[[ক.]]
মানুষের স্বভাবজাত প্রবণতা হচ্ছে জানতে চাওয়া। এটা কারো কম থাকে, কারো একটু বেশি...
কোরআনেও প্রশ্ন করতে বলা হয়েছে, যারা জানেনা তাঁরা প্রশ্ন করবে; আর যারা জানে তাঁরা উত্তর দিবে!
অনেককে দেখা যায় অনেক গর্বের সাথে বলে.. 'ছোট বেলায় আমি খুব প্রশ্ন করতাম' এরকম গল্প এত বেশি শোনা যায় যে, এটাকে এখন আর কোনো বিশেষত্ব মনে হয়না। ছোটরা তো প্রশ্ন করবেই...
আমি ভুলে গেসি ছোট বেলায় আমি কি করতাম... :(
.
[[খ.]]
একজন মুফতি সাহেব.. সামনাসামনি হযরত বলি, লুকায়চুপায়া ভাই বলি। ভাই বললে একটা আন্তরিকতার প্রকাশ পায়... সম্ভবত: মুহাব্বত বাড়ে..
রামাদ্বান মাসে প্রতিদিন উনার লাইভ প্রোগ্রাম হতো ঢাকা এফএম এ.. একদিন শখ করে দেখতে গেলাম। সাথে আরেক বড়ভাই। স্টুডিওতে ঢুকলাম তিনজনই। কিছুক্ষণ সাধারণ দ্বীনি আলোচনার পর প্রশ্নোত্তর পর্ব।
.
এসএমএস যোগে কোনো বোনের একটা প্রশ্ন আসলো এরকম- "হুজুর! দাঁড়ানো অবস্থায় অযু করলে কি অযু হবে?"
- হযরত বললেন, হবে কোনো সমস্যা নাই!
.
সাথের অন্য বড় ভাই খুব অবাক হলো, হায়.. এটা কি প্রশ্ন!! মানুষ এত সাধারণ বিষয়ও জানেনা?
.
আমিও অবাক হলাম! তবে কারণ একটু ভিন্ন... তা হচ্ছে কয়েকমাস আগে আমার ইনবক্সেও এই প্রশ্নটাই করেছিলো আরেকজন!
.
বুঝলাম অনেক কিছু বাকি আছে জানার আর জানানোর..
.
[[গ.]]
সবাই প্রশ্ন করার প্লাটফর্ম চায়, সাধারণ একজন মুসলমানের চাহিদা হচ্ছে- সে দৈনন্দিন ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত যত দ্বীনি রিচ্যুয়াল বা ইবাদাত করে সেগুলো সম্পর্কে সব প্রশ্নের উত্তর দিবে এমন একটা প্রশ্নবক্স!
.
- ক্ষেত্রবিশেষে জটিল কিছু প্রশ্ন থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের খুব সরল কিছু প্রশ্ন থাকে পবিত্রতা, নামাজ, তাসবীহ-তাহলিল এসব বিষয়ে।
তারা শুধু চায় "হ্যা যাবে" "না যাবে না" এরকম একটা বাক্য শুনতে!
.
একটা বিষয় কি.. সাধারণ মুসলমান যারা ঠিকঠাক নামাজ-কালাম পড়েনা, তাদেরও অনেক সুওয়াল থাকে.. পবিত্রতা বিষয়ক।
.
[[ঘ.]]
আগে ইনবক্সে সব মজার মজার প্রশ্ন আসতো, ছোটছোট প্রশ্ন.. উত্তর দিতেও সহজ। উত্তর দিতে পারলে খুব খুশি লাগতো যে, একজনের তো উপকার করলাম..
ইদানীং সব কি কি যেন জিজ্ঞেস করে, সাধারণ প্রশ্ন হলে উত্তর দিয়ে দেই। উত্তর না জানলে আমারও একটা প্রশ্নবক্স আছে... :D সময় চেয়ে নেই। প্রশ্নবক্সে টোকা দিয়ে উত্তর শুনে তারপর উনাদের জানিয়ে দেই...
.
একটু ভারী ধাঁচের প্রশ্ন হলে বেশিরভাগ-কেই ahlehaqmedia[.]com এ রেফার করি, আর তাড়া থাকলে অগত্যা দারুল ইফতায় প্রশ্ন পাঠাই।
.
তবে শুকরিয়া আদায় করি..! ইনবক্সের প্রশ্নগুলো কঠিন হওয়ার সাথে সাথে উত্তর আমদানির রুটও খুলে গেছে.... :D
আলহামদুলিল্লাহ্!
.
[[ঙ]]
ইদানীং মাথায় একটা দুশ্চিন্তা ভর করেছে, আচ্ছা আমি না হয় আমার সাধ্যমত চেষ্টা করলাম সতর্কতা বজায় রাখতে। কিন্তু ফেবুতে তো অনেক উরাধুরা ইসলামিস্টও তো আছে।। সুরা ফালাক নাসের অর্থ করার যোগ্যতাও নাই...
ওদেরকেও তো প্রশ্ন করে মানুষ, আচ্ছা তখন ওরা কি করে?
.
[[চ.]]
সবার মনেই প্রশ্ন থাকে, কিন্তু প্রশ্ন করার যায়গা সবার থাকেনা...
"এক্ষেত্রে আমজনতা নিরাপদ! তাঁরা আলেমদের কাছে গেলেই উত্তর পেয়ে যায়.. কিন্তু আলেমরা থাকে আপদে...
থানভী রহ. একদিন বলেছিলেন, ১২বছর ধরে একটা প্রশ্ন আমার মনে ঘুরঘুর করছিলো.. কিন্তু উত্তর পাচ্ছিলাম না। জিজ্ঞেস করার মত লোকও পাইনি.. আজ কোরআন তিলাওয়াত করতে গিয়ে উত্তর পেলাম।"
.
এক আক্বিদার দরসে এই ঘটনা বলার পর ইলিয়াস গুম্মান হাফিযাহুল্লাহু বলছিলেন, আমার মনেও অনেক প্রশ্ন আছে.. উত্তর জানিনা.. তোমাদের সামনেও বলিনা। কারণ প্রশ্ন শুনলেই তোমাদের মনে সংশয় ঢুকে যাবে...
.
.
[[[[অসমাপ্ত.....
- ২১ নভেম্বর ২০১৬
ফেবুতে- https://m.facebook.com/story.php?story_fbid=1150046171751578&id=100002386190185
মানুষের স্বভাবজাত প্রবণতা হচ্ছে জানতে চাওয়া। এটা কারো কম থাকে, কারো একটু বেশি...
কোরআনেও প্রশ্ন করতে বলা হয়েছে, যারা জানেনা তাঁরা প্রশ্ন করবে; আর যারা জানে তাঁরা উত্তর দিবে!
অনেককে দেখা যায় অনেক গর্বের সাথে বলে.. 'ছোট বেলায় আমি খুব প্রশ্ন করতাম' এরকম গল্প এত বেশি শোনা যায় যে, এটাকে এখন আর কোনো বিশেষত্ব মনে হয়না। ছোটরা তো প্রশ্ন করবেই...
আমি ভুলে গেসি ছোট বেলায় আমি কি করতাম... :(
.
[[খ.]]
একজন মুফতি সাহেব.. সামনাসামনি হযরত বলি, লুকায়চুপায়া ভাই বলি। ভাই বললে একটা আন্তরিকতার প্রকাশ পায়... সম্ভবত: মুহাব্বত বাড়ে..
রামাদ্বান মাসে প্রতিদিন উনার লাইভ প্রোগ্রাম হতো ঢাকা এফএম এ.. একদিন শখ করে দেখতে গেলাম। সাথে আরেক বড়ভাই। স্টুডিওতে ঢুকলাম তিনজনই। কিছুক্ষণ সাধারণ দ্বীনি আলোচনার পর প্রশ্নোত্তর পর্ব।
.
এসএমএস যোগে কোনো বোনের একটা প্রশ্ন আসলো এরকম- "হুজুর! দাঁড়ানো অবস্থায় অযু করলে কি অযু হবে?"
- হযরত বললেন, হবে কোনো সমস্যা নাই!
.
সাথের অন্য বড় ভাই খুব অবাক হলো, হায়.. এটা কি প্রশ্ন!! মানুষ এত সাধারণ বিষয়ও জানেনা?
.
আমিও অবাক হলাম! তবে কারণ একটু ভিন্ন... তা হচ্ছে কয়েকমাস আগে আমার ইনবক্সেও এই প্রশ্নটাই করেছিলো আরেকজন!
.
বুঝলাম অনেক কিছু বাকি আছে জানার আর জানানোর..
.
[[গ.]]
সবাই প্রশ্ন করার প্লাটফর্ম চায়, সাধারণ একজন মুসলমানের চাহিদা হচ্ছে- সে দৈনন্দিন ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত যত দ্বীনি রিচ্যুয়াল বা ইবাদাত করে সেগুলো সম্পর্কে সব প্রশ্নের উত্তর দিবে এমন একটা প্রশ্নবক্স!
.
- ক্ষেত্রবিশেষে জটিল কিছু প্রশ্ন থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের খুব সরল কিছু প্রশ্ন থাকে পবিত্রতা, নামাজ, তাসবীহ-তাহলিল এসব বিষয়ে।
তারা শুধু চায় "হ্যা যাবে" "না যাবে না" এরকম একটা বাক্য শুনতে!
.
একটা বিষয় কি.. সাধারণ মুসলমান যারা ঠিকঠাক নামাজ-কালাম পড়েনা, তাদেরও অনেক সুওয়াল থাকে.. পবিত্রতা বিষয়ক।
.
[[ঘ.]]
আগে ইনবক্সে সব মজার মজার প্রশ্ন আসতো, ছোটছোট প্রশ্ন.. উত্তর দিতেও সহজ। উত্তর দিতে পারলে খুব খুশি লাগতো যে, একজনের তো উপকার করলাম..
ইদানীং সব কি কি যেন জিজ্ঞেস করে, সাধারণ প্রশ্ন হলে উত্তর দিয়ে দেই। উত্তর না জানলে আমারও একটা প্রশ্নবক্স আছে... :D সময় চেয়ে নেই। প্রশ্নবক্সে টোকা দিয়ে উত্তর শুনে তারপর উনাদের জানিয়ে দেই...
.
একটু ভারী ধাঁচের প্রশ্ন হলে বেশিরভাগ-কেই ahlehaqmedia[.]com এ রেফার করি, আর তাড়া থাকলে অগত্যা দারুল ইফতায় প্রশ্ন পাঠাই।
.
তবে শুকরিয়া আদায় করি..! ইনবক্সের প্রশ্নগুলো কঠিন হওয়ার সাথে সাথে উত্তর আমদানির রুটও খুলে গেছে.... :D
আলহামদুলিল্লাহ্!
.
[[ঙ]]
ইদানীং মাথায় একটা দুশ্চিন্তা ভর করেছে, আচ্ছা আমি না হয় আমার সাধ্যমত চেষ্টা করলাম সতর্কতা বজায় রাখতে। কিন্তু ফেবুতে তো অনেক উরাধুরা ইসলামিস্টও তো আছে।। সুরা ফালাক নাসের অর্থ করার যোগ্যতাও নাই...
ওদেরকেও তো প্রশ্ন করে মানুষ, আচ্ছা তখন ওরা কি করে?
.
[[চ.]]
সবার মনেই প্রশ্ন থাকে, কিন্তু প্রশ্ন করার যায়গা সবার থাকেনা...
"এক্ষেত্রে আমজনতা নিরাপদ! তাঁরা আলেমদের কাছে গেলেই উত্তর পেয়ে যায়.. কিন্তু আলেমরা থাকে আপদে...
থানভী রহ. একদিন বলেছিলেন, ১২বছর ধরে একটা প্রশ্ন আমার মনে ঘুরঘুর করছিলো.. কিন্তু উত্তর পাচ্ছিলাম না। জিজ্ঞেস করার মত লোকও পাইনি.. আজ কোরআন তিলাওয়াত করতে গিয়ে উত্তর পেলাম।"
.
এক আক্বিদার দরসে এই ঘটনা বলার পর ইলিয়াস গুম্মান হাফিযাহুল্লাহু বলছিলেন, আমার মনেও অনেক প্রশ্ন আছে.. উত্তর জানিনা.. তোমাদের সামনেও বলিনা। কারণ প্রশ্ন শুনলেই তোমাদের মনে সংশয় ঢুকে যাবে...
.
.
[[[[অসমাপ্ত.....
- ২১ নভেম্বর ২০১৬
ফেবুতে- https://m.facebook.com/story.php?story_fbid=1150046171751578&id=100002386190185
0 comments:
Post a Comment