May 6, 2016

দরকারি ১০ আয়াত...

সময় খুব দ্রুত গড়াচ্ছে; আমাদের ধারণার চেয়েও দ্রুত। মহাযুদ্ধ বা মালহামার ট্রায়াল ভার্শন যে সিরিয়াতে চলছে এতে দ্বিমত কার? ঠিক যেমন কাশ্মীরে চলছে গাযওয়াতুল হিন্দের ট্রেইলার।
তামিম দারী রাযিল্লাহু আনহুর বিখ্যাত হাদীসটি তো আমরা জানি! দাজ্জাল পৃথিবীতে অনেক আগে থেকেই আছে, তবে শুধু আত্মপ্রকাশের অপেক্ষায়...
মনে রাখতে হবে দাজ্জালী ফেতনায় আমরা অতিষ্ঠ হতে হতে একদম চুড়ান্ত অবস্থায় গিয়ে মাসীহ ঈসা আ. অবতরণ করবেন। তার আগ পর্যন্ত তো আমাদের হজম করা লাগবে তাইনা?? :(
.
দাজ্জালের মহা ফিতনা থেকে বাঁচতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সহজ একটা টিপস দিয়ে গেছেন! তা হচ্ছে-
"শুক্রবারে সুরা কাহাফ তিলাওয়াত করা"
.
সম্পূর্ণটা তিলাওয়াতের সুযোগ হচ্ছে না? আল্লাহ আমাদের ওপর আরো সহজ করে দিয়েছেন "মাত্র ১০ আয়াত তিলাওয়াত করা" (কোনো রিওয়ায়েত অনুযায়ী প্রথমের, কারো মতে শেষের, হিফজ খানায় থাকতে শুক্রবারে হুজুর কাহাফ পড়তে বললে ফাঁকিবাজরা শুরুর ১০ আয়াত আর শেষ ১০ আয়াত পড়তাম) :p আমরা ইনশাআল্লাহ মুসলিম শরিফের হাদীস অনুযায়ী প্রথম ১০ আয়াত পড়বো।
.
প্রাসঙ্গিক হাদীসটি খেয়াল করুন- আবু দারদা (রা) হতে বর্ণিত, নাবী (সা) বলেছেন, যে ব্যক্তি সূরা আল-কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করবে তাকে দাজ্জালে ফিত্বনাহ হতে নিরাপদ রাখা হবে। [মুসলিম, সুনান নাসায়ীতে সাধারণভাবে দশটি আয়াতের বর্ণনা রয়েছে শুরু বা শেষের উল্লেখ নেই]
আর সম্ভবত মুসনাদে আহমাদ-এ আছে ১০ আয়াত মুখস্ত করার কথা... অর্থাৎ যে সুরা কাহাফের ১০ আয়াত মুখস্ত করবে সে দাজ্জালের ফিতনা থেকে বেচে থাকবে।।
.
এখন সবার হাতে হাতে ফোন, চাইলেই রেকর্ড শুনে শুনে ১০টা আয়াত মুখস্ত করে ফেলা যায়।
সবার তিলাওয়াতের সুবিধার্থে কমেন্টে প্রথম ১০ আয়াত  দিয়ে দিচ্ছি...আর এবিষয়ে অনেক হাদীস সম্বলিত এক ভাইয়ের লেখার লিংকও দিচ্ছি... (আর সুরা কাহাফ তিলাওয়াতের ডাউনলোড লিংক লাগলে কমেন্ট করুন)
.
.
তাহলে পরিশেষে প্রতি শুক্রবারে আমরা কাহাফের অন্তত ১০টা আয়াত তিলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ??
---------
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
.
(১)
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺍﻟَّﺬِﻱ ﺃَﻧﺰَﻝَ ﻋَﻠَﻰ ﻋَﺒْﺪِﻩِ ﺍﻟْﻜِﺘَﺎﺏَ ﻭَﻟَﻢْ ﻳَﺠْﻌَﻞ ﻟَّﻪُ ﻋِﻮَﺟَﺎ
(২)
ﻗَﻴِّﻤًﺎ ﻟِّﻴُﻨﺬِﺭَ ﺑَﺄْﺳًﺎ ﺷَﺪِﻳﺪًﺍ ﻣِﻦ ﻟَّﺪُﻧْﻪُ ﻭَﻳُﺒَﺸِّﺮَ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﻌْﻤَﻠُﻮﻥَ ﺍﻟﺼَّﺎﻟِﺤَﺎﺕِ ﺃَﻥَّ ﻟَﻬُﻢْ ﺃَﺟْﺮًﺍ ﺣَﺴَﻨًﺎ
(৩)
ﻣَﺎﻛِﺜِﻴﻦَ ﻓِﻴﻪِ ﺃَﺑَﺪًا
(৪)
ﻭَﻳُﻨﺬِﺭَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻗَﺎﻟُﻮﺍ ﺍﺗَّﺨَﺬَ ﺍﻟﻠَّﻪُ ﻭَﻟَﺪًﺍ
(৫)
ﻣَّﺎ ﻟَﻬُﻢ ﺑِﻪِ ﻣِﻦْ ﻋِﻠْﻢٍ ﻭَﻟَﺎ ﻟِﺂﺑَﺎﺋِﻬِﻢْ ﻛَﺒُﺮَﺕْ ﻛَﻠِﻤَﺔً ﺗَﺨْﺮُﺝُ ﻣِﻦْ ﺃَﻓْﻮَﺍﻫِﻬِﻢْ ﺇِﻥ ﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﺇِﻟَّﺎ ﻛَﺬِﺑًﺎ
(৬)
ﻓَﻠَﻌَﻠَّﻚَ ﺑَﺎﺧِﻊٌ ﻧَّﻔْﺴَﻚَ ﻋَﻠَﻰ ﺁﺛَﺎﺭِﻫِﻢْ ﺇِﻥ ﻟَّﻢْ ﻳُﺆْﻣِﻨُﻮﺍ ﺑِﻬَﺬَﺍ ﺍﻟْﺤَﺪِﻳﺚِ ﺃَﺳَﻔًﺎ
(৭)
ﺇِﻧَّﺎ ﺟَﻌَﻠْﻨَﺎ ﻣَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﺄَﺭْﺽِ ﺯِﻳﻨَﺔً ﻟَّﻬَﺎ ﻟِﻨَﺒْﻠُﻮَﻫُﻢْ ﺃَﻳُّﻬُﻢْ ﺃَﺣْﺴَﻦُ ﻋَﻤَﻠًﺎ
(৮)
ﻭَﺇِﻧَّﺎ ﻟَﺠَﺎﻋِﻠُﻮﻥَ ﻣَﺎ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺻَﻌِﻴﺪًﺍ ﺟُﺮُﺯًﺍ
(৯)
ﺃَﻡْ ﺣَﺴِﺒْﺖَ ﺃَﻥَّ ﺃَﺻْﺤَﺎﺏَ ﺍﻟْﻜَﻬْﻒِ ﻭَﺍﻟﺮَّﻗِﻴﻢِ ﻛَﺎﻧُﻮﺍ ﻣِﻦْ ﺁﻳَﺎﺗِﻨَﺎ ﻋَﺠَﺒًﺎ
(১০)
ﺇِﺫْ ﺃَﻭَﻯ ﺍﻟْﻔِﺘْﻴَﺔُ ﺇِﻟَﻰ ﺍﻟْﻜَﻬْﻒِ ﻓَﻘَﺎﻟُﻮﺍ ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻣِﻦ ﻟَّﺪُﻧﻚَ ﺭَﺣْﻤَﺔً ﻭَﻫَﻴِّﺊْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﻣْﺮِﻧَﺎ ﺭَﺷَﺪًﺍ
.
.
.
পুর্ণ সুরাঃ http://www.searchtruth.com/chapter_display.php?chapter=18&translator=7
লক্ষণীয়ঃ এটা শুক্রবারে দিনে পড়তে হয়, রাতে না
---------
Share:

0 comments:

Post a Comment