December 12, 2021

বিষ খেলে মানুষ মরে?

 "আসলে বিষ খেলে মানুষ মরে না" কই অমুক দেশের তমুক প্রেসিডেন্টকে তো কেউ বিষ খাওয়াইয়া মারতে পারলো না।

"গুলি করে মানুষ মারা অসম্ভব" এভাবে মানুষ মারা গেলে দেশে কেউ বাচতো না।

মানুষ জাদু-টোনা আক্রান্ত হয়, এটা কেউ বললে কিছু গণ্ডমূর্খ দের থেকে এই একই টাইপের লেইম লজিক দেখা যায়। এখন কেউ যদি ফুটপাতে বসে সারাদিন জপতে থাকে- "রকেট বলে বাস্তবে কিছু নাই, থাকলে সবাই আজ চান্দের দেশে থাকতো।" তাহলে কথাটা কেমন লাগবে শুনতে? এই সব যুক্তি শুনলেও একই ধরণের অনুভূতি হয়।

জাদুর জন্য কত মানুষের সংসার ভেঙে যাচ্ছে। কত পরিবারের সব কাজকারবার বন্ধ হয়ে গেছে। কত মেয়ের সারাজীবনেও বিয়ে হচ্ছে না। আর এরা আসছে যুক্তি শোনাইতে।

দ্বিতীয়তঃ "এক গবেষণায় দেখা গেছে, নো-ম্যাজিওসিস নামক এক ধরনের মানসিক রোগে আক্রান্ত হইলে জাদুটোনা সবকিছু অস্বীকার করে। এইধরনের রোগীদের বৈশিষ্ট্য হল, তারা সাধারণত কোনো ধর্মই তেমন গুরুত্বের সাথে মানে না। এছাড়া এই ধরনের মানসিক রোগীদের অনেকে ঈশ্বরে অবিশ্বাসী হয়।" — কথাগুলা শুনতে কেমন লাগলো? এরকম আজগুবি গবেষণা আর মনগড়া আলামত সেট করে করে অসংখ্য জিন-জাদুর রোগীদের মানসিক রোগী ট্যাগ দিয়ে আজীবন অসুস্থ বানিয়ে ফেলে রাখা হয়।

একদিন এই অন্ধকারের অবসান হবে ইনশাআল্লাহ

Detcembe1gpr 3n015f2r, 2e003d21 

Share:

0 comments:

Post a Comment