June 20, 2018

"অন্য ধর্মের লোকেরা জান্নাতে যাবে না" বিষয়ে চুলকানি এবং খানিক আলাপ

[ক]
পরশুদিন (6-feb-18) ডিএসই গ্রুপে একজন পোস্ট দিয়েছিল, “উনি উনার স্যারের কাছে শুনেছেন, ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসারীরা যতই ভালো কাজ করুক, জান্নাতে যাবে না। জান্নাতের যাওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। এই কথাটা তার মেনে নিতে কষ্ট হচ্ছে, এটা কি আসলেই সত্যি?” পোস্টের সাথে একজন ফুটবলারের ছবি জুড়ে দিয়েছেন, যেখানে সে সিরিয়ান উদ্বাস্তু শিবিরে সহায়তা করেছে বুঝাচ্ছে।
সারকথা হচ্ছে, মুসলমানরা পাপ করেও একসময় জান্নাতে যাবে, আর অমুসলিমরা ভালো কাজ করেও কখনও জান্নাতে যাবে না? এটা উনার কাছে কেমন যেন লাগছে, জানতে চেয়েছেন স্যার কি সত্যি বলেছে?
.
[খ]
সেখান থেকে কিছু কমেন্ট –
১. ঈমান ছাড়া কৃতকর্মের কোন মূল্যই নেই। মানুষকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদাত করা, তাঁর কাছে আত্মসমর্পন করা। যে এই আসল উদ্দেশ্য সাধন করতে পারলো না। তাকে কেন জান্নাত দিবে?
২. আপনার স্যার সত্যই বলেছে। ব্যাপারটা এরকম সারাবছর আপনি প্রতিটা ক্লাস করেছেন, অথচ ভার্সিটিতে ভর্তিই হননি। আপনাকে কি অনার্সের সার্টিফিকেট দিবে? নাকি পরীক্ষা দিতে দিবে? আপনি তো বিনা পরীক্ষাতেই ফেইল।
(মুসলমানদের জন্য যেসব পুরষ্কারের ঘোষণা আছে, সেটা পেতে মুসলমানের খাতায় নাম থাকাই লাগবে। যে আমাদের দলের লোকই না, সে আমাদের পুরস্কারে ভাগ পাবে কেন?)

৩. ধরেন ভাই, আপনি এসএসসি পরীক্ষায় সব বিষয়ে ৯০ করে পেয়েছেন, কিন্তু একটি বিষয়ে ৩০ পেয়েছেন, তাহলে কি আপনাকে পাশ দেওয়া হবে? আপনাকে তো অন্তত ৩৩ পেতে হবে। (ভাবার্থঃ সরিষা দানা পরিমাণ ঈমান অন্তত থাকা আবশ্যক, এটা আল্লাহর বিধান, না মানলে উপায় নাই।)
.
[গ]
কিছু বাজে কমেন্ট এবং তার রিপ্লাই:
১. যদি উত্তর হয় না। তবে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবো। (নাউযুবিল্লাহ)
- উত্তর না। মুখ ফিরায়ে নিয়ার কিছু নাই।
= অবশ্যই আছে। কারণ আমার বিবেক এই বিধানকে সাপোর্ট করতে পারল না।
- আপনি এখন মুখ ফিরিয়ে নেননি। আগেই নিয়েছেন। এখন শুধু লোক দেখানো।
= লোক দেখানোর তো কোন দরকার দেখতেছিনা। এই প্রশ্ন অনেক আগেই আমার মনে আসছে। আজকে আরো স্পষ্ট হল বিষয়টা।
- ভাই আপনি ইসলামের বাইরে যেয়ে কতটূকু ভাল থাকতে পারবেন, কতটুকু একদম ভাল কাজ করতে পারবেন সেটা ২/১ বছর পরেই বুঝবেন।
- ঈশ্বর আপনার চেয়ে সুপেরিয়র, তার সিদ্ধান্তের প্রতি এতটুকু শ্রদ্ধা দেখাতে না পারলে আপনার ধর্মপালন দিয়ে লাভ কি ভাই? (উহ্য কথা, তোর মত কয়েক হাজার আবাল ধর্ম পালন না করলেও আল্লাহর কোন লস নাই)
.
২. তাহলে একজন বিধর্মী আজীবন দুনিয়াতে ভাল কাজ করেও কেন জান্নাতে যেতে পারবে না এটা আমারও নিজের মাথায় ঢুকে না।
- আপনি যদি সারাবছর ক্লাস করেন, কিন্তু ভার্সিটিতে ভর্তিই না হন। সার্টিফিকেট পাবেন? আর একজন বিধর্মী কখনই আজীবন ভালো কাজ করে না। এটা অসম্ভব। শিরক তাদের এমন বড় খারাপ কাজ, যা সব কিছুকে ছাপিয়ে যায়।
- ইসলাম ধর্ম মতে শিরক এমন একটি খারাপ কাজ যা অন্য সকল ভাল কাজের পুণ্য নষ্ট করে, আশা করি উত্তর পেয়ে গেছেন।
.
৩. (একজন ভাদার কমেন্ট) জাস্ট থিঙ্ক এবাউট দ্যাট, ১৯৭১ সালে ধর্ষন করে বেড়ানো, খুন করে বেড়ানো একজন পাকিস্তানী মুসলিম জান্নাতে যাবে। ওয়াও ভাই!!
- যুদ্ধ করতে আসা পাঞ্জাব রেজিমেন্টের বেশিরভাগ সৈন্যই ছিল কাদিয়ানী। আর কাদিয়ানীরাও কাফের। (কমেন্টকারি ভুলে শিয়া বলেছিল, কাদিয়ানীরাও যারা মির্যাকে মানেনা তাদেরকে বিধর্মী বলে)
- খুন ধর্ষণ করে জান্নাতে যাবে এটা কোথায় বলা আছে? মুসলমান হওয়া আর জান্নাতে যাওয়া এত সোজা না ভাই।
- আর রেপ করলে বা হত্যা করলে এ মুসলমান হইলেই মাফ পাবে তাতো না। এজন্য তাদের শাস্তি দেয়া হবে।
- ধরেন, আমি বাবা-মার কথা মাঝেমধ্যে শুনিনা, তাই বলে চিপাগলির আক্কাস তো তাদের কাছে আমার চেয়ে প্রাধান্য পাবে না। কারণ অন্য সময় বাবা-মার কথা যে শুনে, সেটাও তো আমিই।
- আপনার ধর্মে এইটা কোথায় আছে যে কেউ বৌদ্ধ না হয়েও জান্নাতে যাবে। অমিতাভ রেফারেন্স দিলে আমি পড়তাম।
.
৪. (এটা নাম কা ওয়াস্তে মুসলমান) জান্নাতে গেলে তো গেলামই ! bt জাহান্নামে গেলে পৃথিবীর সব বস লোকদের সাথে দেখা হবে! আইনস্টাইন , পল ডিরাক, JC ম্যাক্সওয়েল, ডি ব্রগলি। ভাবতেই কেমন জানি লাগে।
- বস লোকদের সাথে মুগুর খাবেন, ইন্টারেস্টিং না?
- বিপদে পড়লে মানুষ বাপের নামই ভুলে যায়। আর কিয়ের আপনার বস।
- বস লোকদের যে তৈরি করেছে, তারে দেখার ইচ্ছা হয় না?
.
৫. একজন হিন্দুর মন্তব্য ছিল – ‘এখানে কমেন্ট দেখে মনে হচ্ছে মুসলমানরা জান্নাত কিনে নিয়েছে, অন্যরা আর কিনতে পারবে না।’ উনি আরও কিছু বলেছিলেন যার মধ্যে আফসোস ছিল।
- ভাই এই বইটা আপনার পড়া উচিত “মরণের পরে কি হবে - মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী রহ.” (সাথে রকমারি.কম লিংক)
= ভাইজান এই বইটা যে লিখেছেন এটা তার কল্পনা। আমরা কল্পনাতে কত কি না ভাবি ।
- গল্প পড়েন না? গল্প হিসেবেই পড়বেন..।
- অপু ভাই আপনাদের স্বর্গ আছেনা? আপনার কিসের চিন্তা ? (অর্থাৎ আপনাদের স্বর্গে যান, আমাদের জান্নাত নিয়ে টানাটানি করেন কেন?)
--
আরও বেশ কিছু কমেন্ট ছিল, নাম কা ওয়াস্ত মুসলমানদের কমেন্টগুলো দুঃখজনক হলেও। সব মিলিয়ে পোস্টটা ভালো হয়েছিল। অনেকগুলো প্রশ্নের উত্তর এসেছে...

---------
Share:

0 comments:

Post a Comment