April 16, 2023

আসল রুকইয়াহ গ্রুপ কিভাবে চিনবেন?

 একটা বিষয় জানা দরকার, রুকইয়াহ সাপোর্ট গ্রুপ - Ruqyah Support BD এর কাছাকাছি নামের কিংবা হুবহু নাম, ব্যানার চুরি করে অনেক ফেইক গ্রুপ তৈরি হয়েছে। আপনি আসল গ্রুপ কিভাবে চিনবেন?

আসলে একটু চোখ-কান খোলা রাখলেই আর ভুল হওয়ার কথা না। তবুও নিচের বিষয়গুলো খেয়াল করতে পারেন -

১। গ্রুপের মেম্বার সংখ্যা। পেজের লাইক সংখ্যা।

২। গ্রুপের এডমিন কারা। গ্রুপের সাথে কোন পেজ লিংক করা আছে। ওয়েবসাইটে কি এই এডমিনদের নাম দেয়া আছে?

৩। পিন পোস্টে কি আছে। কোন আইডি বা পেজ থেকে এডমিনস্ট্রেটিভ পোস্ট করা হচ্ছে।

৪। গ্রুপে কারা পরামর্শ দিচ্ছে। গ্রুপে কি কোনো দোকান-পাট বা কবিরাজির প্রমোশন চলছে? রুকইয়াহ গ্রুপের আইকনিক রুলসগুলো কতটা স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে? 

৫। আমার প্রোফাইলে কোন গ্রুপের লিংক দেয়া? কোন পেজের লিংক দেয়া? ওই পেজে ঢুকলে কোন গ্রুপের লিংক দেখা যাচ্ছে? 

৬। আমাদের ruqyahbd.org সাইটে, রুকইয়া বইয়ে, ইউটিউব চ্যানেলে, অ্যাপের মধ্যে কোন গ্রুপের লিংক দেয়া আছে।  ruqyahbd.org/fb ঠিকানায় গেলে কি দেখায়? (এড্রেসটা রুকইয়াহবিডি.অর্গ ভালোমতো খেয়াল করেন, ডট.কম না।)

৭। ইত্যাদি ইত্যাদি।

----- ----- ----- 

ভুয়া গ্রুপগুলায় কি হয় জানেন? কিছু উদাহরণ নেন- 

এক.. কেউ কেউ বলে xyzটাকা আর নাম নিয়ে গ্রুপের এডমিন হাজিরা(!) দেখে দিয়েছে। অর্থাৎ কবিরাজের ফাঁদে পড়েছে।

দুই.. কেউ কেউ বলে তাকে সারাদিন আন-নুর পড়তে বলা হইসে। wth, রুকইয়াহ গ্রুপে কেন রুকইয়াহ না দিয়ে পিরদের মত অযিফা দিবে? কমন সেন্স কি বলে?

তিন.. একদিন একজন বলে, তিনি গ্রুপে মেসেজ দিয়েছে(!) তখন তাকে বলা হয়েছে মাজারে ছাগল দিতে। টাকা ছিল না দেখে দিতে পারেনাই!! আল্লাহ বাচাইসে। 

----- ----- 

আপনার জন্য করণীয় হচ্ছে-

১. নিজে সতর্ক থাকুন। অন্যদের সাবধান করুন।

২. ফেইক গ্রুপে থাকলে থেকে বের হয়ে আসুন। আনলাইক/আনফলো করুন।

৩. ভুয়া পেজ/গ্রুপগুলো রিপোর্ট করুন।

৪. রুকইয়াহ বিষয়ে পড়াশোনা করুন। ওয়েবসাইট, বই, দরস ইত্যাদি সুত্র থেকে এবিষয়ে প্রয়োজনীয় ইলম অর্জন করুন। অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করুন।

৫. আল্লাহর কাছে নিজের জন্য এবং অন্য ভাইদের জন্য দোয়া করুন। যাতে সবাই ফিতনা থেকে নিরাপদ থাকে। প্রতারিত না হয়।

৬. এবং সবশেষে আবারও সতর্ক থাকুন। চোখ-কান খোলা রাখুন।

image
Share:

0 comments:

Post a Comment