December 28, 2021

Dark Mode

 ডার্কমোড নিয়ে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হইছি,

 কয়েকদিন আগে একটা পাবলিক গ্রুপে একজন পোস্ট করেছে 'আমি সব সফটওয়্যারে ডার্ক থিম ব্যবহার করছি গত ৬-৭মাস, এখন চোখের সমস্যা হচ্ছে। ১০হাত দুরেই ঝাপসা দেখি।'

অদ্ভুত ব্যাপার হল, ওই কমেন্টে এই সমস্যার কথা অনেকেই বলল। মেবি কম করে হলেও ৮-১০জন তো হবে। তাদেরও একই সমস্যা। ডার্কমোড ইউজ করেছে সব যায়গায়, এখন চোখের সমস্যা হচ্ছে।

তারপর থেকে একটু চিন্তায় আছি। পারতপক্ষে অন্ধকার রুম না হলে বা ব্যাটারির চার্জ বাচানো না লাগলে ডার্কমুড ইউজ করিনা।

..

* তবে কোড লেখার ক্ষেত্রে ডার্ক থিমেই ফোকাস করতে সুবিধা। এক্ষেত্রে বিকল্প নাই।

* রাতে চোখের ওপর চাপ না পড়ে এজন্য f.lux ব্যবহার করি। আর ফোনে নাইটলাইট অপশন। একটা হলুদাভ/ক্রিম কালারের ওভারলে থাকে স্ক্রিনে, এটা ব্লু লাইটের তোড় কাটায় দেয়। দরকার অনুযায়ী এই রঙ কমবেশ করা যায়।

Share:

0 comments:

Post a Comment