March 5, 2015

ইসলামী গ্রন্থের বিরাট এক সম্ভারঃ আল জাওয়ামিউল কালীম

আজ আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এক বিশাল ইসলামী গ্রন্থাগারের সাথে, মাকতাবায়ে শামেলা এখন বেশ জনপ্রিয় একটি বুক রিডার সফটওয়ার কিন্তু আজ যেটির কথা বলছি সেটা মোর দ্যান মাকতাবায়ে শামেলা! যদিও এটা মাকতাবায়ে শামেলার চেয়ে অনেক পুরাতন তবুও এদেশে এটি তেমন পরিচিতি পায়নি।



কুরআন, হাদীস, তাফসীরে কোরআন, তাশরীহে হাদীস, উলুমে হাদীস, উলুমে কোরআন, আক্বাইদ, ফিক্বাহ (৪ ফিক্বহি মাযহাবের আলাদা আলাদা এবং সম্মিলিত সংকলন), ইতিহাস, সিরাত, রাজনীতি সহ আরো বিভিন্ন শাস্ত্রের অসংখ্য কিতাবের বিরাট এক সম্ভার এই জাওয়ামিউল কালীম। মাকতাবায়ে শামেলা আর জাওয়ামিউল কালীমের একটা বিশেষ পার্থক্য হচ্ছে মাকতাবায়ে শামেলাতে 'ফিতনায়ে সালাফিয়্যা'র প্রভাব বিস্তর পক্ষান্তরে জাওয়ামিউল কালীম এধরনের অভিযোগ-আপত্তি থেকে নিরাপদ। আর এর ব্যাবহারও শামেলার চেয়ে বেশ সহজবোধ্য। এতে রয়েছে মুল বইয়ের পৃষ্ঠা নাম্বার সংকেত অর্থাত্‍ যেখান থেকে মুল কিতাবের পৃষ্ঠা শেষ হয়েছে সেখানে বন্ধনিতে পৃষ্ঠা নাম্বার সংযুক্ত করা হয়েছে। আরো বড় কথা হচ্ছে এর রয়েছে অনলাইন এবং অফলাইন উভয় ভার্শন।
সব মিলিয়ে জাওয়ামিউল কালীম অসাধারন একটি ভার্চুয়াল ইসলামিক লাইব্রেরী যা আপনার ভালো লাগবেই।

বিবরনঃ



নামঃ জাওয়ামিউল কালিম
প্রকাশকঃ islamweb.net
ভার্শনঃ অনলাইন ওয়েবপেজ এবং অফলাইন পিসি সফটওয়্যার

ওয়েবপেজ লিংকঃ http://bit.do/gkonline

ডাউনলোড লিংকঃ http://gk.islamweb.net:8080

আজ এপর্যন্তই, আল্লাহ হাফেজ
Share:

0 comments:

Post a Comment