বই: The Jinn and Human Sickness : Remedies in the Light of the Qurʼaan and Sunnah. / জিন ও জিনকেন্দ্রিক অসুস্থতা।
লেখক: আবুল মুনযির খলিল বিন ইবরাহিম আমিন
সম্পাদনা: শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালাম
---
[ক]
খিলাফাহ পতনের পরবর্তি সময়ে, আমাদের এই শতাব্দিতে লেখা রুকইয়া বিষয়ক বইগুলোর মাঝে পৃথিবীতে সবেচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে যে কয়টি বই। তার মাঝে এইটা একটা। এর মূল আরবি, কিন্তু মূল সংস্করণটা আমি অনেক খুজেও পাইনি। উস্তায মুহাম্মাদ তিম হাম্বলকে জিজ্ঞেস করেছিলাম, উনিও বলতে পারেননি।
যাহোক, বইটি ব্যাপক প্রসার লাভ করেছে ইংলিশ অনুবাদ থেকে, যা অনুবাদ করেছেন নাসিরুদ্দিন আল-খাত্তাব, আর প্রকাশ হয়েছে দারুস সালাম (ইন্টারন্যাশনাল) থেকে ।
.
বাংলা ভাষায় দুইটি অনুবাদ এপর্যন্ত চোখে পড়েছে, একটাতেও পুরাপুরি ভরসা করতে পারিনি। প্রথমটা তাওহিদ পাবলিকেশন্স থেকে বের হয়েছে, ২০১৫এর দিকে। এরা তো আগে থেকে উল্টাপাল্টা করায় প্রসিদ্ধ, এই নিরিহ বইয়ের অনুবাদেও বেশ কয়েক যায়গায় প্যাঁচ লাগাইসে দেখেছি। এটা সম্ভবত অনিচ্ছাকৃত। অনুবাদের নামঃ জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা। যারা ইংলিশ বুঝেন না, এটা দিয়ে ঠেকার কাজ চলে যাবে আশা করা যায়।। এই অনুবাদটা কুয়েটের মেহেদি ভাই গতবছর উপহার হিসেবে পাঠিয়েছিলেন, আল্লাহ উনাকে উত্তম জাযা দিক।
দ্বিতীয়তঃ দারুস সালাম বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে ২০১৯ এর জানুয়ারিতে প্রকাশ হয়েছে। নামঃ কুরআন হাদিসের আলোকে: জ্বীন কেন্দ্রিক অসুস্থতার প্রতিকার। তবে উনাদের একটা বইয়ের অনুবাদ দেখেছিলাম গুগল ট্রান্সলেটর মার্কা, তাই আর এটা নিতে আগ্রহ হয়নি।
[খ]
বইটার অধ্যায়গুলো খুব একটা গোছানো না। তবে আল্লাহর রহমতে অনুর্ধ ৩০০পৃষ্ঠার বইয়ে অনেক কিছুই চলে এসেছে।
বাংলা অনুবাদ (তাওহিদ) ২৮৮পৃষ্ঠা, মুদ্রিত মূল ১৮০। পাতার কোয়ালিটি তেমন উন্নত না, তবে কাজ চলার মত। (দারুসসালাম বাংলাদেশ) ২৩৮, মুদ্রিত মূল্য ২৫০। দারুসসালামেরটা হাতে পাইনি। অনলাইন চেক করে বললাম।
[গ]
১ম অধ্যায়ে জিনের রোগির রুকইয়াহ সম্পর্কে বেশ কিছু তথ্য এসেছে। চিকিৎসা নিয়ে আলোচনার পর, অধ্যায়ের শেষের দিকে কিছু সাপ্লিমেন্ট ব্যবহারের পদ্ধতি এবং রুকইয়ার শারইয়ার মাঝে কিছু মন্দচর্চা বা উল্টাপাল্টা কাজ সম্পর্কে সতর্কতা দেয়া হয়েছে।
২য় অধ্যায় জাদু বিষয়ে, জাদুর বৈধ এবং অবৈধ চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা এবং সতর্কতা উল্লেখ করার পর, অধ্যায়ের শেষের দিকে কিছু সাপ্লিমেন্ট, হিজামা থেরাপি আর (এরপর হুদাই!) ফারাওদের পিরামিড রহস্য নিয়ে আলোচনা রয়েছে।
.
উল্লেখ্য, জাদু এবং জিনের চিকিৎসার ক্ষেত্রে আমাদের বাংলা "রুকইয়াহ" বই এবং বিভিন্ন ভাষায় পৃথিবীর এবিষয়ক অসংখ্য বইয়ের মত এখানেও শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালামের বই থেকে অনেক তথ্য উদ্ধৃত করা হয়েছে, এরপর আবার শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালাম নিজেই এটা সম্পাদনা করে দিয়েছেন। মজার ব্যাপার না?
.
বইয়ের ৩য় অধ্যায় হিংসা এবং বদনজর বিষয়ে। এখানে খুব বেশি আলোচনা নাই। তবে কাজ চলার মত।
৪র্থ অধ্যায় কিছু মানসিক - স্নায়বিক সমস্যা নিয়ে। যার শেষে ঈমানের উন্নতির উপায়, কবিরা - সগিরা গুনাহ, ইত্যাদি নিয়ে আলোচনা সংযুক্ত রয়েছে।
৫ম অধ্যায় বিভিন্ন সময় পঠিতব্য হিফাজতের যিকর আযকার নিয়ে, এটার শেষে ওয়াসওয়াসা রোগ নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা আছে।
.
[ঘ]
আর পুরো বইটার মজাদার দুটি বৈশিষ্ট্য হল,
- এখানে সমস্যাগুলো প্যারানরমাল দৃষ্টিকোণ থেকে আলোচনার পাশাপাশি শারিরিক - মানসিক কারণগুলোর দিকে আলোকপাতেরও 'চেষ্টা করা হয়েছ।'
- দ্বিতীয়তঃ পুরা বইয়ে দেখে দেখে তিলাওয়াত করার মত অনেকগুলো আয়াত এবং দোয়া পাবেন। যেমন- সাধারন রুকইয়ার আয়াত, সিহরের কমন আয়াত, জিনকে শাস্তি দেয়ার আয়াত (আয়াতুল হারক), জিন ওয়াদা ভঙ্গ করলে পড়ার আয়াত ইত্যাদি। আর দোয়ার অধ্যায়ে অনেক দোয়া-কালাম আছে তাতো বললামই।
.
সবশেষে বলব, সব মিলিয়ে বইটা ভালোই, সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহীরা এবং অন্যরাও পড়তে পারেন। তবে যেহেতু লেখক, প্রকাশক উভয়েই সালাফি ঘরনার। আর অনুবাদও হয়েছে কট্টর আহলে হাদিস ঘরনার প্রকাশনী থেকে। সুতরাং স্বাভাবিকভাবেই তাদের চিন্তাধারার কিছুটা ছাপ চলে এসেছে। তাই নন-আলেমরা এই বিষয়টা খেয়াল রেখে সংশ্লিষ্ট বিষয় বিজ্ঞ কোন আলেমের তত্ত্বাবধানে অধ্যয়ন করলে ইনশাআল্লাহ অধিক উপকারী হবে।
.
আল্লাহ আমাদের এই বইয়ের কল্যাণগুলো দান করুক, অকল্যাণগুলো থেকে হিফাজত করুক। আমিন।
লেখক: আবুল মুনযির খলিল বিন ইবরাহিম আমিন
সম্পাদনা: শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালাম
---
[ক]
খিলাফাহ পতনের পরবর্তি সময়ে, আমাদের এই শতাব্দিতে লেখা রুকইয়া বিষয়ক বইগুলোর মাঝে পৃথিবীতে সবেচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে যে কয়টি বই। তার মাঝে এইটা একটা। এর মূল আরবি, কিন্তু মূল সংস্করণটা আমি অনেক খুজেও পাইনি। উস্তায মুহাম্মাদ তিম হাম্বলকে জিজ্ঞেস করেছিলাম, উনিও বলতে পারেননি।
যাহোক, বইটি ব্যাপক প্রসার লাভ করেছে ইংলিশ অনুবাদ থেকে, যা অনুবাদ করেছেন নাসিরুদ্দিন আল-খাত্তাব, আর প্রকাশ হয়েছে দারুস সালাম (ইন্টারন্যাশনাল) থেকে ।
.
বাংলা ভাষায় দুইটি অনুবাদ এপর্যন্ত চোখে পড়েছে, একটাতেও পুরাপুরি ভরসা করতে পারিনি। প্রথমটা তাওহিদ পাবলিকেশন্স থেকে বের হয়েছে, ২০১৫এর দিকে। এরা তো আগে থেকে উল্টাপাল্টা করায় প্রসিদ্ধ, এই নিরিহ বইয়ের অনুবাদেও বেশ কয়েক যায়গায় প্যাঁচ লাগাইসে দেখেছি। এটা সম্ভবত অনিচ্ছাকৃত। অনুবাদের নামঃ জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা। যারা ইংলিশ বুঝেন না, এটা দিয়ে ঠেকার কাজ চলে যাবে আশা করা যায়।। এই অনুবাদটা কুয়েটের মেহেদি ভাই গতবছর উপহার হিসেবে পাঠিয়েছিলেন, আল্লাহ উনাকে উত্তম জাযা দিক।
দ্বিতীয়তঃ দারুস সালাম বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে ২০১৯ এর জানুয়ারিতে প্রকাশ হয়েছে। নামঃ কুরআন হাদিসের আলোকে: জ্বীন কেন্দ্রিক অসুস্থতার প্রতিকার। তবে উনাদের একটা বইয়ের অনুবাদ দেখেছিলাম গুগল ট্রান্সলেটর মার্কা, তাই আর এটা নিতে আগ্রহ হয়নি।
[খ]
বইটার অধ্যায়গুলো খুব একটা গোছানো না। তবে আল্লাহর রহমতে অনুর্ধ ৩০০পৃষ্ঠার বইয়ে অনেক কিছুই চলে এসেছে।
বাংলা অনুবাদ (তাওহিদ) ২৮৮পৃষ্ঠা, মুদ্রিত মূল ১৮০। পাতার কোয়ালিটি তেমন উন্নত না, তবে কাজ চলার মত। (দারুসসালাম বাংলাদেশ) ২৩৮, মুদ্রিত মূল্য ২৫০। দারুসসালামেরটা হাতে পাইনি। অনলাইন চেক করে বললাম।
[গ]
১ম অধ্যায়ে জিনের রোগির রুকইয়াহ সম্পর্কে বেশ কিছু তথ্য এসেছে। চিকিৎসা নিয়ে আলোচনার পর, অধ্যায়ের শেষের দিকে কিছু সাপ্লিমেন্ট ব্যবহারের পদ্ধতি এবং রুকইয়ার শারইয়ার মাঝে কিছু মন্দচর্চা বা উল্টাপাল্টা কাজ সম্পর্কে সতর্কতা দেয়া হয়েছে।
২য় অধ্যায় জাদু বিষয়ে, জাদুর বৈধ এবং অবৈধ চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা এবং সতর্কতা উল্লেখ করার পর, অধ্যায়ের শেষের দিকে কিছু সাপ্লিমেন্ট, হিজামা থেরাপি আর (এরপর হুদাই!) ফারাওদের পিরামিড রহস্য নিয়ে আলোচনা রয়েছে।
.
উল্লেখ্য, জাদু এবং জিনের চিকিৎসার ক্ষেত্রে আমাদের বাংলা "রুকইয়াহ" বই এবং বিভিন্ন ভাষায় পৃথিবীর এবিষয়ক অসংখ্য বইয়ের মত এখানেও শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালামের বই থেকে অনেক তথ্য উদ্ধৃত করা হয়েছে, এরপর আবার শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালাম নিজেই এটা সম্পাদনা করে দিয়েছেন। মজার ব্যাপার না?
.
বইয়ের ৩য় অধ্যায় হিংসা এবং বদনজর বিষয়ে। এখানে খুব বেশি আলোচনা নাই। তবে কাজ চলার মত।
৪র্থ অধ্যায় কিছু মানসিক - স্নায়বিক সমস্যা নিয়ে। যার শেষে ঈমানের উন্নতির উপায়, কবিরা - সগিরা গুনাহ, ইত্যাদি নিয়ে আলোচনা সংযুক্ত রয়েছে।
৫ম অধ্যায় বিভিন্ন সময় পঠিতব্য হিফাজতের যিকর আযকার নিয়ে, এটার শেষে ওয়াসওয়াসা রোগ নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা আছে।
.
[ঘ]
আর পুরো বইটার মজাদার দুটি বৈশিষ্ট্য হল,
- এখানে সমস্যাগুলো প্যারানরমাল দৃষ্টিকোণ থেকে আলোচনার পাশাপাশি শারিরিক - মানসিক কারণগুলোর দিকে আলোকপাতেরও 'চেষ্টা করা হয়েছ।'
- দ্বিতীয়তঃ পুরা বইয়ে দেখে দেখে তিলাওয়াত করার মত অনেকগুলো আয়াত এবং দোয়া পাবেন। যেমন- সাধারন রুকইয়ার আয়াত, সিহরের কমন আয়াত, জিনকে শাস্তি দেয়ার আয়াত (আয়াতুল হারক), জিন ওয়াদা ভঙ্গ করলে পড়ার আয়াত ইত্যাদি। আর দোয়ার অধ্যায়ে অনেক দোয়া-কালাম আছে তাতো বললামই।
.
সবশেষে বলব, সব মিলিয়ে বইটা ভালোই, সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহীরা এবং অন্যরাও পড়তে পারেন। তবে যেহেতু লেখক, প্রকাশক উভয়েই সালাফি ঘরনার। আর অনুবাদও হয়েছে কট্টর আহলে হাদিস ঘরনার প্রকাশনী থেকে। সুতরাং স্বাভাবিকভাবেই তাদের চিন্তাধারার কিছুটা ছাপ চলে এসেছে। তাই নন-আলেমরা এই বিষয়টা খেয়াল রেখে সংশ্লিষ্ট বিষয় বিজ্ঞ কোন আলেমের তত্ত্বাবধানে অধ্যয়ন করলে ইনশাআল্লাহ অধিক উপকারী হবে।
.
আল্লাহ আমাদের এই বইয়ের কল্যাণগুলো দান করুক, অকল্যাণগুলো থেকে হিফাজত করুক। আমিন।
0 comments:
Post a Comment