July 6, 2016

পটকা!


[ক]
আজ ইফতারের পর বড় মামার বাড়িতে বসে আছি, ঠাশ! ঠুশ! 😑 একটার পর একটা ফুটতেই আছে পটকা.. পিচ্চিদের কাজ.. অল্প কিছুক্ষণের জন্য নষ্টালজিয়ায় আক্রান্ত হলাম।

[খ]
ছোট বেলায় পটকা ফাটানোর ব্যাপারটা মনের গভীর থেকে উপভোগ করতাম। গতানুগতিক ভাবে ফাটিয়ে তেমন কোনো তৃপ্তি পেতাম না, আমাদের পটকা ফাটানোর কিছু ক্রিয়েটিভ স্টাইল ছিল। যেমন- পটকা হাতে রেখে আগুন ধরিয়ে উপরে ছুড়ে মারতাম, দুই তিন হাত ওপরে গিয়ে ঠাশ করে ফাটতো, আহ!!! কি পৈশাচিক আনন্দ
আমাদের আরেকটা স্টাইল ছিল.. আগরবাতি সমানভাবে ৩-৪টুকরা করে ভাঙতাম, পটকার কাগজটা ফেলে সেখানে আগরবাতি ঢুকাতাম, পাশাপাশি কয়েকটা পটকা রেখে আগরবাতির টুকরাতে আগুন ধরিয়ে সরে যেতাম! মিনিটখানেক পর ঠাশ ঠাশ ঠুশ ঠুশ!!! 🙄😊

[খ]
আর দশজনের মত আমি খুচরা ১-২টা পটকা কিনতাম না, কিনলে অন্তত ১ প্যাকেট মানে ১২টা কিনতাম। এজন্য আমরা ব্যান্ড এর দিকেও খেয়াল রাখতাম। আমার ফেভারিট ব্রান্ড ছিল "সম্রাট" ৫টাকায় ১প্যাকেট। এটার বৈশিষ্ট্য ছিলো অনেক জোরে আওয়াজ হতো। আর কিছু ব্র‍্যান্ডের পটকা দামি বিধায় সেগুলো কিনলে ১-২টা কিনতাম। ওগুলো প্যাকেটের প্রতিটা পটকা কাগজে মুড়ানো থাকতো।

বগুড়ায় ছিলাম ছেলেবেলার একটা লম্বা সময়, প্রায় ৫ বছর! তখন সারাটা বছরই পটকা ফাটাতাম। কিসের ঈদ আর কিসের রোজা? কোনো বাছবিচার নাই। পটকা শেষ! আম্মা টাকা দাও :/ বকাঝকা কেমন খাইছি মনে নাই, তবে খেলেও সম্ভবত খুব বেশি না... তবে আব্বু যখন ছিলো আমার খেলার অস্ত্রসস্ত্র নিয়ে কখনো চিন্তা করা লাগেনি, আব্বুর সাথে বাজারে গিয়ে বিভিন্ন পটকা, পিস্তল কিনে আনতাম। লাটিম-মার্বেল এসব কখনোই আমার ভালো লাগেনি। ৩-৪ বছর বয়স থেকেই আমার ফেভারিট খেলনা হচ্ছে "পিস্তল" আর "পটকা"।

সবসময় ব্যয়বহুল ৫-৬টাকা প্যাকেট পটকা ফুটানো হতো যে এমনও না। আম্মা টাকা না দিলে আপাতত প্লাস্টিকের তৈরি 'লাদেন পটকা' দিয়েই কাজ চালাতে হতো। বারুদ দিয়ে রিলোড করতে হয়, বারুদের প্যাকেট ২টাকা! ৬০টা বারুদ থাকে। বেশ লাভজনক😋
collected pic - পিস্তল এবং লাদেন পটকার বারুদ

[গ]
ক্যান্টনমেন্ট এর কোয়ার্টার ছেড়ে 'মাঝিরা' এলাকায় আসার পর আমার দুজন সাথি বড়ভাই মিলে গেলো। একজন রফিক, আরেকজন জাহিদ। আমরা একই নুরানি মাদরাসায় পড়তাম। ওরা আমার উপরের ক্লাসে ছিল। আমাদের সবার বাসা কাছাকাছি ছিলো, তাই একই সাথে ঘুরতাম, খেলতাম, পটকা ফাটাতাম, যুদ্ধ যুদ্ধ খেলতাম, তীর-ধনুক চালানো শিখতাম.... 🙂
আহ! সেই দিনগুলো....!!

কয়েকদিন আগে বাসার বড় ট্রাংক গোছগাছ করতে গিয়ে ছোটবেলার দুইটা লাদেন পটকা পেলাম। হাতে নিয়ে অনেক্ষণ যাবত ভাবলাম- "কেন রে ভাই? এটার নাম লাদেন পটকা হওয়া লাগলো কেন? দুনিয়ায় কি নামের অভাব ছিল?" 😒😔


বিশেষ অভিযানে উদ্ধারকৃত দুটি বোমার ছবি  
Share:

0 comments:

Post a Comment