[১]
দুর্ভাগ্যলিপি খুবই সুশৃঙ্খল, বিপদ শুরু হলে একের পর এক আসতেই থাকে। পক্ষান্তরে সুখ ও সৌভাগ্য বিশৃঙ্খলভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে।
[২]
কেউ জনবহুল বাজারের মোড়ে দাঁড়িয়েও খুব একা ফিল করে।
বলে ওঠে.. কোথাও কেউ নেই... টাকা দিয়ে অনেক কিছুই হয়না...
[৩]
'আপনার মেজাজ খারাপ হয়ে আছে' এর অর্থ আপনার মনও খারাপ হয়ে আছে। তবে আপনার মন খারাপ মানেই কিন্তু মেজাজ খারাপ না...
মেজাজ খারাপ মন খারাপের চেয়ে এডভান্স লেভেলের... 😕
[৪]
অহংকার আর আত্মমর্যাদাবোধ, কিবির আর গাইরত এই দুইটা খুব কাছাকাছি জিনিষ। তবে একটা মুমিনের অন্তরে থাকা ওয়াজিব আরেকটা থাকা হারাম!
এই দুইটার পার্থক্য করতে পারা আল্লাহর দেয়া তাওফিকের ব্যাপার...
[৫]
"...আর তাদের মিসওয়াক শুষ্ক হয়না!"
[৬]
আরে জাহেল!
তোর মেধা থাকলে না তুই মেধাস্বত্বের গুরুত্ব বুঝবি... 😡
[৭]
গুরুজী কহেন, "পরাজিতরাই চিরদিন খলনায়ক...
এজন্য মহান দেশপ্রেমিক হিটলার নামে ৬০লাখ ইহুদী হত্যার গল্প তৈরি হয়, আর হাররোজ দিনেদুপুরে হাজার লাখ মানুষ মেরেও আম্রিকার প্রেসিডেন্টরা শান্তিতে নোবেল পায়..."
[৮]
আকাশ যে এত সুন্দর হতে পারে, চশমার পাওয়ার না পাল্টালে বুঝতামই না... 😇
[৯]
স্বাধীনতা একটি আপেক্ষিক বিষয়, আসলে মহান সৃষ্টিকর্তা ব্যাতিত কেউ স্বাধীন না...
0 comments:
Post a Comment