September 29, 2023

উবুন্টুর কয়েকটি বাল্ক ফাইল এডিটিং টুল

১.

লিনাক্সের ফাইল বাল্ক রিনেম করার জন্য mmv টুল খুব কাজের মনে হল। যদিও কিছু bash কমান্ড দিয়ে করা যায়, তবে ঝামেলা লেগেছে ওইসব। সে তুলনায় mmv অনেক ইজি, আর সেইফ মনে হয়েছে।
ইন্সটল কমান্ড: sudo apt-get install mmv

টিউটোরিয়ালের লিংক https://ostechnix.com/how-to-rename-multiple-files-at-once-in-linux

এছাড়া xfce desktop এর সাথে বিল্টইন দেয়া Thunar - Bulk Rename Files টাও ভাল।

২.
ভিডিও সংক্রান্ত বিভিন্ন কাজে ffmpeg টুল বেশ ভাল কাজে দেয়। মার্জ, স্প্লিট, কনভার্ট অনেক কিছু করা যায়।
বিশেষ করে একাধিক ভিডিও মার্জ করা লাগলে ফাইল ভেঙ্গে নতুন করে এনকোড করার ঝামেলায় না গিয়েই কয়েকটা ভিডিও ফাইল জোড়া দেয়া যায়।

৩.
to be continued ...


লাস্ট আপডেট: 29-9-2023
Share:

0 comments:

Post a Comment