June 20, 2018

আবু হুরায়রা; বিড়ালওয়ালা

আবু হুরায়রা অর্থ 'বিড়ালের বাবা' না। এর অর্থ #বিড়ালওয়ালা
আবু শুধু বাবা অর্থে আসে না। বরং অধিকারী, প্রযত্নে ইত্যাদির জন্যও ইউজ হয়।
আবু হুরাইরা রা. সাথে বিড়াল রাখতেন, কখনও জামার আস্তিনে* বিড়াল রাখতেন।
তাই রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালওয়ালা বলে ডেকেছিলেন। উনি এটাই পছন্দ করেছেন। ফলে উনার নাম আব্দুর রহমান এর বদলে এটা প্রসিদ্ধি পেয়ে গেছে।

*আগে জামায় পকেটের চল ছিল না, জামার হাতার কলার বড় করে পকেটের মত বানানো হত

..
আবু শব্দ ব্যবহারের আরেকটি উদাহরণ হচ্ছে, ইমাম আবু হানিফা রহ.
উনার নাম নুমান বিন সাবিত। উপনাম আবু হানিফা। অথচ উনার তো কোন মেয়েই ছিল না, তাহলে এই "হানিফা" টা কে?
.
দ্বীনে হানিফ অর্থ খালিস দ্বীন, যেখানে শুধুই ইসলাম আছে, অন্য কিছু না। যা নির্ভেজাল মিল্লাতে ইবরাহিম। তাই আবু হানিফা অর্থ বিশুদ্ধ বা নির্ভেজাল দ্বীনওয়ালা।
ইমাম আবু হানিফা রহ. বিভিন্ন বাতিল ফিরকা থেকে দ্বীনকে পরিচ্ছন্ন রাখার মেহনত করেছেন তাই, উনি আবু হানিফা। অর্থাৎ বিশুদ্ধ দ্বীনওয়ালা।
..

যেমনঃ আল্লাহ বলেছেন,
وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ "حَنِيفًا"
তাঁর চেয়ে উত্তম কে হতে পারে? যে আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পন করে, সৎকাজে নিয়োজিত থাকে আর #একনিষ্ঠভাবে মিল্লাতে ইবরাহীমের অনুসরণ করে। (সুরা নিসা, আয়াত ১২৫)

---
রি-প্লে
- আবু হানিফা অর্থ নির্ভেজাল দ্বীনওয়ালা
- আবু হুরায়রা অর্থ বিড়ালওয়ালা
- আবু সবসময় বাবা অর্থেই আসে না

------
উৎসঃ https://web.facebook.com/thealmahmud/posts/1652282918194565

------
কমেন্ট থেকেঃ
১. আবু হানিফা নাম নিয়ে মিথ্যা গল্প প্রসঙ্গে এটা দেখা যেতে পারে https://www.youtube.com/watch?v=B-bbZOsXLgs
২. হানিফা অর্থ - https://www.almaany.com/ar/name/حَنيفة/
 اسم علم مذكر ومؤنث عربي. والحنيف: المسلم، من اتبع ملة إبراهيم مناسك الحج، والإخلاص للدين، والاختتان، والإذعان لعبوديته، واعتزال الأصنام، والاغتسال من الجنابة، وتحريم الخمر، على ما كان إبراهيم يدعو له. والحنيف: الذي مالت رجله إلى داخل، فهي حنفاء. وأبو حنيفة إمام المذهب الحنفي (ت 150 هـ).
Share:

0 comments:

Post a Comment