July 12, 2019

দ্যা নিউ উসুলুদ দ্বীনি ভাইবেরাদর ফি ফেসবুকিল বাঙগালাদেশ (১)

#উপহাস

ফেসবুকের দ্বীনি বুদ্ধিজীবী ভাই-ব্রাদাররা কিছু উসুল আবিস্কার করেছে, যেগুলার পক্ষে দলিল চাওয়া নিষেধ -
** কেউ যদি ফেসবুকে বিয়ে প্রসঙ্গে কথা বলে; এর অর্থ হলো -
১. সে উম্মাহর আর কোন সমস্যা নিয়ে চিন্তিত না
২. সো কল্ড সোসাইটির বাস্তবতা সম্পর্কে তার কোনই ধারনা নাই
৩. সে দ্বীনের কোন খেদমতই করেনি/করে না। শুধু বিয়ে নিয়েই লাফায়।
- তবে আপনি যদি এসব ট্যাগ দেয়া বুদ্ধিজীবী ভাইদের দিকে সেইম কোশ্চেন ছুড়ে দেন, তবে আপনি ঐক্য নষ্টকারী। অকে?

** দ্বীন-ঈমানের হিফাজতের জন্য কেউ ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করতে চায়; তখন যেসব প্রতিক্রিয়া দেখানো আবশ্যক— 

১. আরে ফ্যামিলিকে না জানায় বিয়ে করতেসে! পরে মানসিকতা মিলবে তো? 
২. যদি ডিভোর্স হয়ে যায়! 
৩. যদি দুই ফ্যামিলি না মেনে নেয়! 
৪. যেরকম ভাবসিল সেরকম যদি না হয়! 

- তবে আপনি যদি জিজ্ঞেস করেন "বর্তমান সময়ে কথিত এরেঞ্জ ম্যারেজগুলোতে এসব বিষয়ে ভালো ভবিষ্যতের নিশ্চয়তা কতটুকু?" 
তাহলে আপনি ঝগড়াইট্টা বা ঝামেলা করতে আসছেন - বলিয়া বিবেচিত হইবেন।
---- 

আল্লাহ চাইলে আরও চলবে...
Share:

0 comments:

Post a Comment