May 7, 2022

শাওয়াল মাসের বিয়ে

 নবীজির শাওয়াল মাসে বিয়ের বিষয়টা ছিল ওই সময়ের কুসংস্কার, অপসংস্কৃতি, কিংবা ভ্রান্ত ধারণা দূর করার জন্য। মুহাদ্দিসদের আলোচনা থেকে এটাই পাওয়া যায় যে, জাহেলি যুগ থেকে মানুষ ভাবতো শাওয়াল মাসে বিয়ে করা খারাপ বা অশুভ। 

এখন বিষয় হল, এখন আমাদের অঞ্চলে বিয়ে নিয়ে কি কি কুসংস্কার, ভ্রান্ত ধারণা আর অপসংস্কৃতি প্রচলিত আছে? আর এগুলো দূর করার জন্য আমরা কি করছি? 

১. এখানে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান না করলে খারাপ ভাবা হয়। 

২. কনের বাড়ি থেকে বিশেষ কিছু না নিলে খারাপ ভাবা হয়। কনের পরিবারই অপমানজনক ভাবে।

৩. বিয়ের আগে একদল নারী-পুরুষ যায় পাত্রী দেখতে, বিয়ের পর এলাকার সব মানুষ দল বেঁধে মেয়েকে দেখতে আসে। অনেক সময় অবস্থা এমন হয় যে, জামাইয়ের জন্য দেখা হালাল, অথচ সে বাদে বাকি সবাই দেখে ফেলেছে। গাইরতহীন জামাই মিন-মিন করে আর অন্যদের ফরমায়েশি করে। 

৪. এখানে এখানে বিয়ের মধ্যে হাজারটা শয়তানি রিচুয়াল ঢুকে গেছে। (আগের রাতে 'কুমারী পূজা'র মত মিষ্টি খাওয়া আর চান্দা তোলা থেকে শুরু করে, এরপর গাইর মাহরাম মহিলারা গোসল দেয়ানো, বিয়েতে মালা বদল করা, গেট বেঁধে চাঁদাবাজি, বিদায়ের সময় সপে দাড় করিয়ে সপে দেয়া, অশ্লীল গানবাজনা - নাচগান, গাইরতহীনের মত ওয়েডিং ফটোগ্রাফি, মোহর দেয়ার ইচ্ছা না রেখে সাধ্যের সীমার বাইরে অংক ধার্য্য করা ইত্যাদি।) 

শুধুমাত্র ইজাব-কবুল আর নগদ কিছু মোহর দেয়া- এই দুইটা বাদে ইসলামের কোনো বিধানের তোয়াক্কাই এখনকার বিয়ের মধ্যে করেনা। 

আপনারা শাওয়াল মাসে বিয়ে করে লাভ কি তাহলে?

Share:

0 comments:

Post a Comment