April 11, 2016

কে বলছে কোটটাই খৃষ্টানদের পোশাক?

ভ্রাতা বললো- আরে ভাই কোট প্যান্ট টাই খ্রিষ্টানদের ড্রেস আপনাকে কে বলছে? কোথাও লেখা আছে নাকি খ্রিস্টানরা কোট প্যান্ট পরবে।
.
গুরুজী কহেন-- আপনি যে মানুষ এটা কোথায় লেখা আছে?
.
- মানে!!!!?
.
-- না মানে বলছিলাম যে, লং কোট আর হ্যাট ইহুদীদের পোশাক, ধাপড়া ইয়া মোটা পাগড়ি শিয়াদের পোশাক এটা কি কোথাও লেখা আছে নাকি?
.
- না নাই, তো কি হইছে?
.
-- তাহলে কার্টুনে ইহুদী আর্ট করলে কেন তার গায়ে লং কোট মাথায় হ্যাট থাকে? নাস্তিকরা মুসলমানদের ব্যাঙ্গ করে কার্টুন আঁকলে কেন তার শরীরে পাঞ্জাবী বা জুব্বা থাকে??
.
- উঁ! মানে?
.
-- নাস্তিকরাও বুঝে যে টুপি জুব্বা পানজাবী পায়জামা ইসলামী পোশাক, মাগার আহলে হাদীসরা বুঝে না...
এখন মাথায় কিছু ঢুকছে?? নাকি শায়খরা ঘিলু বের করে মাথায় গোবর ভরে দিয়েছে??
.
- ভাই কি শুরু করলেন বলেন তো? একটু থামবেন প্লিজ?
.
-- ওকে ব্র! ক্ষ্যান্ত দিলাম। ক্যাচাল যেহেতু শুরু করেছেন আপনারা! শেষ ককরার যিম্মাদারি তো আমাদেরই তাইনা?? যাই হোক! আপনাদের সম্মিলিত মেহনত তাহলে ভালই চলছে নাকি? একদল জোর করে সুন্নত ছাড়াচ্ছেন, আরেকদল বিভিন্ন ঢঙয়ে পাম দিয়ে সুন্নত বিমুখ করছেন। কাজ একই; খালি সিস্টেম আলাদা....
.
- কি বলেন এগুলা?
.
-- আচ্ছা IUBAT তে কিছু হইছে শুনছিলেন? ধর্মীয় পোশাক পরে ক্লাস করা পরিক্ষা দেয়ায় বাধা দিচ্ছে বা এরকম কিছু!
.
- হ্যা! শুনছিলাম।
.
-- ওখানকার ছাত্ররা তো কোটপ্যান্ট পরার দাবিতে আন্দোলন করছিল তাইনা? আর কোটপ্যান্ট দেখলেই বোধহয় সেকুলারদের চুলকানি বাড়ে?
.
- মানে??
.
-- মানে বেশি কিছু না! রাসুল জুব্বা পরতেন আমরাও সেটাই পরব। রাসুল কোর্তা পছন্দ করতেন আমাদেরকেও সেটাই করতে হবে। ক্লিয়ার?

---------
ফেবু লিংকঃ https://web.facebook.com/thealmahmud/posts/980614755361388
Share:

0 comments:

Post a Comment