December 6, 2016

আত্মিক যোগাযোগ; সম্ভব?

[ক.]
আচ্ছা শুরুটা আবুল হাসান আলী নদভী রহ. এর একটা লেকচারের অংশ দিয়ে করা যায়-
  "লেখনির মাধ্যমে লেখকের ভাব-অনুভূতি এমনি হৃদয়ের স্পন্দনও পাঠকের মধ্যে সংক্রমিত হয়। ..এব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সালাফে সালেহীনের কিতাব এখনো মওজুদ আছে। আপনি অধ্যয়ন করে দেখুন, আপনার সালাতের গতিপ্রকৃতি বদলে যাবে! হয়তো সেখানে আলোচ্য বিষয়ের সাথে সালাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি যখন লিখেছিলেন, তখন তার তাওয়াজ্জুহ বা মনোযোগ সেদিকে ছিলো।"
(পুরোটা লেখলে অনেক বড় হয়ে যাবে, বইয়ের পৃষ্ঠার ছবি কমেন্টে দিলাম পড়ে নিয়েন)
.
গুরুদত্ব সিং এর লেখা তোমাকে ভালোবাসি হে নবী বইয়ে এক অমুসলিম মনিষীর কথার উদ্ধৃতি ছিল, সে বলছিল- 'মোহাম্মাদের প্রচারিত বইটার আশ্চর্য এক সম্মোহনী ক্ষমতা আছে, কেউ যদি আরবী না বুঝে তবুও সেটার তেলাওয়াত শুনলে অন্তরের ভেতর অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়!' (সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম)
  এক ভাই বলছিল, কোরআন এর ঠিক বিপরীত প্রভাব পড়ে গান/বাজনা তথা মিউজিক শুনলে, এজন্য ইহুদী ও শয়তান পূজারিরা মিউজিক ইন্ডাস্ট্রিগুলোর পেছনে অনুদান দেয়। maher zain, mesut kurtis এদের স্টুডিও Awaking Records এর লোগোটা যে আস্ত পিরামিড তা তো আপনাদের খেয়াল করা উচিত!
.
[খ.]
এবার আমার নিজের অভিজ্ঞতা বলি, ক'বছর আগে মুফতি তাকী উসমানী সাহেবের একটা বই পড়ছিলাম। 'ভোট ব্যাবস্থা ও ইসলাম' নামটা এরকম টাইপের। কোনো বই পছন্দ হলে আমার স্বভাব হচ্ছে সেটার মধ্যে একপ্রকার ডুব দেই, বাকি দুনিয়ার খবর থাকেনা। তো বইটায় কামাল আতাতুর্কের খিলাফত বিলুপ্ত করা ও ফ্রিম্যাসনরা শেষ খলিফা আব্দুল মজিদকে কি কি প্রস্তাব দিয়েছিলো এসব নিয়ে একটা অধ্যায় আছে, এটা আমি পড়ছিলাম। হঠাৎ আমার অনুভব হতে লাগলো আজ পুরো দুনিয়ায় মুসলমানদের যে দুর্দশা, এর পেছনে জাতীয়তাবাদ ও গণতন্ত্র দায়ী!!
সেখানে কিন্তু এসব একটা বাক্যও ছিলনা। কিন্তু বইটা পড়ার পর আমার মনে এসব কথা খুব দৃঢ় ভাবে গেঁথে গেছে, আল্লাহর ইচ্ছায় এখনো সেটা বিদায় হয়নি!!
এখন বুঝি, বইটা লেখার সময় তাকি উসমানী সাহেবের তাওয়াজ্জুহতে হয়তো এটাই ছিলো...
.
[গ.]
এক সময়ে খতিব সাহেবরা খুতবায় কাফেরদের জন্য বদদোয়া করতেন।
"..আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাঝঝিগ জাম'আহুম, ওয়া দাম্মির দিয়া-রাহুম, ওয়া ঝালঝিল আক্বদা-মাহুম! " ইত্যাদি ইত্যাদি..
এখন আর এসব শোনা যায়না। আ'ম মানুষ যদিও ওই দোয়াগুলো বুঝতো না, তবুও আমার বিশ্বাস ইমাম সাহেব যদি এসব দোয়া অন্তর থেকে করে তাহলে অবশ্যই মুসল্লিদের অন্তরে এর প্রভাব পড়বে।
এখন তো বলে-
"আসসুলত্বানু যিল্লুল্লাহি ফিল আরদ্ব!! মান আহা-না..." হায় আফসোস! সুলতান এর সাথে আদেল বিশেষণ যোগ করার প্রয়োজনবোধও অনেকে করেনা! সব শাষকরাই দুনিয়া আল্লাহর ছায়ার মত নাকি?
মুহতারাম আতিক উল্লাহ আতিক সাহেবের বই আমাদের ইন্তিফাদাতেও আছে, এছাড়া অনেককে বলতে শুনবেন 'হুজুররা খুতবায় জঙ্গিবাদী কথা বলে!! আরবি বলে তো.. তাই বুঝা যায়না!!'
.
ফিকির কি বাত হ্যায় ভাই! যে সেক্যুলার এই ধরনের কথা বলে সেও তো ভালোভাবেই জানে যে, সাধারণ লোক হুজুরের আরবী খুতবা বুঝেনা, তবুও ওদের চুলকানি কিসের?
- আসলে ওরা চায়না হুজুরের অন্তর থেকে আশিদ্দা-উ আ'লাল কুফফার এর জযবা সাধারণ লোকের ভেতরে সংক্রমিত হোক...
.
আচ্ছা! আবার কি প্রতি মসজিদে মসজিদে সেই বদদু'আগুলো করা যায়না?
.
[ঘ.]
আচ্ছা আরেকটা বিষয় বলা যায়, কেমনভাবে নিবেন আমি জানিনা! আমাকে একজন এটা বলেছে.. এব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নাই!
 'যখন প্রেম করে তখন নাকি একজনের কিছু হলে অন্যজনও ফিল করে, একজনের অসুখ হলে অন্যজনেরও নাকি আনইজি লাগে, খারাপ লাগে।
তো আমি যার কাছে শুনেছি সে বলছিল, এসব প্যারানরমাল এক্টিভিটি দেখে নাকি অনেকে ভাবে "তাদের (হারাম) রিলেশনের ওপর ঈশ্বরের বিশেষ সুনজর আছে!"
.
আরে ভাই শয়তানের নজরও তো থাকতে পারে তাইনা?!!
যাহোক! এটা শুনে আমি এই আত্মিক যোগাযোগ এর ব্যাপারটা থাকতে পারে বলেছিলাম, এটা তাদের অনিচ্ছাকৃত ভাবেই হয়ে যায়। আত্মা অনেক শক্তিশালী জিনিশ না?
.
এছাড়া অন্যান্য সম্পর্কগুলোতেও এমন অনেক দেখা যায়, যেমন আমি একজনের ব্যাপারে জানি.. সে বলছিল "আমরা তাবলীগে গিয়েছিলাম, একদিন রাতে আমার এক ফ্রেন্ড বাজারে যাবে, আমি ওকে মানা করলাম। আমার মনে হচ্ছিলো এখন ওর বাজারে যাওয়া উচিত হবেনা। আমি মানা করলাম, তবুও সে বাজারে গেল এবং এক্সিডেন্ট করলো!"
.
brothers: a tale of two sons গেম এর শেষে যখন বড় ভাইটা মারা যেতে লাগে তখন ওদের বাবা হঠাৎ ঘুম থেকে উঠে যায়, উনার খুব খারাপ ফিল হতে লাগে...
আসলে বাস্তবেও এমন অনেক হয়
.
[ঙ]
পাকিস্তানের একজন আলেম, উনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। তো প্রায় বছরখানেক আগে একবার হঠাৎ উনার কথা খুব মনে হতে লাগলো, আমি ফেসবুকে অনেক খুজলাম পাকিস্তান ভাওয়ালপুরের কাউকে পাওয়া যায় কিনা, উনার সাথে কথা বলা যায় কিনা। পাইনি.. কোনো কারণ ছাড়াই উনাকে খুব মনে পড়ছিলো...
দু সপ্তাহ পর বিবিসি নিউজে জানতে পারলাম, কিছুদিন আগে উনি কাশ্মীরের কোন এক হামলার মামলায় গ্রেফতার হয়েছেন!!
সুবহানআল্লাহ..
.
[চ.]
শেষ প্যাঁচাল হচ্ছে, ইদানীং আমার একটা ধারণা হয়- অনেকসময় কোনো কারণ ছাড়াই আমাদের যে মন খারাপ থাকে। এটা সম্ভবত একদমই অকারণে হয়না, বরং একদম ছোট থেকে আমরা কতজনের সাথে পরিচিত হয়েছি তাইনা? সময়ে সময়ে কতজনের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছিল,
এদের সবার সাথে তো এখন যোগাযোগ নেই.. সম্ভবত এদের মাঝে কারো যখন কিছু হয়, তখন আমাদের খারাপ লাগে! এদিকে আমরা কারণ খুজে পাইনা...
দুপুর থেকে কেন আমার ভাল্লাগতেছেনা!
.
আল্লাহ মালুম..
.
- ৬ ডিসেম্বর ২০১৬
-------------
সংযুক্তিঃ এই লেখাটা লেখার কয়েকমাস পরে জানতে পেরেছিলাম টেলিপ্যাথি নামে সিমিলার একটা জিনিশ নিয়ে আলোচনা হয় বিভিন্ন রিসার্চার গ্রুপে।

-----------
ফেসবুকে লেখাটাঃ https://facebook.com/thealmahmud/posts/1163827423706786
Share:

0 comments:

Post a Comment