July 23, 2014

পরস্পর ফিসফিসানির ব্যাপারে ইসলামের বিধান

মহান আল্লাহর নামে শুরু করছি..

إِنَّمَا النَّجْوَىٰ مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا وَلَيْسَ بِضَارِّهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ [٥٨:١٠]

""এই কানাঘুষা তো শয়তানের কাজ; মুমিনদেরকে দুঃখ দেয়ার দেয়ার জন্যে। তবে আল্লাহর অনুমতি ব্যতীত সে তাদের কোন ক্ষতি করতে পারবে না। আর মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা।""
(সুরা মুজাদালাহ, আয়াত ১০)

এছাড়া বুখারি, মুসলিম এবং আবু দাউদ শরিফে এব্যাপারে হাদিস বর্নিত হয়েছে।

যেমন, বুখারি এবং মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
""যেখানে তোমরা তিন জন একত্রিত সেখানে দুই জন তৃতীয় জনকে ছেড়ে পরস্পরে কানাকানি ও গোপন কথাবার্তা বলবে না, যে পর্যন্ত আরও লোক না এসে যায় ।""

আবু দাউদ শরিফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ""তিন ব্যক্তির মধ্য থেকে একজনকে বাদ দিয়ে দুজনে যেন কানাঘুষা না করে, কেননা ইহা তৃতীয় ব্যক্তির মাঝে দুশ্চিন্তার সৃষ্টি করবে।""

ব্যাক্তিগত কিছু বাজে অভিজ্ঞতার দরুণ আমি এই জিনিসটা একদমই সহ্য করতে পারিনা। এমনও হয়েছে কখনো, দুজনের ফিসফিসানির আওয়াজ শুনে আমি চিল্লায়া উঠছিঃ what's up? ফাইজলামি পাইছিস নাকি?

আল্লাহ আমাদের সকলকে এই কবিরাহ গুনাহটি থেকে হেফাজত করুন ।
আ-মি-ন

 ---------
ফেবু লিংকঃ https://facebook.com/thealmahmud/posts/656911094398424
Share:

0 comments:

Post a Comment