
কিছুক্ষণের মধ্যেই সনদসহ একটি হাদীস বর্ণনা করা শুরু করলো- ""আহমাদ ইবনে হাম্বল এবং ইয়াহইয়া ইবনে মাঈন আমার নিকট হাদীস বর্ণনা করেছেন। তারা বলেছেন, আমাদের নিকট বর্ণনা করেছে আব্দুর রাযযাক, তার নিকট মা'মার, তার নিকট কাতাদা, তিনি আনাস রা. থেকে বর্ণনা করেছেন- রাসুল সা. বলেন! মানুষ যখন লা-ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করে তখন আল্লাহ তার প্রতিটি শব্দ হতে এক-একটি পাখি সৃষ্টি করেন যার ঠোঁট স্বর্ণের আর পালক মুক্তার!....""
এভাবে বলতে বলতে প্রায় ২০ পৃষ্ঠার মত হাদীস বর্ণনা করলো, আর তা শুনে ইমাম আহমাদ এবং ইমাম ইয়াহইয়া অবাক বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। অবশেষে ইয়াহইয়া রহ. বলেই বসলেন 'আপনি এই লোকের কাছে হাদীস বর্ণনা করেছেন?' :/
.
ইমাম আহমাদ বললেন 'আল্লাহর কসম! আমি আজ জীবনে প্রথম এই হাদীস শুনলাম, আগে কোনোদিন এসব কথা শুনিওনি!!' :o
.
যাই হোক, ওয়াজ শেষ হলে ইয়াহইয়া ইবনে মাঈন রহ. তাকে ডাকলেন, লোকটা সিরাম ভাব নিয়ে এগিয়ে এল। ইয়াহইয়া রহ. জিজ্ঞেস করলেন 'আপনার নিকট এই হাদীস কে বর্ণনা করেছে?'
লোকটা বললো- ইমাম আহমাদ ইবনে হাম্বল এবং ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রহ.
.
ইয়াহইয়া ইবনে মাঈন রহ. বললেন- আমি ইয়াহইয়া ইবনে মাঈন আর ইনি ইমাম আহমাদ ইবনে হাম্বল!! আমরা তো আপনার কাছে হাদীস বর্ণনা করিনি।
লোকটা বলে, আগেই শুনছিলাম ইয়াহইয়া ইবনে মাঈন একজন বোকা লোক! আজ তার প্রমাণ পেলাম..
ইয়াহইয়া রহ. বললেন, কিভাবে?
বক্তা বললো- দুনিয়ায় কি তোমরা দুজন ছাড়া আর আহমাদ ইবনে হাম্বল বা ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন নাই নাকি? আমি ১৭ জন আহমাদ ইবনে হাম্বল এবং ইয়াহইয়া ইবনে মাঈন এর নিকট থেকে এই হাদীস শুনেছি!!!!!! o.O :o
------
ফেবুতেঃ https://web.facebook.com/thealmahmud/posts/970098593079671
কিছুক্ষণের মধ্যেই সনদসহ একটি হাদীস বর্ণনা করা শুরু করলো- ""আহমাদ ইবনে হাম্বল এবং ইয়াহইয়া ইবনে মাঈন আমার নিকট হাদীস বর্ণনা করেছেন। তারা বলেছেন, আমাদের নিকট বর্ণনা করেছে আব্দুর রাযযাক, তার নিকট মা'মার, তার নিকট কাতাদা, তিনি আনাস রা. থেকে বর্ণনা করেছেন- রাসুল সা. বলেন! মানুষ যখন লা-ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করে তখন আল্লাহ তার প্রতিটি শব্দ হতে এক-একটি পাখি সৃষ্টি করেন যার ঠোঁট স্বর্ণের আর পালক মুক্তার!....""
এভাবে বলতে বলতে প্রায় ২০ পৃষ্ঠার মত হাদীস বর্ণনা করলো, আর তা শুনে ইমাম আহমাদ এবং ইমাম ইয়াহইয়া অবাক বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। অবশেষে ইয়াহইয়া রহ. বলেই বসলেন 'আপনি এই লোকের কাছে হাদীস বর্ণনা করেছেন?' :/
.
ইমাম আহমাদ বললেন 'আল্লাহর কসম! আমি আজ জীবনে প্রথম এই হাদীস শুনলাম, আগে কোনোদিন এসব কথা শুনিওনি!!' :o
.
যাই হোক, ওয়াজ শেষ হলে ইয়াহইয়া ইবনে মাঈন রহ. তাকে ডাকলেন, লোকটা সিরাম ভাব নিয়ে এগিয়ে এল। ইয়াহইয়া রহ. জিজ্ঞেস করলেন 'আপনার নিকট এই হাদীস কে বর্ণনা করেছে?'
লোকটা বললো- ইমাম আহমাদ ইবনে হাম্বল এবং ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রহ.
.
ইয়াহইয়া ইবনে মাঈন রহ. বললেন- আমি ইয়াহইয়া ইবনে মাঈন আর ইনি ইমাম আহমাদ ইবনে হাম্বল!! আমরা তো আপনার কাছে হাদীস বর্ণনা করিনি।
লোকটা বলে, আগেই শুনছিলাম ইয়াহইয়া ইবনে মাঈন একজন বোকা লোক! আজ তার প্রমাণ পেলাম..
ইয়াহইয়া রহ. বললেন, কিভাবে?
বক্তা বললো- দুনিয়ায় কি তোমরা দুজন ছাড়া আর আহমাদ ইবনে হাম্বল বা ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন নাই নাকি? আমি ১৭ জন আহমাদ ইবনে হাম্বল এবং ইয়াহইয়া ইবনে মাঈন এর নিকট থেকে এই হাদীস শুনেছি!!!!!! o.O :o
------
ফেবুতেঃ https://web.facebook.com/thealmahmud/posts/970098593079671
0 comments:
Post a Comment