July 20, 2019

দ্বীনি ভাই নাকি জাহিলি ভাই!

আমাদের কিছু ভাই শুধু গায়ে লিবাস জড়িয়েছেন, জাহিলিয়্যাতের স্বভাব মানসিকতা চিন্তাধারা কিছুই ছাড়তে পারেননি। আমরা সামান্য মনমালিন্য বা সমস্যা হলেই অপর ভাইয়ের নামে সত্য-মিথ্যা মামলা দিতে চাই, পুলিশে ধরিয়ে দিতে চাই, ইত্যাদি।

এই ভাইয়েরা যদি একদম জাহেলদের মত হত, তাহলে সমস্যা ছিল না। আমরা উনাদের ১০০% বর্জন করতাম অথবা পাত্তাই দিতাম না। কিন্তু উনারা সুরতে মুমিন, সিরাতে শয়তান। আফসোস!!
.
যাহোক, আমরা কোরআনুল কারিমের এই আয়াতগুলো দেখি। আল্লাহ তা'আলা কী বলছেন-

(60) اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ یَزۡعُمُوۡنَ اَنَّهُمۡ اٰمَنُوۡا بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡكَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِكَ یُرِیۡدُوۡنَ اَنۡ یَّتَحَاكَمُوۡۤا اِلَی الطَّاغُوۡتِ وَقَدۡ اُمِرُوۡۤا اَنۡ یَّكۡفُرُوۡا بِهٖ ؕ وَیُرِیۡدُ الشَّیۡطٰنُ اَنۡ یُّضِلَّهُمۡ ضَلٰلًۢا بَعِیۡدًا 
(61) وَاِذَا قِیۡلَ لَهُمۡ تَعَالَوۡا اِلٰی مَاۤ اَنۡزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوۡلِ رَاَیۡتَ الۡمُنٰفِقِیۡنَ یَصُدُّوۡنَ عَنۡكَ صُدُوۡدًا ۚ 
(62) فَكَیۡفَ اِذَاۤ اَصَابَتۡهُمۡ مُّصِیۡبَةٌۢ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡهِمۡ ثُمَّ جَآءُوۡكَ یَحۡلِفُوۡنَ ۖ بِاللّٰهِ اِنۡ اَرَدۡنَاۤ اِلَّاۤ اِحۡسَانًا وَّتَوۡفِیۡقًا


(60) তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে, তোমার কাছে অবতীর্ণ কিতাব ও তোমার পূর্বে অবতীর্ণ কিতাবের প্রতি তারা ঈমান এনেছে? তারা একে অপরের বিরুদ্ধে বিচার চাওয়ার জন্য তাগূতের কাছে যেতে চায়, অথচ তাকে অমান্য করতেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। শয়তান তাদেরকে বিপথে অনেকদূর নিয়ে যেতে চায়।
(61) আর যদি তাদেরকে বলা হয়, “আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে এবং রসূলের দিকে এসো” তাহলে দেখবে, মোনাফেকরা তোমার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিচ্ছে।
(62) কিন্তু তাদের কৃতকর্মের ফলে যখন তাদের কোন বিপদ আসবে তখন কেমন হবে? তখন তারা তোমার কাছে এসে আল্লাহর নামে শপথ করে বলবে, “আমরা তো কল্যাণ আর সম্প্রীতি ছাড়া আর কিছু চাইনি।”
- সূরা নিসা, আয়াত ৬০-৬২

আল্লাহ আমাদেরকে লিবাসি - নন লিবাসি সবধরনের শয়তানদের থেকে হিফাজত করুক।
Share:

0 comments:

Post a Comment