August 1, 2015

বড়দের গল্পঃ ১ (দাড়িওয়ালা যুবক)

ঘটনাটি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী সাহেবের।
হযরতজ্বী একবার ব্রিটেন অথবা ইউএসএতে একটি প্রোগ্রামে ছিলেন, তখন কোনো ওয়াক্তের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবের সাথে কুশল বিনিময় করছিলেন, ইমাম সাহেব অনেক পরহেযগার একজন বাংলাদেশী আলেম, বেশ নরম প্রকৃতির।
তখন এক গাইরে মুকাল্লিদ যুবক এসে ইমাম সাহেবকে বললোঃ "হুজুর! আমি দাড়ির মাসাইল জানতে চাচ্ছি, দাড়ি কাটতে কি রাসুল সাঃ কখনো নিষেধ করেছেন??"
ইমাম সাহেব বললেনঃ আপনি যদি দাড়ি কাটতে চান তাহলে এক মুষ্ঠি রাখার পর বাকি অংশ থেকে কাটতে পারেন।
যুবক বললোঃ এটা কোন হাদীসে আছে??
ইমাম সাহেব বললেনঃ এটা আছারে সাহাবা থেকে আমরা জানতে পারি। সাহাবায়ে কিরাম রাঃ সাধারণত এমনটাই করেছেন।
তখন যুবক বলছেঃ আমি সাহাবিকে মানতে যাব কেন? রাসুল সাঃ কি করেছেন সেটা বলেন!! রাসুল সাঃ কখনো দাড়ি কাটতে নিষেধ করেছেন কিনা সেটা বলেন??

** প্রিয় পাঠক, উক্ত ইমাম সাহেব একজন সাধারণ মানুষ, কোনো মহামানব বা অতিমানব নন। এজন্য রাসুল সাঃ এর ১০ লক্ষ হাদীসের মাঝে কোনো দুই-একটা বিষয়ের হাদীস জানা না থাকা এটা মানুষ হিসেবে খুবই স্বাভাবিক একটা বিষয়। অথবা জানা থাকলেও হয়তো সেই মুহুর্তে তার স্মরণ না থাকতে পারে। এটিও মানুষ হিসেবে একটা অতি স্বাভাবিক ব্যাপার। **

ইমাম সাহেব তখন তাকে বুঝাতে চেষ্টা করলেন যে, সাহাবায়ে কেরামগণ উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত। তারা সবচেয়ে বেশি মুত্তাকী এবং পরহেজগার, তারা যা করেছেন রাসুল সাঃ এর সম্মতি নিয়ে অথবা সরাসরি রাসুল সাঃ এর আমল প্রত্যক্ষ করেই সে অনুযায়ী করেছেন, আর তাদের কোনো কাজ দেখে যখন রাসুল সাঃ কোনো আপত্তি অথবা মন্তব্য করেননি বুঝতে হবে সেটা ইসলাম সমর্থিত বলেই রাসুল সাঃ নিরব ছিলেন। অতএব সেটাও সুন্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে।

কিন্তু যুবক তো নাছোড়বান্দা! তাকে হাদীস দেখানোই লাগবে। তাছাড়া মানবেই না। তখন পাশে বসা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব দাঃবাঃ বললেন "হুযুর! আপনি যদি অনুমতি দেন আমি কিছু বলতে পারি।"
ইমাম সাহেব বললেনঃ জ্বী অবশ্যই..
ওলীপুরী সাহেব তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন এটা কোন ঘাটের মাঝি, আর একে কোন ডোজ দেয়া উচিত।
তখন হযরত বললেনঃ আপনি তো রাসুল রাসুল সাঃ কে মানবেন তাইনা?
যুবকঃ হ্যা, অবশ্যই!
হযরতঃ রাসুল যা করেননি আপনি তা করবেন না, যা করেছেন শুধু তাই করবেন তাই তো?
যুবকঃ হ্যা, তাই..
হযরতঃ তাহলে আপনি জীবনেও দাড়ি কাটতে পারবেন না। আপনার দাড়ি যত বড় হবে হোক! যদি ১০ হাত লম্বা হয়ে যায় তবুও এতে কাচি বা ব্লেড লাগাতে পারবেন না। কারন রাসুল সাঃ দাড়ি কেটেছেন বা চাচছেন এরকম কথা কোনো হাদিসেই নেই। আর আপনি যদি দাড়ি কাটতেই চান তবে সাহাবা রাঃ দের অনুসরণ করে একমুষ্ঠির পর কাটতে পারেন। 😄

فبهت الذي كفر

--------
ফেবু লিংকঃ https://web.facebook.com/thealmahmud/posts/852924738130391
Share:

1 comment: