March 4, 2023

প্রাণের জিনিস ধরার সহজ উপায়!

💥 যদি আগে থেকে জানেন বা প্যাকেটে প্রাণ/আরএফএল এর লোগো পান, তাহলে তো সহজেই হল। না পেলে সামনে-পেছনে খুঁজে দেখবেন, এর উৎপাদক বা বাজারজাতকারীর নাম কী দেয়া আছে, তাহলে সহজে পেয়ে যাবেন। এক্ষেত্রে শুধু ওদের প্রতিষ্ঠান আর সেগমেন্টগুলোর কথা মনে রাখলেই চলবে। এছাড়া দোকানীকে জিজ্ঞেস করলেও হয়তো জানা যাবে। 

নিচে প্রতিষ্ঠানের লিস্ট আছে।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রোডাক্ট মুসলিমরা অপছন্দ করে এটা ওরাও জানে। ওদের ফুড আইটেমগুলো যে জঘন্য এটা কিন্তু জেনেশুনেই বানায়। এজন্যই এগুলোকে কমন ব্র‍্যান্ডের আন্ডারে আনে না, ভিন্ন-ভিন্ন নামে চালায়। ওরা ইংরেজি ২৬টা বর্ণের প্রায় সবগুলো দিয়ে পণ্যের নাম দিয়েছে। ইলেক্ট্রনিক অনেক পণ্য অন্যদের থেকে বানিয়ে নিয়ে অথবা চায়না থেকে এনে শুধু সিল মেরে বেচে দেয়। যেটা অন্তত কয়েক ডজন কোম্পানি করে। চাইলে আপনিও পারবেন।

...

আমি প্রাণের জিনিস বর্জন করি ৩ কারণে-

১। ঈমানের দাবিতে। কাdiয়ানীরা তাদের আয়ের বড় অংশ অধর্ম প্রচারে লাগায় এজন্য।
২। এরা দেশের অসংখ্য ক্ষুদ্র বেকারি, ফাউন্ড্রি ইত্যাদি প্রতিষ্ঠান ধ্বংস করেছে ও করছে এইজন্য।
৩। এদের জিনিসগুলো জঘন্য। ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট এইজন্য।

..

মূল কথা হল, একান্ত নিরুপায় না হলে, বিকল্প না পেয়ে ঠেকায় না পড়লে এদের জিনিস কিনি না। আপনার যদি সদিচ্ছা থাকে এদের অলমোস্ট ১০০% পণ্যের বেটার অলটারনেটিভ সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হয়ত দুইটা টাকা বেশি লাগতে পারে, ঈমানের খাতিরে কয়টা টাকা বেশি খরচ হলে আল্লাহর কাছে যথাযথ বদলা পাবেন সন্দেহ নাই। 

....

প্রাণ-আরএফএল গ্রুপের কিছু প্রতিষ্ঠানের তালিকা -

১। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড
২। রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)
-- আরএফএল প্লাস্টিকস লিমিটেড
--- রিগাল ফার্নিচার। দুরন্ত বাইসাইকেল, প্রোটোন মোবাইল। ভিশন, ক্লিক, বিজলি (ইলেকট্রনিক)। গুড লাক (খাতা, কলম, পেন্সিল)।
৩। অথবা.কম এবং RFL e-shop (অনলাইন শপ)
৪। প্রাণ ফুডস লিমিটেড। 
--- প্রাণ বেভারেজ লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, প্রাণ কনফেকশনারি লিমিটেড। প্রাণ এক্সপোর্টার্স লিমিটেড। প্রাণ এগ্রো লিমিটেড, প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড। 
৫। বঙ্গ বেকার্স লিমিটেড  
--- এটা থেকে 'অলটাইম' ও 'বিস্ক ক্লাব' ব্র্যান্ড চলে)
৬। হবিগঞ্জ এগ্রো লিমিটেড। 
৭। নাটোর এগ্রো লিমিটেড।
৮। ময়মনসিংহ এগ্রো লিমিটেড। 
৯। সান বেসিক কেমিক্যালস লিমিটেড
১০। চরকা টেক্সটাইল লিমিটেড 
১১। মিডিয়া :: Jagonews24, JagoLive, জাগো এফএম।
১২। ডিপার্টমেন্টাল স্টোর :: Daily Shopping, best buy.
১৩। খাবারের দোকান :: মিঠাই, Testy Treat, Fry Bucket, 

----- ----- 

প্রয়োজনীয় কিছু লিংক নিচে থাকবে।

[১] rfl brands [২] pran brands [৩] wiki

-----

মূল পোস্ট এর লিংক

image

Share:

0 comments:

Post a Comment