December 9, 2016

তাহলে ইহুদীদের বানানো ফেসবুক ইউজ করেন কেন?

[ক.]
"..তাহলে ইহুদীদের বানানো ফেসবুক ইউজ করেন কেন?"
.
অনলাইনে দাওয়াতি কাজ করতে গেলে অনেকেই এই কমন প্রশ্নের সম্মুখীন হয়, বিশেষত যারা কিতাল বিষয়ক সচেতনতা সৃষ্টিতে লেখালেখি করে..। সমালোচকদের সারকথা হচ্ছে, ইহুদী খৃষ্টানদের বিরুদ্ধে এত কথাবার্তা বলেন, কাইট্টালবাম - খায়ালবাম.. কিন্তু ইহুদী বংশোদ্ভূত নাস্তিক জুকারবার্গের ফেবু ইউজান কেন?
.
প্রশ্নটা করার পর প্রশ্নকারী ভ্রাতা একখান তৃপ্তির ঢেকুর তুলে, আর ভাবে... করছি একখান প্রশ্ন... :/
.
চলেন.. কোরআন হাদীসের আলোকে আমরা চেষ্টা করি একটা সমাধানে পৌঁছাতে..!
.
[খ.]
 গাযওয়ায়ে আহযাব অথবা খন্দক যুদ্ধের দিকে দৃষ্টি দেয়া যাক।
খন্দকের মূল থিম আমরা সবাই জানি.. যখন মুশরিকিনে মক্কা এবং বনু কুরাইজা গোত্রের ইহুদীদের বিরাট বাহিনী একসাথে মদীনা আক্রমণের প্রস্তুতি নিল, তখন রাসুল সা. সাহাবীদের সাথে পরামর্শে বসলেন.. কি করা যায়। উপস্থিত সাহাবী রা.-দের মাঝে সালমান ফারসি রা. ছিলেন অনেক প্রবীণ এবং অভিজ্ঞ একজন ব্যক্তি। তিনি বললেন, আমাদের পারস্যে শহর রক্ষার জন্য বড় বড় গর্ত খনন করার প্রচলন আছে। যাতে শত্রুরা ঘোড়া নিয়ে লাফ দিয়ে পার হতে না পারে, আর তারপরেও গর্ত পার হতে গেলে, ওরা গর্তে নেমে আবার উঠতে উঠতে তীর মেরে ধরাশায়ী করে ফেলা যায়।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিস্টেমটা পছন্দ হলো, উনি সাহাবাদের সাথে গর্ত খুড়তে শুরু করলেন...
এই যুদ্ধের নামে কোরআনে বেশ বড়সড় একটা সুরা আছে..
.
[গ.]
এখন এখানে বুঝার বিষয় হচ্ছে, এই যে যুদ্ধের সিস্টেমটা.. এটাতো পারস্যের অগ্নিপূজকদের, অথচ রাসুল সা. আমাদের যুদ্ধে এই ট্রিকস ব্যাবহার করলেন। তো আমরা এখান থেকে বুঝতে পারি....
.
কি বুঝতে পারি? :O
"কাফেরদের বিরুদ্ধে কাফেরদের প্রযুক্তি ব্যাবহার করা জায়েজ!"
Share:

0 comments:

Post a Comment