August 3, 2015

বড়দের গল্পঃ ২ (তালাকদাতা ডাক্তার সাহেব)

আজকের ঘটনাটি আমার মুহতারাম উস্তাদ হাফেজ মুফতী হেদায়াতুল্লাহ সাহেব দাঃবাঃ এর, উনার নিকট আমি জালালাইন শরীফ পড়েছি। উনি শায়খ মানসুর সাহেবের ছাত্র, তরুন আলেম, ইলম-কালাম মাশাআল্লাহ প্রচুর..
আলহামদুলিল্লাহ! হুজুরের মুসল্লি সংখ্যাও অনেক। এমনি ওয়াক্তিয়া নামাজে অন্তত সাড়ে ৫ থেকে ৭ শ, আর জুমার নামাজে আনুমানিক সাড়ে ৩ থেকে ৪ হাজার মুসল্লি হয়।
..
**অনেকের জানা না থাকতেও পারে, এজন্য ঘটনা শুরুর আগে একটা বিষয় জানিয়ে রাখা প্রয়োজনঃ আহলে হাদীসদের মতে ০+০+১ = ১ আবার ১+১+১ = ১ 😕 তথা এক তালাক দিলে এক তালাক, আবার তিন তালাক দিলেও এক তালাক। 😌😨
..
তো হুজুর একবার মসজিদে জুমার বয়ান করছিলেন, তখন সামনে থেকে এক গাইরে মুকাল্লিদ ডাক্তার সাহেব দাড়িয়ে গেল, হুজুর বয়ান থামিয়ে জিজ্ঞেস করলেনঃ কি? কিছু বলবেন?
ডাক্তার সাহেব বললেনঃ একসাথে তিন তালাক দিলে তিন তালাক কিভাবে হয়?
হুজুর বললেনঃ মানে? কি বলতে চান আপনি? কি হবে তাহলে?

**ডাক্তার সাহেব পকেট থেকে ১টাকার ১টা কয়েন বের করে চারপাশের মুসল্লিদের দেখিয়ে বললোঃ আমার কাছে ১টাকার ১টা কয়েন দেখতে পাচ্ছেন, (এরপর ওই ১টাকার কয়েনটি কাউকে দেয়ার মত করে হাত নাড়িয়ে বললো) "আমি আপনাকে ১টাকা দিলাম, ১টাকা দিলাম, ১টাকা দিলাম!!" কত টাকা হলো??
পাশের মুসল্লিরা বললোঃ ১টাকা!
(what the logic) 😕



এবার হুজুর জিজ্ঞেস করলেনঃ আপনার নাম কি?
লোকটি বললোঃ ডাঃ মিযানুর রহমান
তখন হুজুর নিজের বাম হাত মুসল্লিদের দেখিয়ে বললেনঃ মনে করুন এটা ডাঃ মিযান সাহেবের গাল! (তারপর ডান হাত দিয়ে বাম হাতে থাপ্পড় দিয়ে বললেন) আমি উনাকে ১ থাপ্পড় মারলাম! ১ থাপ্পড় মারলাম! ১ থাপ্পড় মারলাম! মোট কয় থাপ্পড় হলো?? 😄

 মুসল্লিদের মাঝে এবার হাসির রোল পড়ে গেলঃ সাড়ে ৩হাজার মুসল্লির সামনে ৩টি যৌক্তিক থাপ্পড় খেয়ে ডাক্তার সাহেব বসে গেলেন।
--
هذا ما عندى والعلم عند الله

--------
ফেবু লিংকঃ https://web.facebook.com/thealmahmud/posts/853703288052536
Share:

0 comments:

Post a Comment