April 16, 2023

দোয়া কবুলের দোয়া

 বিভিন্ন হাদিস থেকে আমরা কয়েকটি দোয়ার সংকলন করেছি, এগুলো পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়।

স্বাভাবিকভাবে দোয়ার আদব হল, আল্লাহর প্রশংসাসূচক বাক্য (হামদ-সানা) পড়া, দরুদ পড়া, এরপর দোয়া করা। শেষে দরুদ ও হামদ দিয়ে শেষ করা। (এক হাদিসে 'সুবহানা রব্বিকা...' পড়ে শেষ করার কথা আছে, এর মধ্যেও এগুলোই আছে)।
যাহোক, নিচের দোয়াগুলো আপনারা দোয়ার শুরুতে বা শেষে পড়ে সাথে অন্যান্য আদব মেনে দোয়া করুন। ইনশাআল্লাহ দোয়া কবুলের সম্ভাবনা বাড়বে। সম্ভবত এগুলো দোয়ার শুরুতে পড়লেই বেশি ভালো।
প্রত্যেকটা দোয়া আলাদা আলাদা হাদিসের। তাই আপনি চাইলে একটা বা একাধিক দোয়াও পড়তে পারেন। চাইলে কয়েকবার করে পড়তে পারেন।
আর দোয়া কবুলের কিছু স্থান ও সময়ের ব্যাপারে একটা লেখা ছিল, সেটার লিংক নিচে দিচ্ছি।
-------
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَك َ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ
‏اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ ‏ ‏كُفُوًا ‏ ‏أَحَدٌ
etar short version -
اللَّهُمَّ إنِّي أَسْأَلُك بِأَنَّك أَنْتَ اللَّهُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ،
لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
নামাজ শেষে - সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার (প্রতিটা ১০বার করে) - পড়ার পর দোয়া করা।
ঘুম থেকে উঠে এই দোয়া পড়া এরপর দোয়া করা -
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ
.
দোয়াগুলো ভালো ফন্টে পড়তে চাইলে কমেন্টের লিংকে (https://ruqyahbd.org/blog/4531/when-dua-is-accepted-bangla) গিয়ে লেখার শেষদিকে দেখুন। আর দোয়া কবুলের কিছু স্থান ও সময়ের ব্যাপারেও এখানে আছে।
---
তথ্যসূত্র: ইবনে মাজাহ ৩৮৫৮, ইবনে মাজাহ ৩৮৫৭, তিরমিযি ৩৫০৫, নাসাঈ ১২৯৯,
Share:

0 comments:

Post a Comment