February 11, 2017

তোমরা যারা হুজুর হয়েছো...

[১] অনেকদিন আগে এক সিস্টার এরকম পোষ্ট দিয়েছিলো, ""দ্বীনদার বোনদের যেমন ফেবুতে ফটো আপ করা উচিৎ না তেমন ভাইদেরও উচিত ফটো আপলোড থেকে বিরত থাকা। কারণ মেয়েদেরও তো সমস্যা হয়.. ( ওদেরও তো বিপরীত লিঙ্গের প্রতি আকর্শন আছে।""
.
সত্যি বলতে ব্যাপারটা উনারা না পারেন সইতে, আর না পারেন কইতে। মেয়ে মানুষ এসব কথা বলে?!!   কেন ভাই? তোমাদের 'ইয়ে' আছে, ওদের নাই? বানানোর সময় তো আল্লাহ দুইজনকে একসাথেই বানাইছে, সুরা নাবা'র ৮নং আয়াত ভুলে গেছো?
এমনিতেই কলেজ-ভার্সিটির বৈরী পরিবেশে ইসলামের ওপর থাকাটা অনেক কঠিন; অনলাইনে দ্বীনদার ভাইদের এসব ফটো উনাদের ইসলামের ওপর চলা আরো কঠিন করে দেয়। তো যাহোক, এই পোষ্ট দেয়ার অপরাধে আলোচ্য লেখিকাকে সেই জামানার ইসলামিস্টরা(!) অনেক পচাইছিলো।
.
[২] "রি..." ভাই, ফেসবুকে পরিচিত মুখ, সফট ইসলামিস্ট হিসেবে বেশ পরিচিতি। সমস্যাগ্রস্থ দ্বীনদারদের আর্থিক সহায়তার জন্য একটা গ্রুপ আছে উনার। সাধারণত আত্মশুদ্ধিমূলক লেখালেখি করেন। এক আত্মীয়ার সাথে কথা বলতে গিয়ে "রি..." ভাইয়ের কথা উঠালাম। বললো, "ইদানীং ফটো আপ করা শুরু করেছে দেখে আনফ্রেন্ড করে দিয়েছি!"
.
[৩] অমুক পীর সাহেবের শিষ্যদের একটা ইসলামিক শিল্পীগোষ্ঠী আছে, তো শুনেছিলাম ওই শিল্পীগোষ্ঠির সিঙ্গার সাহেবরা নাকি নিজের ফটো ছাড়া কোনো পোষ্ট দেয়না। আমাদের কোনো সাথি ভাই কলরবের কারো পোষ্টে (থুক্কু ফটোতে) কমেন্ট করেছিলেন- "ভাই সালাম দিলেও কি নিজের ছবি দেয়া লাগে?"
ফলাফল = ব্লক
.
[৪] এই সময়ে বদদ্বীনি যেমন অনেক বেশি, তেমনি এই জেনারেশনের তরুণতরুণীদের ইসলামের প্রতি ঝুঁকে যাওয়ার প্রবণতাও অনেক বেশি। তবে টিনেজারদের অবস্থা আবার নেগেটিভ।
তো, যেসব ইয়ংস্টাররা নতুন নতুন ইসলামের প্রতি আগ্রহী হয় তাঁদের বিরাট একাংশের দৃষ্টি থাকে মাদরাসার তালেবে ইলমদের দিকে, আর কারো দৃষ্টি থাকে পুরোনো প্রাক্টিসিং মুসলিমদের দিকে। উলামা বিদ্বেষ নিয়ে না, বরং আপনাদেরই একজন হামসফর হিসেবে বলছি, আমরা 'অধিকাংশ' তালাবা অথবা তরুণ উলামা উনাদের হতাশ করি। আমরা চাই মানুষ আমাদের অনুসরণ করুক, কোরআন হাদিস ঘেঁটে তাক্বলিদের দালায়েল প্রচার করি... অথচ অনুসরণ করার মত কোনো উপমা কি তাঁদের জন্য রাখতে পারছি?
.
[৫] আচ্ছা হুজুর! একটা ফতওয়া দেন,
> অত্যাবশ্যক ফটো ছাড়া, কোনো ফটো আপলোড "না করলে' কি পাপ হবে? মানে আপনারা যে  হুদাই ফটোসেশন করেন বেদ্বীনদের মত, এতে কি কোনো সওয়াব হয়?
> সূরা আলে-ইমরান এ আল্লাহ তা'আলা যে বলেছে, "নগরীতে কাফেরদের চালচলন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়"(3:196) ছবি আপ করার সময় এই আয়াতের দিকে আপনারা কতটুকু খেয়াল রাখছেন?
অথবা মুআত্তা মালেকের একটা হাদিস আছে, আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসুল সা. বলেছেন, ইসলামের সৌন্দর্যের একটি হচ্ছে অপ্রয়োজনীয় বিষয় ছেড়ে দেয়া।
আচ্ছা হুজুর! আপনার প্রোফাইল পিকে একটা ছবি তো দেয়া আছে, তবুও যে অহেতুক সেলফি বিলাশ করছেন, রাসূলের কথানুযায়ী এতে কি ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছেনা?
....
এরকম প্রশ্ন যদি কেউ করেই বসে, তাহলে সত্যিই আমার কিছু বলার নাই। অপরাধ আমারই, আমাদেরই...

[ফেবুতে]
https://m.facebook.com/story.php?story_fbid=1210650655691129&id=100002386190185

Share:

0 comments:

Post a Comment