- ভাইয়া! জাফর ইকবাল স্যারের ব্যাপারে আপনি কী বলেন?
-- হুমম, বেশ বুদ্ধিমান একটা লোক! :/
-- হুমম, বেশ বুদ্ধিমান একটা লোক! :/
- শেষ? আর কিছু? উনার লেখার ব্যাপারে কিছু বলেন...
-- উনি লেখেন? :o কবে থেকে??!!
-- উনি লেখেন? :o কবে থেকে??!!
- কেন উনার লেখা কত বই আছে না?
-- ওহ! আচ্ছা!! বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করছে?
- সম্ভবত টমাস আলভা এডিসন! কেন?
-- না! আমাদের বিসিকেও তো অনেক লোক প্রতিদিনই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন!! -_-
- কেমনে কী? O.o
-- ওহ! আচ্ছা!! বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করছে?
- সম্ভবত টমাস আলভা এডিসন! কেন?
-- না! আমাদের বিসিকেও তো অনেক লোক প্রতিদিনই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন!! -_-
- কেমনে কী? O.o
-- খোলাসা করে বলি শোন... জাফ্রিকবাল ষাড়ের বইগুলা আছেনা? এসব বিদেশী মুভি দেখে উনি নকল করেন, আর মুল লেখকের প্রতি বা মুভির প্রতি কৃতজ্ঞতা জানানোর নুন্যতম প্রয়োজনবোধও তিনি করেন না।।
- এটা কি বলছেন ভাই? উনি না উচ্চমার্গীয় সৃজনশীল লেখক??
-- হুমম, সৃজনশীল বটে। উনি কি কি সৃজনশীলতা দেখায় জানেন?
- কী?
-- হুমম, সৃজনশীল বটে। উনি কি কি সৃজনশীলতা দেখায় জানেন?
- কী?
-- প্রথমত মুভির চরিত্রের নামগুলা পালটে দেন। এরপর কোনো একজন দাড়িটুপিওয়ালাকে গল্পে প্রবেশ করান। তার চরিত্র হয় এমন যে, উনি স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থি, খারাপ চরিত্রের, অন্য ধর্মের লোকদের দেখতে পারেনা। ইত্যাদি।।।
এভাবে সৃজনশীল পদ্ধতিতে উনি ইসলাম বিদ্বেষ, দাড়িটুপিওয়ালাদের প্রতি খারাপ ধারণা, তাদেরকে দেশের শত্রু মনে করা, সুন্নতি লিবাসের প্রতি খারাপ মনোভাব ইত্যাদি মানুষের মনে প্রবেশ করিয়ে দেন।
এভাবে সৃজনশীল পদ্ধতিতে উনি ইসলাম বিদ্বেষ, দাড়িটুপিওয়ালাদের প্রতি খারাপ ধারণা, তাদেরকে দেশের শত্রু মনে করা, সুন্নতি লিবাসের প্রতি খারাপ মনোভাব ইত্যাদি মানুষের মনে প্রবেশ করিয়ে দেন।
- wow! amazing!!! what a creativity? আচ্ছা ভাইয়া উনি কোনো গল্প কোন মুভি থেকে কপি করেছেন বলবেন? একটা উদাহরণ দিলে ভালো হতো।।
-- আসলে সায়েন্স ফিকশন মুভি তো তেমন দেখা হয়না... তার ওপর আবার আমি ষাড়ের বই আর পড়িও না। আসলে কয়েকটা পড়ে আর রুচি হয়নি।। তাই ছোটখাটো "লিস্ট দিচ্ছি" ষাড়ের বই আর যে হলিউড মুভি থেকে কপি উনি মারছেন সেটার। ওকে??
-- আসলে সায়েন্স ফিকশন মুভি তো তেমন দেখা হয়না... তার ওপর আবার আমি ষাড়ের বই আর পড়িও না। আসলে কয়েকটা পড়ে আর রুচি হয়নি।। তাই ছোটখাটো "লিস্ট দিচ্ছি" ষাড়ের বই আর যে হলিউড মুভি থেকে কপি উনি মারছেন সেটার। ওকে??
- লিস্ট!!! আচ্ছা! কোথায় লিস্ট??
-- ১ম কমেন্টে দেখো!!!
-- ১ম কমেন্টে দেখো!!!
---কমেন্টবক্স থেকে---
মুভি : অ্যালিয়েন (১৯৭৯) > বই : ট্রাইটন একটি গ্রহের নাম (১৯৮৮)
মুভি : ম্যাটিল্ডা (১৯৯৬) > বই : নিতু আর তার বন্ধুরা (১৯৯৯)
মুভি : বেবি'জ ডে আউট মুভি(১৯৯৪) > বই : মেকু কাহিনী (২০০০)
মুভি : এ চাইল্ড কলড ইট (১৯৯৫) > বই : আমি তপু (২০০৫)
মুভি : পিচ ব্ল্যাক মুভি (২০০০) > বই : অবনীল (২০০৪)
মুভি : ম্যাটিল্ডা (১৯৯৬) > বই : নিতু আর তার বন্ধুরা (১৯৯৯)
মুভি : বেবি'জ ডে আউট মুভি(১৯৯৪) > বই : মেকু কাহিনী (২০০০)
মুভি : এ চাইল্ড কলড ইট (১৯৯৫) > বই : আমি তপু (২০০৫)
মুভি : পিচ ব্ল্যাক মুভি (২০০০) > বই : অবনীল (২০০৪)
.
0 comments:
Post a Comment