April 2, 2023

আরবি ফন্ট ব্যবহারের জন্য সহজ ওয়ার্ড‌প্রেস প্লাগিন

 ১. Arabic Font Lite (wordpress plugin)

অনেক সময় আর্টিকেলে মাঝে এক-দুই লাইন আরবি লেখা লাগে, দোয়া বা কোরআনের আয়াত উল্লেখ করা লাগে, তখন ওইটা আরবি ফন্টে দিলে পাঠকদের জন্য সুবিধা হয়। এই কাজটার জন্য চ্যাটজিপিটির হেল্প নিয়ে একটা প্লাগিন বানিয়েছিলাম। ওয়েবসাইটে এটা ইউজও করছি আলহামদুলিল্লাহ।

চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। গিটহাবে বিস্তারিত গাইড আছে।

[arabic]আরবি লেখা[/arabic] এরকমভাবে দিলেই লেখাটা আরবি ফন্টে দেখাবে। 

[arabic]هذا هو نص عربي[/arabic] এরকমভাবে লেখতে হবে।

আর চাইলে সামান্য মডিফাই করে ইচ্ছামত ফন্ট ইউজ করতে পারবেন, ফন্টের সাইজ এবং লাইন গ্যাপ কমবেশ করতে পারবেন। অন্য ভাষার ফন্টও ইউজ করা যাবে। 

লিংক: https://github.com/almahmudbd/arabic-font-plugin

২. Arabic Font 2 Plus (wordpress plugin)

এই প্লাগিনের এক্সটেন্ডেড ভার্শন, শর্টকোড থেকেই ফন্ট, ফন্টের সাইজ ইত্যাদি চেঞ্জ করা যাবে। Hassan Mahmud Kabir নামের এক ভাই এটায় কন্ট্রিবিউট করেছেন। এটা ওয়ার্ডপ্রেসের প্লাগিন ডিরেক্টরিতেও আসবে ইনশাআল্লাহ।

বিস্তারিত লিংক: https://github.com/almahmudbd/arabic-font2-plus

প্রথম প্রকাশ ঃ ৭ মার্চ ২০২৩

Share:

0 comments:

Post a Comment