November 28, 2016

কোরআনে বর্ণিত "সুর্য ডোবা দেখা.." সঠিক না ভুল?

            "অবশেষে তিনি (যুলকারনাইন) যখন সুর্যের অস্তাচলে পৌছলেন; তখন তিনি সুর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন.."

 সুরা কাহাফের ৮৬নং আয়াত! এটা নিয়ে নাস্তিকদের ব্যাপক চুলকানি আছে, অনেক সরল ভাইয়েরাও ওদের কথায় বিভ্রান্ত হয়।
 তো এবিষয়ে মতামত জানতে আমরা (কল্পনায়) মুখোমুখি হয়েছি গুরুজীর সাথে..


- গুরুজী! সালাম..
-- ওয়া'আলাইকুম! হে বৎস..
- আচ্ছা গুরুজী! বাস্তবে তো সুর্য ডোবেনা, সুর্য নিজ এলাকায় ঘুরতে থাকে.. পৃথিবীও ঘুরে। সুর্য এপাশ থেকে ওপাশ হয় এভাবে রাতদিন যায়। অথচ কোরআনে বলা হয়েছে "তখন তিনি সুর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন.." এটা কি সায়েন্টিফিক ভুল না?
.
-- সে যা দেখেছে তাইতো আছে এখানে, ভুল হলো কিভাবে? আচ্ছা তোমার মতে এখানে কি বলা উচিত ছিল?
"..তখন তিনি সুর্যকে পৃথিবীর এক সাইড থেকে ঘুরে আরেক সাইডে যেতে দেখলেন!" এরকম?
.
- না না.. ব্যাপারটা এরকম না। আসলে 'কোরআনে বলা হয়েছে সুর্য জলাশয়ে ডুবে যাওয়ার কথা!'
-- কোথায় বলা হয়েছে? এই আয়াতেই তো তাইনা?
- জ্বি!
-- তাহলে চলো আবার দেখি সেখানে কি বলা হচ্ছে....
.
.."অবশেষে যুলকারনাইন যখন সুর্যের অস্তাচলে পৌছুলো; তখন সে সুর্যকে এক পঙ্কিল জলাশয়ে ডুবে যেতে দেখলো.."
পক্ষান্তরে তুমি জানো আমিও জানি "সুর্য ডুবে না! বরং ঘোরার কারণে পৃথিবীর একেক যায়গার আকাশে একেক সময় দেখা যায়" তাইতো?
- জ্বি!
-- আচ্ছা! এই সুর্য আর পৃথিবীর ঘোরাঘুরি কি যুলকারনাইন দেখতে পাচ্ছিলো?
- না!
-- তাহলে সে কি দেখলো?
- সে দেখলো সুর্য পানিতে ডুবে গেলো!
.
-- তাহলে এবার বলো, যদি সেখানে লেখা থাকতো '..অত:পর যুলকারনাইন দেখলো পৃথিবী ঘোরার কারণে সুর্য অন্য সাইডে চলে গেল..!!" এটা ভুল হতো না ঠিক হতো?
- ভুল হতো!
-- তাহলে এবার বলো কোরআনে ভুল আছে না সঠিক?

-২৮ নভেম্বর, ২০১৬
ফেবুতে- https://m.facebook.com/story.php?story_fbid=1156300704459458&id=100002386190185 
Share:

0 comments:

Post a Comment