June 20, 2018

কি মজা! দাজ্জাল আসবে!!

[ক]
সেদিন ইনবক্সে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, কাজি ইব্রাহিম সাহেবের কোন লেকচারে নাকি উনি দেখেছেন কয়েক বছরের মধ্যেই মাহদি চলে আসবে! সে প্রসঙ্গে উনি বেশ এক্সাইটেড..।
শুধু উনিই না, এই জামানার ছেলে-মেয়েদের একটা প্রসিদ্ধ হুজুগ হচ্ছে “আখেরি জামানার হাদিস বিশারদ হওয়া!” এই বিশেষ গবেষক গোষ্ঠীর বৈশিষ্ট্য হল, আশারাত বিষয়ক হাদিসগুলো পিটাইয়া-ভচকাইয়া ইচ্ছামত বাঁকা-চ্যাকা কইরা চলমান কোন ঘটনার সাথে খাপ খাইয়ে যেকোনভাবে প্রমাণের চেষ্টা করা যে, “কালকেই ইমাম মাহদি চলে আসবে!”
.
এসব 'গুবেষনা' করে আর বসে বসে হাহুতাশ করে। ইহুদি-খ্রিষ্টানদের গালি দেয়। না নিজের ইসলাহের ফিকির করে, আর না জিহাদের ফিকির করে। হুদাই সময় আর মেধার অপচয়!
আরেকটি বিষয়ে আমি আগেও বলেছি, আমি রুকইয়াহ সেন্টারে রুগী দেখতে গিয়ে বেশ কয়েকজন এমন ছেলেকে পেয়েছি, যারা মানসিকভাবে অসুস্থ, ওয়াসওয়াসা রোগে আক্রান্ত এবং শেষ জামানার ভবিষৎবাণী নিয়ে বেশি লাফালাফি করত!
এটা তাঁরা নিজেরাই কনফেস করেছে, তাদের অনেকে প্রায় সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে। বাকিদের খবর আল্লাহ ভালো জানেন...
.
[খ]
আচ্ছা ওই ভাইয়ের কথা বলি, উনি চাচ্ছিলেন ইমাম মাহদি আসবে খুব দ্রুত, এবং সারা দুনিয়ার প্রব্লেম সব অটোমেটিক সলভ হয়ে যাবে।
বললাম - কোন সাহাবি বা সালাফ কি এরকম দোয়া করতেন? (মাহদি আসুক তার দলে যোগ দিব) দাজ্জালের ফিতনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা, আপনার ঈমান কিভাবে এত মজবুত হল যে দাজ্জালের ফিতনাকে আপনার কিছুই মনে হচ্ছে না.. সিক্রেটটা জানতে চাচ্ছি!
- কিসের সিক্রেট? আচ্ছা ভুল হইসে। উনারা উল্টা দুয়া করতেন। সালাফরা সব সময় দাজ্জালের ফিতনা থেকে বাচতে চাইতেন।
- মাহদি এবং ঈসা আলাইহিস সালামই যদি পুরা সমস্যা এ টু জেড সামাল দিতেন। তাইলে দাজ্জাল তো কোন বিষয়ই না, তাইনা?
মাহদির ভরসায় না থেকে মাহদির ফৌজ হওয়ার যোগ্য করে তোলেন নিজেকে।
.
[গ]
আই লাভ কুরআন! কোরআন এর ভাষায় কিছু বলতে পারলে অনেক ভালো লাগে। তাই দুটি আয়াত দিয়ে আজকের গল্প ইতি টানছি-
১. أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ
তোমরা কি তোমাদের রবের সিদ্ধান্তের (গজবের) ব্যাপারে তাড়াহুড়া করছ? (আ’রাফ ১৫০)
২. أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ ۚ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ
তারা কি আল্লাহর পরিকল্পনার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে? বস্তুত: আল্লাহর পরিকল্পনা থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে, যাদের ধ্বংস ঘনিয়ে আসে। (আ’রাফ ৯৯)
.
সুতরাং যারা বেশি লাফাচ্ছেন, তাদের জিজ্ঞেস করি- ‘আল্লাহ কেন দ্রুত দাজ্জালকে পাঠাচ্ছে না’ আপনি কি এজন্য অধৈর্য হয়ে গেছেন? আপনি কি আল্লাহর পরিকল্পনার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছেন?
আপনি কি নিশ্চিত যে দাজ্জালের ফিতনায় আপনি ঈমান টিকিয়ে রাখতে পারবেন?
জেনে রাখুন! আল্লাহর পরিকল্পনার ব্যাপারে তারাই নিশ্চিন্ত হতে পারে, যাদের ধ্বংস ঘনিয়ে এসেছে।
.
আর "এই লিংকের" লেখাটা পড়া যেতে পারে...

Share:

0 comments:

Post a Comment